মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপিত

কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।

বুধবার, ২৫ ডিসেম্বর, কলারোয়ায় খ্রিষ্ট ধর্মানুসারীরা বড়দিন উপলক্ষে আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে।

যিশুর জন্মদিন পালনের জন্য গির্জায় গির্জায় কেক কেটে উৎসবে শরিক হন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। নতুন পোশাকে সজ্জিত হয়ে তরুণ-তরুণীরা কীর্তনের দল নিয়ে ঘরে ঘরে ঘুরতে দেখা যায়। ঘরে জ্বলতে দেখা যায়, ‘স্টার’।

কলারোয়ার জয়নগর ইউনিয়নের ৩টি গির্জাসহ উপজেলার শিবানন্দকাটি, শাকদাহ, গোয়ালচাতর, রঘুনাথপুর গির্জায় নজরকাড়া আলোকসজ্জাসহ স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি।
সবগুলো গির্জায় প্রার্থনাসভার মধ্য দিয়ে ধর্মীয় আচারঅনুষ্ঠান শুরু হয়।

জানা গেছে, কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়নে ৩টি গির্জা ধানদিয়া মিশন, উত্তর জয়নগর মিশন ও ক্ষেত্রপাড়া মিশনে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, নৃত্য/সঙ্গীতানুষ্ঠান ও যাত্রাপালা। ৫/৭ দিনব্যাপী চলবে এইসব অনুষ্ঠান।

ধানদিয়া মিশনের আয়োজক কমিটির সভাপতি মানুয়েল মন্ডল ৭ দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

কুশোডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জানান, এ ইউনিয়নের শিবানন্দকাটি, শাকদাহ, গোয়ালচাতর গির্জায় ৩ দিনব্যাপী বড় দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শিবানন্দকাটি গির্জা কমিটির সভাপতি মাখন মন্ডল, শাকদাহের যাদব মন্ডল ও গোয়ালচাতর গির্জার গুরুদাস মন্ডল জানান, ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি কীর্তন, সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তারা জানান, প্রতিটি গির্জায় বিশ্ব শান্তি, মানবতার কল্যাণ, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

আসাদুজ্জামান আসাদ আরও জানান, তিনি তাঁর ইউনিয়নের ৩ টি গির্জায় উপস্থিত হয়ে বড়দিনের উৎসবে শরিক হন ও খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে, কলারোয়ায় প্রার্থনা ও কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মগুরু যীশু খ্রিষ্টের জন্মদিনে বড়দিন উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার দিবাগত রাত ১২টা ০১ মিনিটে উৎসবমুখর পরিবেশে কলারোয়ার কয়লার খ্রিষ্টান পাড়ায় প্রশান্ত মন্ডল পরিবারের ক্যাথেলিকে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আলোক সজ্জায় সজ্জিত করা হয় ক্যাথেলিক প্রাঙ্গণ। বিশেষ প্রার্থনা শেষে কেক কাটা হয়। এরপরপরই শিশু ও কিশোররা বাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন।
উপস্থিত খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যরা বড় দিন দিনের মাহাত্ম্য তুলে ধরে বলেন, ভগবান যীশু শুধু খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য নয়, তিনি সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বড় দিন উপলক্ষে কলারোয়ার প্রতি গির্জায় গির্জায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে থানা পুলিশ।

কয়লা ক্যাথলিক মিশন সাধু পিতরের গীর্জা, খ্রিষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মিশনের সহকারী পালক পুরোহিত ফাদার ভিনসেন্ট মস্ডড ও প্রশান্ত মন্ডল পরিবারের সদস্য শিমন মন্ডল, শিলা মন্ডল, শিপ্রা মন্ডল, ছন্দা মন্ডল, বৃষ্টি মন্ডল, সেতু মন্ডল, ঝিলিক মন্ডল, স্নেহা মন্ডল প্রমুখ।

এদিকে কলারোয়া উপজেলা খ্রিষ্টান এসোসিয়েশনের সাবেক সভাপতি মি.প্রশান্ত মন্ডল জানান- ধর্মীয় উপাসনালয় (গির্জা-চার্চ)কে রঙ্গিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে স্ব-স্ব মিশনের আয়োজনে যাত্রা, কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উৎযাপিত হয়েছে। শুভদিনে খ্রিষ্টান ধর্মালম্বী শিশু সহ সকল বয়সের মানুষ শান্তা ক্লজ ক্রিসমাস টুপি ও নতুন পোশাক পরে বড়দিনের প্রার্থনায় শরিক হয়েছে। প্রতিটি গীর্জাকেই বর্ণিল সাজে সাজানো হয়েছে। এছাড়া বিশেষ ভোজে লিপ্ত থাকা, শুভেচ্ছা বিনিময়, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে উপহার বিনিময়সহ নানা কর্মের মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়। এছাড়া কলারোয়া উপজেলার বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে বড়দিন পালিত হয়েছে।

এদিকে, উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম জানান-খ্রিষ্টান ধর্মালম্বীদের বড়দিন উৎযাপনে গির্জা-চার্চ সমূহে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে থানার পুলিশি ব্যবস্থা জোরদার করা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে পিঠা উৎসব

কামরুল হাসান : শীতকালীন বাহারি পিঠার মধুর ঘ্রাণে মুখরিত হলো কলারোয়া বেত্রবতীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া জোন পর্যায়ের ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতারবিস্তারিত পড়ুন

বিএনপি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায় : সাবেক এমপি হাবিব

বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘শহীদ জিয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন
  • কলারোয়ায় তারুণ্যের উৎসবে বিদ্যালয়ে পিঠা উৎসব
  • কলারোয়া পাইলট হাইস্কুলে জমজমাট পিঠা উৎসব, মুখরিত পিঠাপুলির ঘ্রাণে
  • কলারোয়ায় প্রতিপক্ষ ভেবে কিশোরকে বাঁশের আঘাতে জখম
  • কলারোয়া পাবলিক ইন্সটিটিউটে ৪টি নতুন পদ কো-অপ্ট, বার্ষিক বনভোজন ৮ ফেব্রুয়ারি
  • কলারোয়ায় আশরাফ আলীর মৃত্যুতে বড়ালি ও বুঝতলার ৪ মসজিদে দোয়ানুষ্ঠান
  • কলারোয়ায় দুস্থদের হাতে কম্বল তুলে দিলেন সাবেক এমপি হাবিব
  • কলারোয়ায় স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা
  • কলারোয়ায় ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী
  • কলারোয়ায় অসচ্ছলদের মাঝে কম্বল বিতরণ করলেন যুবদল নেতা কেএম পলাশ
  • কলারোয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
  • শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে উৎসব মূখর পরিবেশে পিঠা উৎসব