মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পান চাষীদের স্বস্তির নিঃশ্বাস

সাতক্ষীরার কলারোয়ায় দীর্ঘদিন পর পানের দাম বাড়ায় স্বস্তির নিশ্বাস ফিরে পেয়েছেন পান বরজ চাষীরা। এখন পানচাষীদের মুখে হাসি ফুঠেছে।

করোনাকালীন সময় পানের দাম কম থাকায় পান চাষীদের চোখের ঘুম উড়ে গিয়েছিলো। মোটা অংকের খরচের বহর সামলে অতি স্বযত্মে আগলে রেখেছেন পানের বরজ। শত ধার দেনা করে অভাব অনটনকে উপেক্ষা করে নিজের সন্তানের মত করে লালন করে রেখেছেন পানের বরজ।

শীত মৌসুমে পান গাছের বৃদ্ধি খুব ধীর গতিতে বাড়ার কারণে পানের উৎপাদনও কম হয়। আর এই কারণে পানের দামও শীত মৌসুমে বৃদ্ধি পায়।

পান চাষী ও ব্যবসায়ীরা জানান, শীত ও কুয়াশা পানের ব্যাপক ক্ষতি করে, পান পাকা, ঝরে যাওয়া, গাছের মাথা কুচড়ি মারা এমন নানা সমস্যার সম্মুখি হয়। তবে শত প্রতিকুলতাকে উপেক্ষা করে কৃষকের পান রক্ষার কমতি রাখছেন না। শীত শুরুর সময়ে কুয়াশা থেকে রক্ষা করার জন্য বরজের চালের ছাউনি খড় দিয়ে ঢেকে দেওয়া, বরজের চারি পাশে পলিথিন দিয়ে আবদ্ধ করে দেওয়া যাতে শীতল বাতাস ও কুয়াশা ঢুকতে না পারে।

তারা আরো জানান, গত বছরের তুলনায় চলতি শীত মৌসুমে পানের দাম একটু বৃদ্ধি পাওয়ায় পান চাষীদের কিছুটা হলেও স্বস্থি ফিরেছে। পানের বাজার দর বেড়েছে, ছোট পান বাজারে বিক্রি হচ্ছে প্রতি পোন ৩০/৪০ টাকা, মাঝারি ৫০/৬০ টাকা ও বড় ১১০/১৫০ টাকা।

জয়নগরের পান চাষী দীলিপ, শান্তি ও বিধান চন্দ্র জানান, তারা ২ বিঘা করে জমিতে পান চাষ করেছেন। গত দুই বছর ধরে পানের দাম এক নাগাড়ে কম থাকায় পান চাষীদের চরম প্রতিকুলতার সমূখীন হতে হয়েছে। ব্যয়বহুল এ চাষে লাভ্যাংশ না আসলে ধার দেনায় নিঃস্ব করে ফেলবে চাষীদের তাই তিনি মাননীয় কৃষি মন্ত্রির কাছে বিনিত আকুতি জানিয়েছেন যাতে সকল কৃষি পন্যের বাজার যেনো নিয়ন্ত্রণে রাখেন তাহলে কৃষি ও কৃষক দুইয়ের সুদিন আসবে।

তারা আরো জানান,কৃষকদের জন্য সহজ শর্তে ও ঝামেলা মুক্ত ঋনের ব্যবস্থা করেন তার জন্য বিনিত বিনিত আবেদন জানান তারা।

কৃষক কৃষ্ণ দাস জানিয়েছেন, তিনি ৩ বিঘা জমিতে পানের চাষ করেছেন, নানা প্রতিকুলতার মধ্যো দিয়ে ৩ বিঘা জমির পান বরজ আগলে রেখেছেন। ব্যয় বহুল খরচ, পানের বাজার মূল্য কম এর মধ্যো দিয়ে অতিযত্নে তিনি পান বরজকে সামলে রেখেছেন।
তবে পানের বাজার দর একটু বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

পান চাষীরা পানের বাজার দর বাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

তারা কৃষি ঋন সহজ শর্তে ও ভর্তুকি পাওয়ার পাশাপাশি সকল কৃষি পন্যোর বাজার দরটি নিয়ন্ত্রণে রেখে কৃষি ও কৃষকদের দেনার দায় থেকে মুক্তির আকুতি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে প্রশিক্ষণ

অদ্য ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কলারোয়া জিকেএমকে মাধ্যমিক বিদ্যালয়েবিস্তারিত পড়ুন

পুরো পৃথিবী শেখ হাসিনার অপরাধ দেখছে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

গত ১৫ বছরে স্বৈরাচারের জননী (শেখ হাসিনা) অনেক উন্নয়নের গল্প বানিয়েছিলেন। এবিস্তারিত পড়ুন

দুর্দান্ত জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড নারী দলকে ৫ উইকেটে হারিয়ে একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কেন্দ্রীয় আমীরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • শহিদ আসিফের কবর জিয়ারত করলেন দেবহাটা থানা ওসি হযরত আলী
  • দেবহাটায় গাজীরহাটে জামায়াতের ফুটবল টুর্নামেন্ট
  • কলারোয়ায় ‘জরায়ুমুখ ক্যান্সার’ প্রতিরোধক টিকাদান ক্যাম্পেইন সফল করতে কর্মশালা
  • কলারোয়া‌ পাবলিক ইন্সটিটিউটের উদ্যোগে গুনিজন সংবর্ধনা
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • মনিরামপুরে সাবেক এমপি ইয়াকুব আলীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা
  • দেশের সব বেসরকারি স্কুল-কলেজের সভাপতি অপসারণ
  • দেবহাটায় ভিক্ষুক পুনঃবাসন প্রকল্পে গবাদী পশু প্রদান
  • সাতক্ষীরার ভোমরা বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক
  • শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে দুই মন্ত্রীকে
  • সরকার কোটা সংস্কারের পক্ষে একমত : আইনমন্ত্রী