বুধবার, মে ১৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি বিএনপির সভাপতি শফিকুল ইসলামের দাফন সম্পন্ন

শফিকুর রহমান: কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাস্টার শফিকুল ইসলাম শফি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সোমবার (১১ নভেম্বর) রাত্র ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ, ফুসফুস ও কিডনী রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ২ ছেলে ও ১ কন্যা সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য, হঠাৎগঞ্জ ফাউন্ডেশনসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টায় কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযা পূর্ব আলোচনায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

এ সময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সহ.সভাপতি সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, শেখ আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ কামরুল ইসলাম, সহ.সভাপতি ও পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলি, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, যুগ্ম সম্পাদক ও কলারোয়া বাজার কমিটির সভাপতি শওকত হোসেন, বিএনপি নেতা সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম, যুবদল আহবায়ক এম এ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সনজু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাবেক কমিশনার মফিজুল ইসলাম, নাজমুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন, বিএনপি নেতা মাস্টার মনিরুজ্জামান, কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাস্টার শাহজাহান কবির, সাংগঠনিক সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল লতিফ, জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন যুবদল আহবায়ক ও সাবেক ইউপি সদস্য মফিজুল ইসলাম রানা, সদস্য সচিব আখতারুজ্জামান আক্তার সাংবাদিক অহিদুজ্জামান খোকা, ডা.মো.শফিকুর রহমান, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, যুব পরিষদ সভাপতি জাহিদ হোসেন মিঠু, জামায়াতের কেড়াগাছি ইউনিয়ন শাখার আমির আলহাজ্ব সাবুর আলী, নায়েবে আমির মাওলানা শফিউল্লাহ, হঠাৎগঞ্জ জামে মসজিদের খতিব মাওলানা মোকাম্মেল হোসাইন, কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অহিদুজ্জামান আনসারী, বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা ইসমাইল হোসেন সিরাজীসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র বৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার চাচাতো ভাই মোহাম্মদ আমিনুল ইসলাম ও বড় পুত্র সাজ্জাদ হোসেন।

জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা খাদেমুল ইসলাম।

নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মাস্টার শফিকুল ইসলামকে দাফন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সীমান্তে ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধসহ বিভিন্ন পণ্য উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেরালকাতায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার কেরালকাতায় ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে ৭ লক্ষ টাকার ভারতীয় ওষুধসহ পণ্য উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৭বিস্তারিত পড়ুন

  • কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • সীমান্ত অপরাধরোধে সাতক্ষীরায় বিজিবির সচেতনতা মূলক সভা
  • ‘সাতক্ষীরা জেলায় কোন ঘুষ চলবে না’ : ডিসি মোস্তাক আহমেদ
  • মালয়েশিয়ায় তালা-কলারোয়ার প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব
  • কলারোয়ায় প্রাইমারি স্কুল শিক্ষক সমিতির কমিটি।। সভাপতি কাঁকন, সম্পাদক মামুন
  • কলারোয়া সীমান্তে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মদসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল জব্দ
  • কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন
  • কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার
  • কলারোয়ায় যুবদলের প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ১১ লক্ষ টাকার ভারতীয় ঔষধ জব্দ
  • কলারোয়ার তুলসিডাঙ্গায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগের অবসান