সোমবার, জুলাই ৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে জোরপূর্বক জমি দখল, হুমকি ও হয়রানির প্রতিকারের দাবিতে গৃহবধূর সংবাদ সম্মেলন

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিবেশীর উপকার করতে যেয়ে চরম বিপত্তি ও হয়রানির সম্মুখীন হচ্ছেন হাফিজা খাতুন নামে এক গৃহবধূ। সুকৌশলে প্রতিবেশী ওই চক্রের জমি আত্মসাতের চেষ্টা, শ্লীলতাহানীসহ নানাবিধ হুমকি, অপপ্রচার ও বিভিন্ন প্রকার হয়রানির কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন ওই গৃহবধূ।

সোমবার (১৬ জুন) সকালে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাসানকাটি গ্রামের শামসুর রহমান গাজীর স্ত্রী মোছাঃ হাফিজা খাতুন (৫২) জানান, ১৯৯১ সালে হাসানকাটি গ্রামের কিশোরী লাল বিশ্বাসের ছেলে সূর্যকান্ত বিশ্বাসের নিকট থেকে হাসানকাটি মৌজায় (জেএল ১৬৩) ১৯৯১ সালে ২৬৯২ নং সাব কোবালা দলিলমূলে সাড়ে ২৯ শতক জমি ক্রয় করি।

জমি ক্রয়ের পর থেকে উক্ত জমি হাল জরিপে ৪৬নং খতিয়ানে ৩০ দাগে ২৬ শতক জমি রেকর্ড করিয়ে উক্ত বসতবাড়ি তৈরী করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। এর প্রায় ১০ বছর পর একই দাগে উক্ত সুর্যকান্ত বিশ্বাসের ভাই মনিকান্ত বিশ্বাসের নিকট থেকে একই গ্রামের মৃত বিজয় বিশ্বাসের ছেলে দুলাল বিশ্বাস (৮০) কিছু জমি ক্রয় করে বসবাস করছেন। দুলাল বিশ্বাসের ক্রয়কৃত উক্ত বসতভিটার একমাত্র যাতায়াতের পথটি বিভিন্ন পারিবারিক ঝামেলার কারণে জমির মালিকগণ বন্ধ করে দেয়।

এ সময় দুলাল বিশ্বাস তৎকালীন স্থানীয় ইউপি সদস্য এস এম আবু তাহের এর শরণাপন্ন হলে বিকল্প পথ হিসেবে ইউপি সদস্য আমার স্বামী শামছুর রহমান গাজীকে দুলাল বিশ্বাসের যাতায়াতের পথ দেয়ার অনুরোধ জানান এবং পথের জন্য যতটুকু জমি লাগে ততটুকু জমি অন্যপাশ থেকে দেয়ার প্রস্তাব দেন। আমার স্বামী মানবিক দিক বিবেচনা করে ইউপি সদস্যের প্রস্তাবে রাজি হন এবং ইউপি সদস্যের মাধ্যমে হাঁটা চলার জন্য পথের জায়গা দেন।

কিন্তু উক্ত পথের জায়গার বিনিময়ে অন্যপাশ থেকে আমকে জমি পূরণ করার কথা থাকলেও পরবর্তীতে নানাভাবে তালবাহানা করতে থাকে। পথের বিষয়ে কথা বললে দুলাল বিশ্বাস (৮০), তার ছেলে রমেশ বিশ্বাস (৪০), দেবাশীষ বিশ্বাস (৩৭), জয়দেব বিশ্বাস (৩২) ও তাদের সহযোগী রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৩৫) সহ আরও কয়েকজন বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে আমার ও আমার পরিবারের উপর বিভিন্ন হুমকি, ভয়ভীতি ও গালিগালাজ করে আসছে।

গত কয়েকদিন আগে উক্ত বসতভিটা অন্যত্র বিক্রি করে দুলাল বিশ্বাস ও তার পরিবার ভারতে যাওয়ার প্রস্তুতি নিয়ে খরিদ্দার দেখানো শুরু করলে আমি ও আমার পরিবার উক্ত পথের বিষয়টি সমাধানের জন্য তাদেরকে অনুরোধ করি। কিন্তু তারা বিষয়টি সমাধানের পরিবর্তে পূর্বের ন্যায় অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি ধামকি দিতে থাকে। এমনকি আমার মেয়েদের শ্লীলতাহানিসহ বিভিন্ন ক্ষতিসাধনের হুমকি দেয়।

