কলারোয়ার রায়টায় ভাঙ্গা কালভার্ট পরিদর্শন করেন আমিনুল ইসলাম লাল্টু


কলাটা মাদ্রাসা সংলগ্ন সড়কের কালভার্টের একাংশ ভেঙ্গে জনসাধারনের চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। জানা গেছে, সম্প্রতি কয়েকদিন যাবৎ মূষলধারে বৃষ্টির পানির প্রবাহে বুধবার (২৮ জুলাই) সকালে দীর্ঘদিনের পুরাতন কার্লভাটের একাংশ ভেঙ্গে ওই রাস্তাটির একাংশে বড় ক্ষত হয়ে যায়। এ ছাড়া ওই সড়কের ধারে পুকুর, মাছের ঘের থাকায় অতিবৃষ্টিতে উপচে পড়া পানি দ্রুতগতিতে প্রবাহের ফলে কালভার্টের পার্শ্ববর্তী মাটি ভেঙ্গে দীর্ঘ কয়েক বছরের তৈরী দুর্বল কালভার্টের একপাশ ভেঙ্গে পড়েছে বলে স্থানীয়রা জানাই।
আরও জানা যায়, কলারোয়া উপজেলা সদর থেকে খোর্দ্দ বাজার অভিমুখে ভায়া রায়টা বাজার হয়ে যাওয়ার ব্যস্ততম রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় মানুষের চলাচলে বিপদের আশঙ্খা দেখা দিয়েছে। দূর্ঘটনার পর থেকে রাস্তা দিয়ে ইজি বাইক, ইন্জিন চালিত ভ্যান, ট্রলি, নসিমন, মিনিট্রাকসহ কোন যানবাহল চলাচল করতে না পারায় এলাকাবাসীর দূর্ভোগ পোহাতে হচ্ছে। জনসাধারনের জীবন-জীবিকাসহ চলাচলের বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুততার সাথে রাস্তা ও কালভার্টটি সংস্কার পূর্বক চলাচলে উপযুক্ত করার দাবি জানান এলাকাবাসী।
এদিকে, কালভার্টটি ক্ষতিগ্রস্থ হওয়ার সংবাদ পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেনসহ স্থানীয় ক্ষতিগ্রস্থ মানুষজন। পরিদর্শন শেষে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু জানান, সাধারন মানুষ ও যানবাহন চলাচলের সুবিধার্থে অতিদ্রুত রাস্তা ও কালভার্টটি সংষ্কার করে চলাচলের উপযুক্ত করে তোলা হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খেলোয়াড়দের মাঝে ফুটবল ও জার্সি উপহার দিলেন ইউএনও জহুরুল ইসলাম
দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় খেলোয়াড়দের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করা হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার আসাননগর মানব কল্যাণের” উদ্যোগে হতদরিদ্র পরিবারকে ইট প্রদান
হাবিবুল্লাহ বাহার, কলরোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলা জয়নগর ইউনিয়নের ধানদিয়া গ্রামের নওশের আলীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সংবর্ধিত হলেন ইউএনও, ওসি ও টিএইচও
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তাবিস্তারিত পড়ুন