বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার শিয়ালডাঙ্গায় বসতঘরে আ*গু*ন, ২ লক্ষ টাকার ক্ষতি

গাজী হাবিব, সাতক্ষীরা: পূর্ব শত্রুতা জের ধরে সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের একটি বসতবাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

ঘটনাটি শনিবার (১০ মে) রাত তিনটার দিকে সদরের শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙ্গা গ্রামের (দক্ষিণপাড়া) আব্দুর সবুরের (৪২) বসত বাড়িতে ঘটে।

সরেজমিনে শনিবার (১০ মে) ভুক্তভোগীর সাথে কথা হলে তিনি অভিযোগ করে বলেন, আমাদের গ্রামের আব্দুস সবুরের ছেলে শিমুল ও মোকসেদ আলীর ছেলে লাল্টু পূর্ব শত্রুতার জের ধরে আমার বসতঘরে আগুন লাগিয়ে দেয়। গতরাতে ওদের সাথে ঝগড়া হলে আমরা কেউ ওই বাড়িতে ছিলাম না। এই সুযোগে ওরা এসে আগুন দিয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা ২ টি খাট, শাড়ি কাপড়, শোকেজ, আলমারি আলনা, টিভি, গ্যাসের চুলা, প্রায় ২ হাজার গোবর নুড়ি যা ঘরের পাশেই ছিল। আগুনের লেলিহান শিখায় ঘরের চালে লাগানো টিনও পুড়ে যায়। ঘরের পাশে থাকা ফলজ বৃক্ষও পুড়ে যেতে দেখা গেছে।

বসত ঘরে আগুন দেওয়ার কারন হিসেবে তিনি বলেন, আমার ছেলে আরাফাত হোসেন (২১) এর সাথে তুচ্ছ ঝগড়ার জের ধরে গতকাল রাত এগারোটার দিকে শিমুল ও লাল্টু আমাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায়। পথিমধ্যে স্থানীয় মহিলারা ও মেম্বার শফিকুল ইসলাম আমাকে ওদের হাত থেকে ছাড়িয়ে নেয়। কিন্তু রাত গভীর হলে ওরা আমার ওই বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মেম্বার শফিকুল ইসলাম না থাকলে হয়তো ওরা আমাকে মেরেই ফেলতো।

স্থানীয় গ্রামবাসী সাথে কথা বলে জানা যায়, শিমুল ও লাল্টুদের ভাগ্নির সাথে আরাফাতের প্রেমের সম্পর্ককে পুঁজি করে গত দুই মাস আগে আরাফাতকে ওরা বেদম মারপিট করে। এরই জের ধরে শুক্রবার বিকালে আরাফাত ওদের পিতাকে একা পেয়ে চড় থাপ্পড় মারে। এতে রাত এগারোটার দিকে শিমুল ও লাল্টু দলবদ্ধ এসে আরাফাতের পিতা আব্দুর সবুরকে ধরে মারপিট করতে করতে নিয়ে যেতে থাকে। একপর্যায়ে শফিকুল মেম্বার সে সময় মীমাংসা করে দেয়। কিন্তু রাত তিনটার দিকে কে বা কারা আব্দুর সবুরের বাড়িতে আগুন লাগিয়েছে। তবে ওই বাড়িতে কেউ না থাকার সুবাদে ঘরে থাকা আসবাবপত্র শাড়ি কাপড় সহ ঘর গৃহস্থালির অন্যান্য জিনিসপত্র পুড়ে গিয়ে ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

এ বিষয়ে শিবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শফিকুল ইসলাম বলেন, রাত এগারোটার দিকে সবুরের সাথে শিমুল ও লাল্টুর একটা ঝামেলা হয়েছিল। কিন্তু রাত সাড়ে তিনটার দিকে মোবাইলে জানতে পারি আব্দুর সবুরের বসতঘরে আগুন লেগেছে। স্থানীয়দের সহযোগিতায় সে আগুন নিভানো সম্ভব হলেও অনেক ক্ষতি হয়েছে। আমি ঘটনাস্থলে সকালে গিয়েছিলাম।

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বসত ঘরে আগুন লাগার খবর শুনে আমি সকালে গিয়েছিলাম। ঘরে থাকা সবকিছু পুড়ে গেছে। তারা থানায় যেতে চেয়েছিল।

তবে এ বিষয়ে অভিযুক্ত শিমুল ও লালটুর সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়। ভুক্তভোগী আব্দুস সবুর থানায় এখনো মামলা করা হয়নি জানিয়ে বলেন, এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। আমি আমি সুষ্ঠু ও ন্যায় বিচার কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

৫ দফা দাবিতে সাতক্ষীরায় ২ কিলোমিটার সড়কজুড়ে জামায়াতের মানববন্ধন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন ও হাত ধোয়া প্রদর্শনী

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

হ্যান্ডবল খেলায় কলারোয়ার মেয়েরা ৩ বার সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন

সানবীম করিম সিয়াম: ক্রিকেট, ভলিবল ও ফুটবলের পর এবার হ্যান্ডবল খেলায় কৃতিত্বেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি
  • দুলাল চন্দ্র দাশ সভাপতি, কার্তিক দাশ সাধারণ সম্পাদক বিধান দাস সাংগঠনিক সম্পাদক
  • সাতক্ষীরায় চোখের ছানি অপারেশন ও চক্ষু শিবির ক্যাম্পের প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় মাস ব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
  • পারুলিয়া জামায়াতের নির্বাচনী পথসভা উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন
  • সাতক্ষীরায় চোরাচালানের নতুন কৌশল: খৈলের নিচে ৭ কোটি টাকার ভারতীয় পোশাক ও মাদক
  • তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
  • কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ফুটবল টুর্নামেন্টের সেমিতে কালিগন্জ
  • দেশপ্রেমী মানুষ তৈরির কারখানা ছাত্রশিবির- সাতক্ষীরায় শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
  • সাতক্ষীরার দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় নারকেল গাছে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু