বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিচুলি সংকট আর দামের উর্দ্ধগতি!

কলারোয়ার সকল ইউনিয়নের বহু বাড়িতে গৃহপালিত পশু হিসেবে গরু পোষেন। আবার অনেকে খামার তৈরি করে একাধিক গরু পোষেন। নির্দিষ্ট সময়ের পর তাদের সকলেই পরবর্তীতে গরু বিক্রি করেন লাভের প্রত্যাশায়। আর এসকল গরুর প্রধান খাদ্য বিচুলি। সম্প্রতি বিচুলির তীব্র সংকট দেখা দিয়েছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় প্রতিটি বাড়িতে বিচালি সংকট বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সেই সাথে বিচুলির দামেরও উর্দ্ধগতিতে চরম বিপাকে পড়েছেন গরু খামারী ও গরু পোষা ব্যক্তিরা।

তারা জানান, গত কয়েক বছরের তুলনায় এ বছর বিচুলির যেমন সংকট তেমনি দাম অনেকাংশে বেশি লক্ষ্য করা গেছে।
গত ইরি মৌসুমে বৈরী আবহওয়ার কারণে বিচুলির ব্যাপক ক্ষতি হয় প্রায় ৩ এর ১ অংশ বিচুলি মাঠে নষ্ট হওয়া ও গত কোরবানির ঈদে গরুর দাম কম থাকায় অনেকে গরু বিক্রি করতে পারেননি বা করেননি। সেই বিক্রি না হওয়া গরুর জন্য অতিরিক্ত বিচুলি ও অন্যদিকে বৈরী আবহওয়ায় নষ্ট হয়ে যায় বিচুলি। যার কারণে বর্তমানে তীব্র বিচুলি সংকট ও দামের উর্দ্ধোগতি। -এমনটাই ধারণা করছেন এলাকার লোকজন।

সংশ্লিষ্টরা জানান, গত ইরি মৌসুমে প্রতি কাউন বিচুলির মূল্য ছিলো ৩হাজার থেকে ৪হাজার টাকা বর্তমানে তা বেড়ে দাড়িয়েছে ৬হাজার থেকে ৭হাজার টাকা। বিচুলির দাম লাগামহীন বৃদ্ধির কারণে নিরুপায় হয়ে এলাকার অনেকেই কম দামে গরু বিক্রি করছেন।

আবার এই এলাকায় বিচুলির সংকট দেখা দেওয়ায় বাধ্য হয়ে চড়া দামে অন্য এলাকা থেকে বিচুলি কিনে আনতে দেখা গেছে অনেককে।

তাদের কাছ থেকে জানা গেছে, এলাকার চরম সংকটে গরুর প্রধান ধাদ্য বিচুলির। যদিও কোন কোন বাড়িতে বিচুলির বড় গাদা দেওয়া থাকলেও প্রয়োজনের তুলনায় অতি সামান্য। তারা বিক্রি না করে আরও দাম বাড়ার অপেক্ষা করছেন। ফলে আরও বিচুলি সংকটের আশঙ্কা থেকে যাচ্ছে।

জয়নগর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন জানিয়েছেন, কোরবানির ঈদে গরুর দাম কম থাকায় গরু বিক্রি করিনি। এখন বিচুলি সংকট দেখা দিয়েছে। বর্তমানে চড়া দামে বিচুলি কিনতে হচ্ছে, তাও সমিতির কিস্তির টাকা দিয়ে।

চন্দনপুর গ্রামের ইসলাম আলী জানান, এ বছর সব ধরণের গো খাদ্য চড়া দামে কিনতে হয়েছে। বিচুলি, ভূষি, কুড়া, ফিডসহ সব ধরনের গো খাদ্যের বেশি দাম থাকায় গরুতে লাভবান হতে পারবো না। উল্টে দেনার দায় চাপবে ঘাড়ে।

জয়নগরের প্রভাস হাজরা জানিয়েছেন, কোরবানির ঈদে আশানুরূপ মূল্য না পাওয়ায় হাট থেকে গরু ফিরিয়ে আনতে বাধ্য হই। সেই থেকে বাড়িতে মজুতকৃত বিচুলি খাচ্ছে বিক্রি না হওয়া গরু। যার কারণে বিচুলি সংকটে পড়েছি।

কেঁড়াগাছি গ্রামের অসিম জানান, গরু আছে এমন প্রায় প্রতিটি বাড়িতে বিচুলি সংকট দেখা দিয়েছে। এমনটি চলতে থাকলে বাড়িতে বা খামারে গরু পোষা অনিহা দেখা দেয়ার শঙ্কা থেকেই যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি হাসপাতালে সদ্য যোগদানকৃত ইউএইচএফপিও’কে ফুলেল শুভেচ্ছা

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা(UHFPO) অফিসে সদ্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এবার ৪৫ মণ্ডপে দুর্গাপূজা : নতুন বেড়েছে ৬টি, ঝুঁকিপূর্ণ নয় একটিও

দুর্গোৎসবের বাকি আর মাত্র দশ দিন। শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কলারোয়া উপজেলাব্যাপীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় খেলোয়াড়দের মাঝে ফুটবল ও জার্সি উপহার দিলেন ইউএনও জহুরুল ইসলাম

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় খেলোয়াড়দের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার আসাননগর মানব কল্যাণের” উদ্যোগে হতদরিদ্র পরিবারকে ইট প্রদান
  • কলারোয়ায় সংবর্ধিত হলেন ইউএনও, ওসি ও টিএইচও
  • কলারোয়ায় মহিলা দলের কার্যক্রম গতিশীল করতে একাধিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু
  • কলারোয়ায় মহিলা দলের কার্যক্রম গতিশীল করতে সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় সংবর্ধিত হলেন ইউএনও, ওসি ও টিএইচও
  • কলারোয়ায় সিসিডিবি’র প্রশিক্ষণে যুব ও ওস্তাদগনের পরিচিতি সভা
  • কলারোয়ার জয়নগরে বিএনপির নেতৃবৃন্দের সাথে আ. রকিব মোল্যার মতবিনিময় সভা
  • ধানের পর কলারোয়ায় এবার পাট দিয়ে তৈরি হলো দুর্গা প্রতিমা
  • ঢাবির জহুরুল হক হলের নবনির্বাচিত ভিপিকে কলারোয়া আলিয়া মাদরাসায় সংবর্ধনা
  • কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ার চন্দনপুরে যুব জামায়াতের সমাবেশে ইজ্জত উল্লাহ