সাতক্ষীরায় জাল দলিল সৃষ্টি করে সম্পত্তি দখলের চেষ্ঠার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের রতনপুরে জালিয়াতির মাধ্যমে জাল বয়ননামা এবং জাল দলিল সৃষ্টি করে অবৈধ ভাবে সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে।
বৃস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জের মাদকাটি গ্রামের মোঃ গোলাম রব্বানীর কন্যা সালমা বেগম।
লিখিত অভিযোগে তিনি বলেন, কালিগঞ্জ উপজেলার তেলেখালী মৌজায় সি এস ১৪২ এস এ ৫২৭, বিআরএস ৩৮৯,৭২৫,৭৯৬ ও ১৪৮০ খতিয়ান এস এ ৬৪৭, বিআরএস৩১৬৫ দাগের ৬.৩০ একর জমি ২০২২ সালে ক্রয় করি। পরে সম্পত্তি নিয়ে কালিগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে ৩৪৪/২০২২ নং মোকদ্দমায় ডিক্রি প্রাপ্ত হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি।
কিন্তু সাতহালীয়া গ্রামের মৃত এ কে এম শওকত আলীর পুত্র মোফাখখারুজ্জামান, মৃত সোলায়মান গাজীর পুত্র আব্দুল ওহাব, সামছুন্নাহার, ওবায়দুর রহমানের স্ত্রী আফিফা সুলতানা, আব্দুল্যাহ মুজাহিদদের পুত্র সামিহা সিদ্দিকি, কাজী অজিয়ার রহমানের পুত্র কাজী অহিদুল ইসলাম, মৃত কোরবান আলীর পুত্র সিরাজুল ইসলাম, কোরবান আলীর পুত্র ফেরদৌস হোসেন এবং খায়রুল বাশারের পুত্র ইকবাল হোসেন জাল জালিয়াতির মাধ্যমে জাল বয়নামা এবং জাল দলিল সৃষ্টি করে প্রতারনার মাধ্যমে অবৈধভাবে দখলের পায়তারা চালাচ্ছে।
এর জের ধরে বিভিন্ন সময়ে খুন জখমসহ বিভিন্ন হুমকি দিয়ে ভীতি প্রদর্শন করে যাচ্ছে। ইতোমধ্যে তারা কালিগঞ্জ সহকারী জজ আদালতে দেং ১৬৪/২৩ নং মামলা দায়ের করে। এছাড়া ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে উক্ত সম্পত্তি থেকে বিতাড়িত করার জন্য জের পায়তারা চালিয়েছে।
তিনি আরো বলেন, উল্লেখিত ব্যক্তিদের সহযোগিতায় রয়েছেন কতিপয় ডাকাত। তারা পূর্বে সুন্দরবনে ডাকাতি করত। পরে আত্মসমর্পন করে এলাকায় ফিরে আব্দুল ওহাবের নেতৃত্বে ওই এলাকার মানুষকে অতীষ্ট করে তুলেছে। মানুষের জমিদখলসহ নানানভাবে হয়রানি করে যাচ্ছে। আত্মসমর্পনকারীগনের বাড়ি শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের কালিি গ্রামে।
মামলা থাকায় সেখান থেকে বিতাড়িত হয়ে রতনপুরে কতিপয় প্রভাবশালী ব্যক্তিদের ইন্ধনে এলাকায় এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উল্লেখিত ব্যক্তিদের কবল থেকে ক্রয়কৃত সম্পত্তি যাতে বেদখল না হয় এবং নিজেদের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)