শনিবার, জুলাই ১২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মির্জা ফখরুল ও আব্বাসকে আটক নয় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে – ডিবি প্রধান

ডিএমপি’র গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক বা গ্রেফতার করা হয়নি। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যে ডিবিতে আনা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন।

হারুন অর রশীদ বলেন, বুধবার (৮ ডিসেম্বর) ঘটনায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে প্রায় ৪৭ জন পুলিশ সদস্য আহত হন। প্রচুর জানমালের ক্ষতি হয়েছে। এছাড়া বিএনপি কার্যালয়ের ভেতর থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়। ওই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

ডিবি প্রধান আরোও বলেন, আগামীকাল ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে সামনে রেখে কোনও নাশকতার পরিকল্পনা রয়েছে কিনা এবং সমাবেশস্থল নিয়ে আলোচনার জন্যই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, নানা কারণে সমাবেশস্থল মিরপুরের সরকারি বাঙলা কলেজই করতে হবে।

বৃহস্পতিবার মধ্যরাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার দলটির প্রেস-উইং এর সদস্য শায়রুল কবির খান এবং দুই নেতার পরিবারের সদস্যরা তাদের আটকের বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশের গোয়েন্দা শাখার একাধিক সদস্য মির্জা আলমগীরের উত্তরার বাসভবন এবং মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসভবন থেকে তাদেরকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যান।

পুলিশ ও গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উত্তরার পূর্ব থানা এলাকার তার নিজ বাসা থেকে আটক করে নিয়ে যায়।
এদিকে, মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের বলেন, ডিবি পুলিশ সদস্যরা গতরাত তিনটার দিকে উত্তরার বাসায় এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে।

মির্জা আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের জানান, রাত তিনটার দিকে ডিবির ৪ জন সদস্য তাদের ফ্ল্যাটে এসে তার স্বামীকে আটক করে নিয়ে যান। নিচে আরও অনেকে ছিলেন।

অন্যদিকে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, তাকে পুলিশ জানিয়েছে, কিছু সময় জিজ্ঞাসাবাদ শেষে তার স্বামীকে ছেড়ে দেয়া হবে। সুত্রঃ বাসস

একই রকম সংবাদ সমূহ

বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির জন্য যে নির্দেশনা দিয়েছে সেটা প্রশংসারবিস্তারিত পড়ুন

জুলাই সনদ কার্যকর না হলে আবারো মাঠে নামবো: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের মৌলিক সংস্কার নিয়েবিস্তারিত পড়ুন

৭ দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনে প্রস্তুত জামায়াত

পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদসহ সাত দফা দাবি পূরণ হলে যেবিস্তারিত পড়ুন

  • নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট : ইসি
  • রাজনীতিতে একেবারে এতিমরাই পিআর পদ্ধতি চায় : রিজভী
  • জুলাই গণহ*ত্যায় হাসিনা-কামালের বিচার শুরুর আদেশ
  • রমজানের আগেই নির্বাচন হতে পারে: প্রেস সচিব
  • নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
  • প্রতীক তালিকায় থাকছে না ‘শাপলা’, নীতিগত সিদ্ধান্ত ইসির
  • শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল
  • বিবিসির অনুসন্ধান : আন্দোলনকারীদের দেখামাত্রই গু*লির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা
  • বিবিসির অনুসন্ধানে উঠে এলো যাত্রাবাড়ীতে পুলিশি হ*ত্যাকাণ্ডের চিত্র
  • অডিও যাচাই করলো বিবিসি: আন্দোলনকারীদের ওপর প্রা*ণঘাতী অ*স্ত্র প্রয়োগের অনুমতি দিয়েছিলেন হাসিনা
  • বাংলাদেশের দুর্ভাগ্য, এখানে পরিপূর্ণ গণতন্ত্রটা চর্চা হয়নি : মির্জা ফখরুল
  • দখলদার-চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না : রিজভী