রবিবার, আগস্ট ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিনারুলের সেই সুসজ্জিত নৌকা এখন সাতক্ষীরা শহরে !

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সড়কপথে বিশেষ সাজে সজ্জিত নৌকা নিয়ে সচেতনতামূলক প্রচারে নেমেছে খুলনার কয়রা উপজেলার মিনারুল ইসলাম।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার , শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রচার করে বেড়াচ্ছেন নানা তথ্য। করোনা ভাইরাস প্রতিরোধে মানুষের মাঝে মাস্কও বিতরণ করছেন মিনারুল। মানুষকে সচেতন করাই তার মূলউদ্দেশ্য।

ব্যাটারী চালিত ইজিবাইকের উপর বিশেষ কায়দায় নির্মিত সু-সজ্জিত নৌকা চড়ে দেশের ৬৪ জেলা ভ্রমন করবেন তিনি। রোববার সকালে বিশেষ সাজে সজ্জিত সেই নৌকা চড়ে সড়ক পথে সাতক্ষীরা জেলা শহরে প্রচারে নামেন মিনারুল ইসলাম। তার প্রচার নৌকাকে ঘিরে মানুষের ভীড় আর কৌতুহল শুরু হয়। করতালি দিয়ে মানুষ তাকে বরন করে নিচ্ছেন। এতেই বিজয় খুশি মিনারুল।

রোববার সকাল থেকে সাতক্ষীরা জেলা শহরের নিউ মার্কেট মোড়, শহীদ আব্দুর রাজ্জক পার্ক, প্রেসক্লাব মোড়, কলেজ মোড়, তুফান কোম্পানীর মোড় , সাতক্ষীরা বাস টার্মিনাল, নারিকেল তলার মোড়, আশাশুনিসহ বিভিন্ন এলাকায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার কনের। করোনা প্রতিরোধে মানুষের মাঝে মাস্কও বিতরণ করেন।

মিনারুল ইসলাম জানান, তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে (এটিএন বাংলা) ডেকোরেটর কর্মচারি পদে চাকরি করেন। লেখাপড়া তেমন জানেন না। খুলনা জেলার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকশা গ্রামে তার বাড়ি। পিতার নাম মোকছেদ সরদার। স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ঢাকাতে বসবাস করেন।

তিনি জানান, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ভালোবেসে নিজের ৫ কাঠা জমি বিক্রি করে গত ১৭ মার্চ সড়কপথে নৌকা ভ্রমনে বের হয়েছেন। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান তার এই নৌকাযোগে প্রচারাভিযানের শুভ উদ্বোধন করেন। ঢাকা, খুলনাসহ এ পর্যন্ত ২৮টি জেলা তিনি ভ্রমন করেছেন। পর্যায়ক্রমে ৬৪টি জেলা ভ্রমন করতে চান তিনি। তার উদ্দেশ্য বঙ্গবন্ধুর ঐতিহাসিক সব ভাষণ প্রত্যন্ত অঞ্চলের মানুষের সামনে তুলে ধরা, শেখ হাসিনার উন্নয়নের চিত্র মানুষকে জানানো এবং করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা। যেখানেই যাচ্ছেন সেখানেই শত শত মানুষের ভালোবাসা তাকে আপ্লুত করছে, বলে জানান।

মিনারুলের নৌকায় সিসি ক্যামেরা, নিজস্ব জেনারেটর, প্রচার মাইক, হ্যান্ড মাইক, ৮টি ব্যাটারী, ল্যাপটপ, ভিডিও ক্যামেরা, আগুন নিভানোর গ্যাস সিলেন্ডার, বিভিন্ন ধরনের ব্যানার-ফেসটুন রয়েছে। বঙ্গবন্ধু, শেখ হাসিনা, শেখ রেহানা , সজিব ওয়াজেদ জয়, মাওলানা ভাসানী, শেরেবাংলা এ কে ফজলুল হকসহ জাতীয় নেতাদের ছবি রয়েছে নৌকার গায়ে সাটানো।

ইজিবাইকের উপর বিশেষ পদ্ধতিতে নৌকাটি তৈরী করতে তার সময় লেগেছে প্রায় এক মাস। তিনি আরও জানান, নৌকাটি সাজাতে তার খরচ হয়েছে প্রায় ৫ লাখ টাকা। কয়রায় তার নিজের নামীয় ৫ কাঠা জমি বিক্রি করে ৮ লাখ টাকা এবং নিজের গচ্ছিত আরও ৫ লাখ টাকা নিয়ে তিনি বের হয়েছেন। ১৩ লাখ টাকা তার খরচ হবে। নৌকাযোগে প্রতিঘন্টায় তিনি ২৫ থেকে ৩০ কি:মি: রাস্তা চলতে পারেন।

মিনারুল জানান, দেশের ৬৪ জেলা ভ্রমন শেষে তিনি নৌকাটি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান। তার নৌকায় সিসি ক্যামেরা লাগানো রয়েছে। ওই সিসি ক্যামরায় ফুটেজও তিনি বঙ্গবন্ধু কন্যার হাতে তুলে দিতে চান। গ্রামের মানুষ বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে যে কত ভালোবাসেন তা সিসি ক্যামেরার ফুটেজে প্রমান মিলবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় পানিবন্দি ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জলাবদ্ধতায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডি.বি হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: ডি.বি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ওবিস্তারিত পড়ুন

তালায় যুবদল নেতা শামীমকে জ*বা*ই করে হ*ত্যা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এসবিস্তারিত পড়ুন

  • বৃষ্টির বাধা, তবুও জমে উঠছে সাতক্ষীরার বৃক্ষমেলা
  • সাতক্ষীরায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরকরণ ও আর্থিক সহায়তা প্রদান
  • সাতক্ষীরায় সুন্দরবনের আঙ্গিকে গোলপাতা রেস্টুরেন্ট উদ্বোধন
  • সাতক্ষীরা প্রেসক্লাবে দখলদারিত্বের প্রতিবাদে মানববন্ধন শনিবার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে সাঈদীর শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ও কমিটি গঠন
  • জলবায়ু পরিবর্তন ও নারীর প্রতি সহিংসতা: সাতক্ষীরার উপকূলে বাড়ছে দ্বৈত সংকট
  • সাতক্ষীরায় জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন, যুবদলের ৬ নেতাকর্মীর যোগদান
  • স্বদেশ’র আয়োজনে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প
  • বল্লিতে বিএনপি নেতা কর্মির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মিছিল
  • সাতক্ষীরা কালেক্টরেট স্কুলে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • পরীক্ষার হলে অসুস্থ হয়ে সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্রীর মৃত্যু
  • সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নারীর সহিংসতা প্রতিরোধে বার্ষিক সংলাপ