নাসিরউদ্দীন একাদশ চ্যাম্পিয়ন
কলারোয়ার চন্দনপুর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন-রানার্সআপের দু’টি ফ্রিজ গেলো শার্শার কায়বায়


কলারোয়ার চন্দনপুরে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শার্শার কায়বা নাসিরউদ্দীন ফুটবল একাদশ। টাইব্রেকারে শার্শার মহিষা ফুটবল একাদশকে হারায় তারা।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে একটি করে বড় ও মাঝারি সাইজের ফ্রিজ পুরস্কার প্রদান করা হয়।
রানার্সআপ মহিষাও কায়বা ইউনিয়নের অধীন। ফলে কলারোয়ার চন্দনপুরের এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলের দুটি ফ্রিজই পেলো শার্শার কায়বা ইউনিয়ন।
রবিবার বিকেলে চন্দনপুর ফুটবল মাঠে মুজিব শতবর্ষ উপলক্ষে স্থানীয় আরএন প্রগতি সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরোটা সময় আক্রমণ-পাল্টা আক্রমণ আর মুহুর্মুহু উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে খেলা শুরুর প্রথম মিনিটেই কায়বা নাসির উদ্দীন একাদশের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় আরিফ গোল করেন আর দ্বিতীয়ার্ধে খেলা শেষের মিনিটখানি আগে মহিষা দলের ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় হাসানুর গোল পরিশোধ করেন। ১-১ গোলে সমতা হওয়ায় সরাসরি টাইব্রেকারে ৪-৩ গোলে মহিষাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কায়বা নাসির উদ্দীন একাদশ।
মাঠের চারধারে হাজার-হাজার বিভিন্ন বয়সী নারী-পুরুষ দর্শকের ভিড় উপচে পড়ে পার্শ্ববর্তী বাড়ি গুলোর ছাদ, বিভিন্ন গাছের ডালে ও উঁচু জায়গায় তাদের উপস্থিতি ছিলো স্মরণকালের সর্বোচ্চ সংখ্যক।
খেলার টানটান উত্তেজনা, বর্ণাঢ্য উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান আর আতশবাজির ঝলমল গোটা পরিবেশকে ভিন্নরূপ দেয়।
প্রধান অতিথি হিসাবে খেলার উদ্বোধন করে পুরো খেলা উপভোগ শেষে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দীন।
মির্জা সালাহউদ্দীন বলেন, ‘ফুটবল খেলায় যেমন মূল টার্গেট থাকে গোল করার তেমনি আমাদের সকলের মূল টার্গেট হওয়া উচিত দেশের জন্য ভালো কিছু করা। এজন্য মাদকমুক্ত ও পারিবারিক বন্ধন অত্যন্ত জরুরী।’
বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ আবু নসর।
বক্তব্য রাখেন শার্শার কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক চন্দনপুর যুবলীগের সাবেক সভাপতি ডালিম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন প্রফেসর আবু বকর সিদ্দিক, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক হারুধর রশীদ, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক হারান চন্দ্র পাল, শার্শা থানার পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম, সোনাবাড়ীয়ার সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও অন্যান্যরা।
ম্যাচটি পরিচালনা করেন সাতক্ষীরার বিশিষ্ট রেফারি নাসির উদ্দিন। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন মাসুদ পারভেজ মিলন ও মিয়া মোঃ ফারুক হোসেন স্বপন।
ধারাভাষ্যে ছিলেন বায়জিদ হোসেন ও জিয়াউর রহমান জিয়া।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
