মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা স্থলবন্দরে চার মাসে ৬২ কোটি টাকার বেশি রাজস্ব আদায়

ফারুক রহমান, (সাতক্ষীরা): চলতি ২০২৩-২৪ অর্থবছরের শুরুতেই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের রাজস্ব আয় বেড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে নতুন অর্থবছর শুরুর চার মাসে ৬২ কোটি টাকার বেশি রাজস্ব আয় করেছে স্থলবন্দরটি। এসময় চার মাসে মোট রাজস্ব আয় হয়েছে ২৫৭ কোটি টাকা।

ফলে গত অর্থবছরের প্রথম চার মাসের তুলনায়ও চলতি অর্থবছরের শুরুতে ৬২ কোটি ৫১ লাখ টাকা রাজস্ব আয় বেড়েছে। এই স্থলবন্দর দিয়ে আমদানি-কমে যাওয়া সত্ত্বেও ব্যবসায় বাণিজ্যে উদার সহযোগিতা ও জিরো টলারেন্স নীতি অনুসরণ করায় রাজস্ব আয় বেড়েছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এ ভোমরা স্থলবন্দরের জন্য রাজস্ব আয় ছিল ১৯৫ কোটি ৩২ লাখ ৫৬ হাজার ৮ শত ৪৪ টাকা। সেখানে চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এ রাজস্ব আয় হয়েছে ২৬১কোটি ৭০ লাখ ১৯৮ টাকা। যা প্রায় ৬৬ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার ৩৫৪ টাকা বেশি।

এদিকে, গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর পর্যন্ত ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানিকৃত পণ্যবাহী গাড়ির সংখ্যা ছিল ২৭ হাজার ৬২৬টি। যদিও চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর পর্যন্ত আমদানিকৃত পণ্যবাহী গাড়ির সংখ্যা ছিল ২৫ হাজার ৩২টি। কিন্তু রাজস্ব আয় বেড়েছে ৬৬ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার ৩৫৪ টাকা।

গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম চার মাস জুলাই, আগস্ট,সেপ্টেম্বর ও অক্টোবর এ ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানিকৃত পণ্যের পরিমাণ ছিল ১০ লাখ ৯ হাজার ৩৫৪ মেট্রিক টন। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাস জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এ পণ্য আমদানি হয়েছে ৮ লাখ ৬০ হাজার ৮০২ মেট্রিক টন। যা গত অর্থ বছরের তুলনায় ১ লাখ ৪৮ হাজার ৫৫২ মেট্রিকটন কম।

ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়শনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু জানান, আমদানি-রপ্তানিতে বাণ্যিজ্যে সম্ভাবনাময় ভোমরা স্থলবন্দর। চলতি অর্থবছরের প্রথম চার মাসে সরকারের রাজস্ব বেড়েছে। এই বন্দর ব্যবহারকারি ব্যবসায়ীদের সব ধরনের বৈধ পণ্য আমদানির সুযোগ দেয়া হলে রাজস্ব আয় আরও অনেকাংশে বাড়বে।

ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত উচ্চমান সহকারী তুষার বলেন, চলতি অর্থবছরের প্রথম চার মাসের রাজস্ব আয় বেড়েছে। এই ধারা অব্যহত থাকলে গতবছরের তুলনায় এবার রাজস্ব আদায় কয়েক গুন বেড়ে যাবে।

এদিকে, ভোমরা স্থলবন্দর ব্যবহারকারী আমদানি-রপ্তানিকারক একশ্রেণির অসাধু ব্যবসায়ী ও সিএন্ডএফ’র সিন্ডিকেট বন্দর অশান্ত করে তুলেছে। গত দুইদিন ধরে ভোমরা স্থলবন্দরে নানামুখি তৎপরতা চালাচ্ছে যাতে বন্দর অচল হয়ে পড়ে। সিন্ডিকেটি ভোমরা স্থলবন্দরে কর্মরত কাস্টমসের উপ-কমিশনার ও রাজস্ব কর্মকর্তা ও কর্মচারিদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছেন।

এক পর্যায়ে বন্দর দিয়ে আমদানি পণ্যে অনৈতিক সুবিধা দিতে বন্দর কর্তৃপক্ষকে চাপ দিচ্ছেন। অনৈতিক সুবিধা না দিলে ও তাজা ফল আমদনীতে সুবিধা না দিলে বন্দর অচল করে দেওয়ার হুমকিতে ব্যবসায়িরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কাস্টমস কর্মকর্তরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

একই রকম সংবাদ সমূহ

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়লো, পাবেন দুই ধাপে

আজকের এই মুহূর্তটা শিক্ষা বিভাগের জন্য সত্যিই ঐতিহাসিক। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৫দিনের কন্যাশিশুকে খালের পানিতে ফেলে হ*ত্যা, মা আটক

পরপর ২ মেয়ের পর আবারো মেয়ে জন্ম গ্রহন করায় ৫দিনের মেয়েশিশুকে হত্যারবিস্তারিত পড়ুন

বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আনলে দিতে হবে না শুল্ক

বিশ্ববাজারে প্রতিদিন ওঠানামা করছে স্বর্ণের দাম। তবে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েইবিস্তারিত পড়ুন

  • নির্বাচনে এআই’র অপব্যবহার রোধে সেন্ট্রাল সেল করা হবে : সিইসি
  • পর্নো সাইটে চট্টগ্রামের আজিম-মানিকগঞ্জের বৃষ্টির ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম
  • বিমানবন্দরের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি
  • শেখ হাসিনা ও কামাল খালাস পাবেন, প্রত্যাশা আইনজীবীর
  • রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন: মির্জা ফখরুল
  • আন্দোলনরত শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরে যাবেন, আশা শিক্ষা উপদেষ্টার
  • ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত, বক্তব্য এনসিপি আংশিক কাট করেছে: সালাহউদ্দিন
  • ‘কার্গো ভিলেজে আগুন পোশাক ‎শিল্পের জন্য বড় ক্ষতি’
  • গাজীপুরে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় রিসোর্ট বন্ধ কেন্দ্রীয় নেতার মধ্যস্থতায় চলছিল এক বছর
  • প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের
  • যে কারণে সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে বললেন নাহিদ
  • ঢাকা বিমানবন্দরে আগুন, ফ্লাইট নামছে চট্টগ্রাম সিলেট কলকাতায়