কলারোয়ায় আবারো ৩ ব্যক্তির করোনা আক্রান্ত
কলারোয়ায় নতুন করে আবারও ৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দঁাড়ালো ৬৪ জন। তবে ইতোমধ্যে ৪৪ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন আরো কয়েকজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার (২৫জুলাই) নতুন করে আক্রান্ত ব্যক্তিরা হলেন উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া গ্রামের সাইফুল ইসলাম (৩১), জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের তন্ময় কুমার হাজরা (২৮) ও খুলনা জেলার কয়রা উপজেলার মেহেরাজপুর ইউনিয়নের মাদারবাড়ি গ্রামের আকরাম হোসেন (২৬)। আকরাম হোসেন কলারোয়া উপজেলা পরিসংখ্যান অফিসে কর্মরত থাকায় পৌরসদরে বসবাস করেন।
এদিকে, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস (ওসি) জানান, শনিবার (২৫জুলাই) নতুন করে আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে লকডাউন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান জানান, নতুন ৩ জনসহ মোট করোনায় আক্রান্ত ৬৪ জনের মধ্যে ৪৪ জন করোনামুক্ত হওয়ায় আর আক্রান্ত ২ ব্যক্তি মৃত্যবরণ করায় বর্তমানে উপজেলায় করোনায় আক্রান্ত ১৮ জন বিভিন্নভাবে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো বলেন, এদিন পর্যন্ত ৬২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলেও এরমধ্যে ল্যাব থেকে ৫৯৭ জনের রিপোর্ট এসেছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)