শনিবার, অক্টোবর ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এক কৃষকের বসতবাড়িতে প্রবেশের পথ বন্ধের অভিযোগে বিজ্ঞ আদালতে পিটিশন

কলারোয়ার মানিকনগরে শত্রুতামূলকভাবে এক কৃষকের বসতভিটায় প্রবেশের পথ বন্ধ করে দেয়ার অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পিটিশন দায়ের করা হয়েছে।

ভূক্তভোগী কৃষক ১ নং জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামের মৃত: ইসমাইল মোল্যার ছেলে রুহুল কুদ্দুস বাদি হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা আদালতে গত ১৭ মে ফৌ: কা: বি: আইনের ১৪৫ ধারা মতে ওই পিটিশনটি দায়ের করেন। পিটিশনটি আমলে নিয়ে কলারোয়া কমিশনার ভুমিকে তদন্ত প্রতিবেদন দাখিলে নির্দেন দেন। যার পিটিশন নং-পি-১০৫৫/২৩।

পিটিশনের তথ্য মতে জানা যায়, পিটিশনের বাদি উপজেলার বসন্তপুর মৌজায় মানিকনগর গ্রামে ২০ বছর ধরে ৯.৬৭শতক জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে বসত বাড়ী নির্মাণ করে বসবাস করে আসছেন। এর মধ্যে দুই শতক জমি পথ হিসেবে রাখেন বাড়ি থেকে রাস্তায় যাওয়ার জন্য। হঠাৎ শত্রুতামূলকভাবে প্রতিপক্ষ প্রতিবেশী মৃত ছলিম মোল্যার ছেলে মশিয়ার রহমান মোল্যা গত ২৫ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি থেকে রাস্তায় উঠার পথ কুঞ্চির বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে করে ওই কৃষক পরিবারের বাড়ী থেকে বের হতে না পেরে এক পর্যায়ে বাড়ীতে অবরুদ্ধ হয়ে পড়েন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা বলেন, তিনি খবর পেয়ে গ্রাম পুলিশ পাঠিয়ে ওই বেড়া উঠিয়ে দেন এবং তারা বলে আসেন বাড়ির পথ বন্ধ করা যাবে না। তবে গ্রাম পুলিশ চলে আসার পরে আবারও সেই বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয় মশিয়ার মোল্যা ও তার স্ত্রী। পরে বিষয়টি নিয়ে অসহায় কৃষক রুহুল কুদ্দুস বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে একটি পিটিশন দায়ের করেছেন।

পিটিশনের বাদি রুহল কুদ্দুস জানান, আদালতে পিটিশন করার পর বিবাদীরা জানতে পেরে আমার ও আমার পরিবারবর্গকে মামলাটি তুলে নিতে হুমকি দিচ্ছে।

এদিকে প্রতিপক্ষ মসিয়ার রহমান জানান,তিনি ক্রয়সূত্রে ওই জমির মালিক হয়ে বাড়ি তৈরী করে বিগত ৪০ বছর যাবৎ ভোগ দখল করে বসবাস করে আসছেন। গত ১০ বছর আগে কুদ্দুস তার জমির পাশে পথবিহীন বসতবাড়ি তৈরী করে বসবাস করে আসছে। হঠাৎ গত ১৭ মে রাতে জোরপূর্বক কুদ্দুস তার জমি দিয়ে পথ তৈরী করবে বলে আগে থেকে দেওয়া বেড়া কেটে দেয় বলে মসিয়ারের অভিযোগ। এ ব্যাপারে থানার থানার অফিসার ইনচার্জ মোহা. মোস্তাফিজুর রহমান জানান, আদালতের নির্দেশনায় উভয় পক্ষকে শান্তি- শৃংখলা বজায় রাখার জন্য নোটিশ জারি করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার আহসাননগর রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে হাজারো মানুষ

জুলফিকার আলী : কলারোয়ার আহসাননগর রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তিতে হাজারো মানুষ।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা চিংড়ি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা চিংড়ি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ার শাকদহ খানপাড়া জামে মসজিদের দ্বিতল ভবনের কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার শাকদহ খানপাড়া জামে মসজিদের দ্বিতল ভবনের কাজ শুরু হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম পরীক্ষায় পাস ৭৪.৯১%
  • সাতক্ষীরায় আলিম পরীক্ষায় শীর্ষে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা
  • কলারোয়া উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা
  • হ্যান্ডবল খেলায় কলারোয়ার মেয়েরা ৩ বার সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন
  • কলারোয়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ
  • কলারোয়ায় কপাই ফুটবল টুর্নামেন্টে কসমস ফুটবল একাদশ সেমিফাইনালে উন্নীত
  • কলারোয়ার জালালাবাদে মহিলা দলের সমাবেশ
  • কলারোয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে ১৮০ স্কুল ব্যাগ বিতরণ
  • আত্মমর্যাদাসম্পন্ন জাতি গঠনের শেকড় শিক্ষকের হাতে: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়ার জয়নগরে বিএনপির মহিলা সমাবেশ অনুষ্ঠিত
  • কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ফুটবল টুর্নামেন্টের সেমিতে শ্যামনগর