বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূল সুরক্ষায় প্রতিশ্রুতি দিল সকল রাজনৈতিক দল

নিজস্ব প্রতিনিধিঃ
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে উপকূলীয় মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার দাবি জানিয়েছেন জলবায়ু অধিপরামর্শ ফোরাম, বাগেরহাট জেলা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে দেশের উপকূলের জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে। এরপর প্রতি বছরের প্রাকৃতিক দুর্যোগ এই সংকট আরও বাড়িয়ে দিয়েছে। এমতাবস্থায় উপকূলের মানুষের জীবন জীবিকা রক্ষায় বিশেষ প্রতিশ্রুতি প্রয়োজন।
বুধবার বাগেরহাট প্রেসক্লাবে জলবায়ু অধিপরামর্শ ফোরাম, বাগেরহাট জেলার আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এর সহযোগিতায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ‘উপকূলের মানুষের ইশতেহার’ শীর্ষক উপকূল সংলাপ সভা থেকে এই দাবি জানানো হয়। সংলাপে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহ- ই-আলম বাচ্চু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন টগর, জেলা জাতীয়তাবাদী দল এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ,টি,এম আকরাম হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ হাবিবুর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজরা শহীদুল ইসলাম বাব্লু,সি,পি,বি এর সাধারন সম্পাদক ফররুখ হাসান জুয়েল, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দেবনাথ। জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি অ্যাডঃ শরীফা খানম এর সভাপতিত্বে এবং সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাব এর সভাপতি নিহার রঞ্জন সাহা,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুখার্জী রবীন্দ্র নাথ, উপজেলা মহিলা ভাইস চেয়ারমান, বাগেরহাট সদর এর রিজিয়া পারভিন, কাকলি সরকার, অ্যাডঃ লুনা সিদ্দিকী, ইসরাত জাহান, মোঃ কাম্রুজ্জামান, গোপীনাথ সাহা, আলী আকবর টুটুল,আজাদুল হক, মাহফিজুর রহমান,মিসেস মিতা,এম এ সালাম শেখ,এস কে হাবিব, মোঃ আজমল হোসেন সহ জলবায়ু অধিপরামর্শ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জাতীয় সঙ্গীত এর পরে সভার সভাপতি অ্যাডঃ শরীফা খানম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত সভা শুরু হয়। স্বাগত বক্তব্যে তিনি বলেন যে উপকূলের মানুষের উন্নয়নে এখন ই সকল পেশার সকল মানুষের ঐক্যবদ্ধতা প্রয়োজন।
লিডার্স এর কর্মকর্তা কৌশিক রায় উপকূলীয় মানুষের দুঃখ দুর্দশার একটি চিত্র মাল্টিমিডিয়ার মাধ্যমে সবার সামনে তুলে ধরেন। তিনি বলেন উপকূলীয় অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের ফলে যে সংকটের সম্মুখীন হচ্ছে তা নিরসনের জন্য সরকারকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে মহাপরিকল্পনা করার দরকার।
সভায় উপকূলীয় মানুষের উন্নয়নে বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলের ইস্তেহারে সুনির্দিষ্ট কিছু দাবি সংযুক্ত করার আহ্বান জানান। দাবিগুলো হলঃ ১। উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন ২। নিরাপদ পানীয় জলের স্থায়ী ব্যবস্থা ৩। একটি বাড়ি একটি শেল্টার তৈরি প্রকল্প গ্রহণ ৪। দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা করা ৫। উপকূলের রক্ষাকবচ সুন্দরবন সুরক্ষা ৬। স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুনঃ নির্মাণ ও ভঙ্গুর সুইচ গেট মেরামত করা।
সংলাপ এ উপকূলের ভুক্তভুগী চাঁদপাই ইউনিয়ন থেকে আগত আগ্নেশ হালদার বলেন উপকূলীয় বেড়িবাঁধ শুধু তৈরি করলে হবেনা তা রক্ষণাবেক্ষণ করতে হবে। নয়তো অল্প ঢেউয়ের আঘাতেই বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকে সব ভাসিয়ে নিয়ে যায়।
শরণখোলা থেকে আগত কোহিনূর বেগম বলেন নিরাপদ খাবার পানির অভাবে তার এলাকার মানুষ খুবই দুর্বিষহ জীবন যাপন করছে। তারা শুকনোর সময়ে পাঁচ থেকে সাত কিলোমিটার দূর থেকে খাবার পানি নিয়ে আসে। তাই তিনি দাবি জানিয়েছেন যে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য যেন টেঁকসই নিরাপদ খাবার পানির বাবস্থা করা হয়।
শরণখোলা থেকে আগত হাসানুজ্জামান ভাই বলেন তিনি সিডর সহ আম্ফান, বুলবুল, নার্গিস সহ আরো অনেক ঘূর্ণিঝড়ের সর্বনাশা আঘাত এবং ক্ষয় ক্ষতি নিজের চোখে দেখেছেন। তিনি বলেন ক্ষয় ক্ষতি যে পরিমাণ হয়েছে সেই পরিমান ক্ষতিপূরণ তারা পাননি। তাই তিনি সকল রাজনৈতিক দলের কাছে দাবি জানিয়েছেন যে দক্ষিন পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা করে অথবা উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়।
সংলাপে বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অভিযোজন প্রক্রিয়া বাড়াতে হবে। আগামীতে সরকারের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলের মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এজন্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার দাবি জানিয়েছেন উপস্থিত সকল নাগরিক সমাজের প্রতিনিধিরা এবং তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে প্রতিশ্রুতি দিয়েছেন উপস্থিত সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম বন্দরকে আধুনিক ও শক্তিশালী করা হবে: প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম বন্দর সেরা না হলে দেশের অর্থনীতি সেরা হবে না। এই বন্দরকেবিস্তারিত পড়ুন

‘জোবাইদা রহমানকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেয়া হয়েছিল’ : খোকন

ডা. জোবাইদা রহমানকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেয়া হয়েছিল বলে দাবি করেছেনবিস্তারিত পড়ুন

সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায়বিস্তারিত পড়ুন

  • ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা : সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত
  • ফেসবুক-ইউটিউবসহ আ. লীগের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি
  • ভবিষ্যৎ বাংলাদেশের সুনির্দিষ্ট রূপরেখা দেবে জাতীয় সনদ: আলী রীয়াজ
  • আ. লীগ বাংলাদেশের সার্বভৌমত্বকে আপসের দিকে ঠেলে দিয়েছে: প্রেস সচিব
  • কেরি কেনেডির সামনে আয়নাঘরের দুঃসহ স্মৃতি বর্ণনা, কাঁদলেন মীর আহমদ
  • বেতন ও পদোন্নতি নিয়ে চিকিৎসকের সুখবর দিলেন স্বাস্থ্য উপদেষ্টা
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের ৬টি পদ সংরক্ষিত থাকবে, প্রজ্ঞাপন
  • ৩ বছরের সাজার বিরুদ্ধে ডা. জোবাইদা রহমানের আপিল
  • সুন্দরবনের ১০ কিমির মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ নিষিদ্ধ
  • চিকিৎসাখাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রয়োজন: প্রধান উপদেষ্টা
  • পুলিশের হাতে আর মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি