শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা ঝুঁকিতেও নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে অনন্য দৃষ্টান্ত তালা সার্জিক্যাল ক্লিনিকের

করোনার ঝুঁকি নিয়েও নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে তালা সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার। সরকারি হাসপাতালের পর গরীব-অসহায় মানুষের স্বাস্থ্য সেবায় অনন্য ভূমিকা রেখে চলেছে তালা সার্জিক্যাল ক্লিনিক। শুধু এখানেই শেষ নয় বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে স্বাস্থ্য পীড়িত মানুষের পাশে এসে দাঁড়ায় ক্লিনিকটি।

করোনায় আতংক নয় সচেতন হতে রোগী ও সাধারন মানুষদের উদ্ভোদ্ধ করছেন। রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন। প্রায় ২০ বছর আগে তালা সদরে প্রতিষ্ঠিত হাঁটি হাঁটি পা-পা করে প্রতিষ্ঠানটি আজ একটি আধুনিক স্বাস্থ্য সেবার নাম।

এ্যাপেন্ডিক্স থেকে শুরু করে সিজার, পিত্ত পাথর, হার্নিয়া, গ্যাষ্ট্রিক-আলসার, কিডনি পাথর, অভারিয়ান, হাইড্রোসিল, ব্রেষ্ট টিউমার,নরমাল ডেলিভারী, প্রোস্টেট, ইউট্রিয়াস অপারেশনসহ বিভিন্ন চিকিৎসায় অসহায় মানুষের এক অবলম্বনের নাম তালা সার্জিক্যাল ক্লিনিক।

সরকারী নিয়মানুযায়ী,উপজেলা পর্যায় ক্লিনিক প্রতি ১০ টি বেড, ১ জন সার্জন, ১ জন আবাসিক মেডিকেল অফিসার, ১ জন ডিপ্লোমা সহ ৫ জন নার্স, প্রশিক্ষিত ওয়ার্ডবয়সহ সকল নিয়ম মেনেই চলছে ক্লিনিকটি। ক্লিনিকটিতে নিয়মিত রোগী দেখেন ও অপারেশন করেন ডা. সানজিদা সারমিন তন্নী, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ডা. খোরশেদ আলম,আল্ট্রাসনোলজিষ্ট ডা.রথীন্দ্র নাথ বিশ^াস,ডাঃ রুহুল আমিন।

যখন তালা সার্জিক্যাল ক্লিনিক সরকারী স্বাস্থ্য সেবা বঞ্চিত মানুষেরে দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিচ্ছে,ঠিক তখনই একটি মহল তালা সার্জিক্যাল ক্লিনিকের বিরুদ্ধে নানা অপ-প্রচার সহ মিথ্যা,বানোয়াট অভিযোগ তুলছে। এমনকি তাদের দাবি অনুযায়ী সুবিধা প্রদান না করায় বিভিন্ন যায়গায় মিথ্যা ভিত্তিহীন তথ্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে রীতিমত এলাকার রোগী থেকে শুরু করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিশিষ্টজনরা।

স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র দেখতে রবিবার সকালে সরেজমিন তালা সার্জিক্যাল ক্লিনিকে গেলে কথা হয় তালার রহিমপুর গ্রামের ঝুমা রানী সাথে। তিনি একজন সিজারিয়ান রোগী। স্বাস্থ্য সেবার মান নিয়ে সাংবাদিকদের সাথে সন্তোষ প্রকাশ করেন তিনি। কথা হয় উপজেলার জাতপুর গ্রামের সাবিনা বেগম,আটারই গ্রামের সুরাইয়া বেগম,শ্রীমন্তকাটি গ্রামের ছবিরোন বেগম, পাইকগাছা উপজেলার রাখী রায়াসহ বিভিন্ন সমস্যায় চিকিৎসা নিতে যাওয়া রোগীদের সাথে। এসময় ক্লিনিকের অপারেশন থিয়েটার, কম্পিউটারাইজড ইসিজি রুম, ডিজিটাল এক্স-রে মেশিন, অত্যাধুনিক আলট্রাসনোগ্রাফি থেকে শুরু করে চিকিৎসা সেবার প্রায় প্রতিটি ক্ষেত্রে পদচারণা রয়েছে তাদের। স্বাস্থ্য সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা।

তালা সার্জিক্যাল ক্লিনিকের স্বত্ত¡াধীকারী বিধান চন্দ্র রায় জানান, ক্লিনিকের শীতাতপ নিয়ন্ত্রিত অপারেশন থিয়েটার, কম্পিউটারাইজড কালার ডপলার আল্ট্রাসোনো ও ইসিজি,ডিজিটাল এক্স-রে মেশিন, অত্যাধুনিক প্যাথলজী থেকে শুরু করে চিকিৎসা সেবার প্রায় প্রতিটি ক্ষেত্রেই রয়েছে প্রথম সারির অবস্থান। তিনি আরও বলেন, সাতক্ষীরা, যশোর, খুলনার নামী-দামী ডাক্তার এনে রোগীদের চিকিৎসা দেওয়া হয়। তার পরেও একটি স্বার্থান্বেষী মহল ক্লিনিকেরর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত।
সরকারের সকল বিধি নিষেধ মেনেই ক্লিনিকের রেজিস্ট্রেশন নং-১৪৩৪৭, ডায়াগনষ্টিক রেজিস্ট্রেশন নং-৬৪৭৯৪ পরিচালনা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ টাকা ও টিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি : আকস্মিক আগুনে পুড়ে ছাই হওয়া ১৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যেবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচনে আলোচনায় তালার আমিনুল ইসলাম

মোস্তাফিজুর রহমান উজ্জল: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দেশব্যাপী চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ।বিস্তারিত পড়ুন

তালায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা

সেলিম হায়দার, তালা: সাতক্ষীরার তালায় সর্বজনীন পেনশন স্কিম- ২০২৩ বিষয়ক অবহিতকরণ সভাবিস্তারিত পড়ুন

  • তালায় সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবলুর রশিদের মতবিনিময়
  • তালায় ৬০ বছর ধরে অবৈধ দখলে থাকা ৩৩ বিঘা সরকারি জমি উদ্ধার
  • তালায় স্বামীর অত্যাচারে স্ত্রীর আত্মহত্যার অভিযোগ
  • তালায় চেয়ারম্যান ৭ ভাইস চেয়ারম্যান ৮ জনের মনোনয়নপত্র দাখিল
  • সাতক্ষীরায় সেঁজুতি এমপির নগরঘাটার কাপাসডাঙ্গা ও কালীবাড়ির বাসন্তী পূজা প্ররিদর্শন
  • চুয়াডাঙ্গায় রেড এলার্ট জারি : সাতক্ষীরায় তাপমাত্রা ৪০ ডিগ্রি
  • তাপমাত্রা আরো বাড়তে পারে মে মাসে, সর্বোচ্চ হতে পারে ৪৪ ডিগ্রি
  • তালায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
  • পাটকেলঘাটায় ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
  • তালায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে ২৪ এপ্রিল
  • ঢাবিতে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত তালার নয়মি সরকার
  • তালার খলিলনগরে ১৩১৫ পরিবারের মাঝে চাল বিতরণ