বিষয়টি তৎকালীন ও বর্তমান ইউপি সদস্য এসএম আবু তাহেরকে অবহিত করলে তিনি পথের জায়গার বিষয়টি বারবার সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হন। সমাধানের উপায় না পেয়ে আমরা আমাদের রেকর্ডিয় জায়গা দখলে নিয়ে দুলাল বিশ্বাসের বসানো কিছু ইট তুলে দেই। কিন্তু ষড়যন্ত্রমূলক পরিকল্পনার অংশ হিসেবে দুলাল বিশ্বাসের ছেলে রমেশ বিশ্বাস কালিগঞ্জ থানায় আমাদের বিরুদ্ধে অভিযোগ দিলে থানার উপপরিদর্শক রাজীব সরদার সরজমিনে গিয়ে মানবিক বিবেচনায় আপাতত পথটি খুলে দিতে বলেন এবং আমাদেরকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একটি অভিযোগ দিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দেন।

সে অনুযায়ী আমরা শান্তিপূর্ণ সমাধানের জন্য মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর ঐদিনই একটি লিখিত অভিযোগ দায়ের করি যা বিচারাধীন আছে।

কিন্তু দুলাল বিশ্বাসের ছেলে রমেশ বিশ্বাস উক্ত বিষয়টি নিয়ে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা, বানোয়াট ও ভ্রান্ত তথ্য দিয়ে পত্রিকায় সংবাদ পরিবেশন করানোর পাশাপাশি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে আমাদের সম্পর্কে মিথ্যা অপপ্রচার করে চলেছেন।

তিনি আরও বলেন, প্রচার প্রচারণায় রমেশ বিশ্বাস পথটি সরকারি এবং উক্ত পথে সরকারিভাবে ইট বসানো হয়েছে বলে প্রোপাগান্ডা চালালেও প্রকৃতপক্ষে পথটি আমার নামীয় রেকর্ডীয় সম্পত্তির উপর দিয়ে রয়েছে এবং তারা সেখানে রাতের আধারে চুরি করে কিছু ইট বসিয়ে সেটাকে সরকারি বলে প্রচার দিচ্ছে। রমেশ বিশ্বাস দিং ও তাদের অন্যতম সহযোগী নিতাই বিশ্বাস বাইরে থেকে লোক এনে আমার মেয়েদেরকে ধর্ষণ করাবে এবং মামলা মোকদ্দমা দিয়ে হয়রানিসহ বিভিন্নভাবে ক্ষতিসাধন করবে বলে প্রকাশ্য হুমকি দিচ্ছে।

এ বিষয়ে চলতি মাসের গত ১৪ তারিখে আমার মেয়ে শিরিনা পারভীন (২৬) বাদী হয়ে নিতাই বিশ্বাস এবং রমেশ চন্দ্র বিশ্বাস, তার ভাই দেবাশীষ বিশ্বাস ও জয়দেব বিশ্বাসের নামে কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছে যার নম্বর: ৫৮১।

হাফিজা খাতুন বর্তমানে স্বামী, মেয়ে ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন যাপন করছেন উল্লেখ করে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের আশু সুদৃষ্টি কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় কত, জানালেন এনবিআর চেয়ারম্যান

২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় কত, জানালেন এনবিআর চেয়ারম্যান ICT কোচিং সেন্টার ২০২৪-২৫বিস্তারিত পড়ুন

জুলাই সনদের জন্য ৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে : নাহিদ

জুলাই সনদ, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না বলে জানিয়েছেন জাতীয়বিস্তারিত পড়ুন

নির্বাচন হলে দেশ সঠিক পথে এগোবে : মির্জা ফখরুল

বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন হলে দেশ সঠিক পথেবিস্তারিত পড়ুন

  • হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল
  • কলারোয়ার ইক্বরা চাইল্ড ক্যাডেট একাডেমিতে হিফজ বিভাগের উদ্বোধন
  • ভোমরা বন্দরে বেড়েছে শুকনা হলুদের আমদানি, বাজারে কমেছে দাম
  • নির্বাচনের পরিবেশ তৈরি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • লাগামহীন লুটপাট আ.লীগ আমলের বড় নিদর্শন: উপদেষ্টা আসিফ
  • জাতীয় বিশ্ববিদ্যালয় : পরীক্ষায় নকল করলেই ৪ বছর নিষিদ্ধ
  • বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বলে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে- মির্জা ফখরুল
  • দুর্নীতির সমস্যা চিরতরে দূর করতে হবে: নাহিদ ইসলাম
  • বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • মহররম ও আশুরার শিক্ষা-তাৎপর্য
  • ‘রাজনৈতিক দলের প্রভাব যেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে বিনষ্ট করতে না পারে’
  • সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক