বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ক্রীড়া সংগঠক বিএম আ. রশিদ কচির স্মরণ সভা ও দোয়ানুষ্ঠান

কলারোয়া প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, কলারোয়ার ক্রীড়া সংগঠক বিএম আব্দুর রশিদ কচি ছিলেন মুক্তপ্রাণের সাদা মনের মানুষ। এ জনপদের মানুষ চিরকালই তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন। তিনি বেঁচে থাকবেন মানুষের অন্তরে, অস্তিত্বে, অনুভবে স্মৃতিচারণে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কলারোয়া ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সদ্য প্রয়াত বরেণ্য ক্রীড়াব্যক্তিত্ব বি.এম. আব্দুর রশিদ কচি স্মরণে স্মরণ সভা ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বিএম কচি ছিলেন সকলের আপনজন। তিনি আমাদের আদর্শ। তিনি দীর্ঘ পঞ্চাশ বছর এ জনপদের ক্রীড়াঙ্গনকে আলোকিত করেছেন। যা এ প্রজন্মকে নতুন করে পথ দেখাবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড. খান মীজানুল ইসলাম সেলিম বলেন, বিএম কচি ছিলেন সকলের কাছে অত্যন্ত প্রিয় মানুষ। তাঁকে দেখলেই যেনো মন ভালো হয়ে যায়। তিনি ছিলেন একজন ভালো মানুষ। তাঁর ত্যাগের আদর্শ সকলের জন্য অনুসরণীয়।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন বলেন, বিএম কচি ছিলেন সদালাপী ও বন্ধুবাৎসল। তিনি সকলের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন।

ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের নির্বাহী সদস্য বেনজীর আহমেদ প্রয়াত বি.এম. আব্দুর রশিদ কচির নামে প্রতিষ্ঠানের মিলনায়তনের নামকরণ ও স্মরণিকা প্রকাশ করার প্রস্তাব দেন।

ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি শেখ জামিল হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠানের নিজস্ব ভবনের ত্রিতল কক্ষে অনুষ্ঠিত এ স্মরণ সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের নির্বাহী সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি হরেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, নির্বাহী সদস্য রেজাউল ইসলাম, সদস্য শেখ রেজাউল ইসলাম, কপাই সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলী, সাবেক ছাত্রনেতা এমএ রব শাহিন, কাজী সিরাজ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহমেদ, সহ.সাধারণ সম্পাদক রজিবুল ইসলাম, কোষাধ্যক্ষ হবিবর রহমান, প্রচার সস্পাদক অহিদুজ্জামান অহিদ, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর সস্পাদক রবিউল হাসান, সাবেক সিনিয়র সহ-সভাপতি আজিজুল হাসান, নির্বাহী সদস্য আতাহার আলি, হেলাল হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষচন্দ্র ঘোষ, উৎপল কুমার সাহা, সৈয়দ মাসুদুর রহমান লিটন, মাসরুকুজ্জান, মজুমদার পলাশ, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ সাজেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া নিউজের প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, মনিরুল ইসলাম মনি, দেলোয়ার হোসেন প্রমুখ।

স্মরণ সভা সঞ্চালনায় ছিলেন ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।

প্রয়াত বিএম আব্দুর রশিদ কচির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আবুল কালাম আজাদ।

একই দোয়ানুষ্ঠানে ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের সদস্য ও কলারোয়া নিউজের নিজস্ব প্রতিনিধি সানবিম করিম সিয়ামের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। সম্প্রতি সে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন।

উল্লেখ্য, বি.এম. আব্দুর রশিদ কচি গত ২৬ মে, সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য কলারোয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কৃষি ও কৃষকের উন্নয়ন, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন, প্রদর্শনীসহ নানান সময়োপযোগীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় চক্ষু সেবা শিবির বাস্তবায়নে মতবিনিময় সভা

শেখ শাহাজাহান আলী শাহীন: কলারোয়ায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আয়োজনে জেলা সমন্নিত চক্ষু সেবাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স এর অভিযান : ৩০ হাজার টাকা জরিমানা

কামরুল হাসান:কলারোয়া বাজারে ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে বিজিবি। অভিযানে মেসার্সবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিম চাষে স্বাবলম্বী যুগিখালীর সাত্তার সানা
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে ট্যাক্সফোর্সের অভিযান
  • কলারোয়ার ধানদিয়ায় ৮ দলীয় ফুলবল টুর্নামেন্টে সরসকাটি চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় কলেজ শিক্ষক-কর্মচারী সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নব্বই দশকের ছাত্রনেতাদের মিলনমেলার প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার ধানদিয়া হাইস্কুল ফুটবল মাঠে ফাইনাল খেলায় সরসকাটি জয়ী
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ড্র আটুলিয়ার
  • কলারোয়ায় অনুষ্ঠিত হলো উৎসবমুখর রথযাত্রা উৎসব
  • কলারোয়ায় বিএনপি’র লিফলেট বিতরণ করলেন সাবেক মেয়র আক্তারুল
  • কলারোয়ায় শহর প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভা*রতীয় মালামাল জব্দ
  • কলারোয়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা