কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ
সাতক্ষীরার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের রুটিন মাফিক ও নিয়মানুযায়ী পড়াশুনা, স্মার্ট মোবাইল ফোন ব্যবহার না করা এবং শিক্ষক-অভিভাবকদের মেনে চলার আহবান জানিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে হাইস্কুল অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব ফলাফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন।
এ বছর স্কুলটি থেকে ৯ম থেকে ১০ম শ্রেণির ১৩৫ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য ১২৮জন ও অকৃতকার্য ৭জন, ৮ম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে ১৫৭ জনের মধ্যে কৃতকার্য ১৩০জন, বিশেষ বিবেচনায় ২১জন, অকৃতকার্য ৬জন, ৭ম থেকে ৮ম শ্রেণিতে ১২৮জনের মধ্যে কৃতকার্য ১২০জন, অকৃতকার্য ৮জন, ৬ষ্ঠ থেকে ৭ম শ্রেণিতে ১১৪জনের মধ্যে কৃতকার্য ৮৫জন, ১ বিষয়ে অকৃতকার্য ১৩জন ও বিশেষ বিবেচনায় ১৬জন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া কলেজের অবসরপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক, পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান ও গোলাম রব্বানী, গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক আসাদুজ্জামান, অভিভাবক কলারোয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফারুক হোসেন, চন্দনপুর ইউনাইটেড কলেজের প্রভাষক হুমায়ুন কবির, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক আরিফ মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা আকবর হোসেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)