সাতক্ষীরায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৩, হাসপাতালে চিকিৎসাধীন কামরুল


সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের কামালনগরের মধ্যেপাড়ায় জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে কামরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে জমির সীমানা নির্ধারণ নিয়ে আবু জাফরের ছেলে জাকারিয়া, কিবরিয়া ও আসিব প্রতিপক্ষ আব্দুল করিমের ছেলে কামরুল ইসলাম, মনিরুল ইসলাম ও তাদের এক ভাইপোকে লোহার পাইপ ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তারা গুরুতর আহত হন।
আহত কামরুল ও মনিরুল জানান, জমি নিয়ে একাধিকবার স্থানীয় মুরুব্বিদের উপস্থিতিতে বৈঠক হলেও জাফর ও তার ছেলেরা সমাধানে রাজি হননি। এমনকি পৌরসভার আমিন দিয়ে মাপঝোক করার পরও বিষয়টি মেনে নিতে অস্বীকার করেন তারা। প্রতিনিয়ত হুমকি-ধামকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এলাকাবাসী জানান, কয়েক বছর আগেও আবু জাফরের পরিবার ছিল সাধারণ নি¤œ আয়ের। হঠাৎ করেই জাকারিয়া ও কিবরিয়া কোটি টাকার মালিক বনে গেছেন এবং পাঁচতলা ভবন নির্মাণ করেছেন। তাদের আয়ের উৎস নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, জাকারিয়া ও কিবরিয়া নানা অবৈধ ব্যবসায় জড়িত থেকে অল্প সময়ে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন। তারা এলাকার সাধারণ মানুষের সঙ্গে অহেতুক ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়েন এবং ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ভয়ভীতি দেখান।
তবে আবু জাফর দাবি করেন, তার দোকান ও ব্যবসার আয় দিয়েই সংসার চলে। স্থানীয়দের প্রশ্নের জবাবে তিনি অর্থের উৎস বিষয়ে কোনো মন্তব্য না করেই স্থান ত্যাগ করেন। আহত পক্ষের দাবি, যদি সমঝোতা না হয় তবে তারা আইনের আশ্রয় নেবেন।
এ বিষয়ে ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুর আলম বাবু বলেন, “ঘটনার পর আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের বিষয়টি মীমাংসার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।”
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় পূজা উদযাপন কমিটির সাথে জামায়াতের মতবিনিময় সভা
সাতক্ষীরা সংবাদদাতা: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে সিরাতুন্নবীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের আন্ত ক্লাস ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন