সোমবার, জানুয়ারি ৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে ভারতীয় মিডিয়ায় বিভ্রান্তিকর রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা ইস্যুতে চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের বরাত দিয়ে কলকাতাভিত্তিক নিউজ পোর্টাল ‘দ্য ওয়াল’ বিভ্রান্তিমূলক প্রতিবেদন প্রকাশ করেছে।
আব্দুস সাত্তার জানান, দ্য ওয়ালে যে প্রতিবেদন প্রকাশ করেছে সেই বিষয়ে তিনি কোনো কথা বলেননি।

দ্য ওয়ালের সংবাদে বলা হয়, ‘বিএনপি নেত্রী তথা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বাড়তি নিরাপত্তা দিতে চায় তার দল বিএনপি। বাংলাদেশের ভিভিআইপি রাজনীতিকদের মধ্যে এখন তালিকার এক নম্বরে আছেন বিএনপি নেত্রী। তার জন্য সর্বক্ষণ সরকারি নিরাপত্তা বরাদ্দ। তারপরও তার দল বিএনপি দলের তরফ থাকে বাড়তি নিরাপত্তা দিতে চায়। দলের হয়ে যারা নেত্রীর নিরাপত্তার দায়িত্ব পালন করবেন তাদের জন্য ওয়ারলেস সেট কেনা এবং সেগুলি ব্যবহারের জন্য পৃথক বেতার তরঙ্গ বরাদ্দের দাবি জানিয়ে সরকারকে চিঠি দিয়েছে বর্তমানে দেশের অন্যতম দলটি।’

খালেজা জিয়ার ব্যক্তিগত সহকারী এবিএম আবদুস সাত্তারের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, ‘তারা প্রথমে বাংলাদেশ টেলি নিয়ন্ত্রণ কমিশনের কাছে আর্জি জানিয়েছিলেন বিএনপির নামে পৃথক বেতার তরঙ্গ বরাদ্দ করতে। যাতে প্রশাসনের পাশাপাশি দলও নেত্রীর নিরাপত্তার দিকে নজরদারি চালাতে পারে। বাড়তি নিরাপত্তা বরাদ্দ করাও দলের উদ্দেশ্য।

টেলি নিয়ন্ত্রণ কমিশন অবশ্য আর্জি খারিজ করে দিয়ে বলেছে, কোনও রাজনৈতিক দলকে এই ধরনের অনুমতি দেয়ার সুযোগ বর্তমান আইনে নেই। বিএনপি যদি কোনও বেসরকারি নিরাপত্তা এজেন্সিকে নিয়োগ করে সরকার তাদের জন্য পৃথক বেতার তরঙ্গ বরাদ্দ করতে পারে। টেলিকমিশন আর্জি খারিজ করায় বিএনপি সরকারের টেলি কমিউনিকেশন মন্ত্রকের কাছে আর্জি জানিয়েছে।
যদিও বিএনপি-র আর্জি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক ও প্রশাসনিক মহল মনে করছে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপি আসলে সরকারকে বার্তা দিতে চেয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তায় তারা সন্তুষ্ট নয়।

আগামী কয়েকদিনের মধ্যে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কথা। চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা থাইল্যান্ডে যেতে পারেন। আর আগে লন্ডনে যাবেন তার পুত্র তারেক জিয়ার সঙ্গে দেখা করতে। তারেক এখনও দেশে ফেরার অনুমতি পাননি। লন্ডন থেকে খালেদা মার্কিন যুক্তরাষ্ট্রেও যেতে পারেন।

দেশে ফিরে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হবেন। আগামী সংসদ নির্বাচনে তার প্রার্থী হতেও বাধা নেই। বিএনপি মনে করছে, ফের জনতার কাছে যাওয়ার আগে তার নিরাপত্তা বাড়ানো দরকার। তাৎপর্যপূর্ণ হল, নিরাপত্তা বাড়াতে সরকারের দ্বারস্থ না হয়ে বিএনপি নিজেই সেই দায়িত্ব নিতে চাইছে। মনে করা হচ্ছে দল কোনও বেসরকারি নিরাপত্তা এজেন্সির হাতে খালেদার নিরাপত্তার ভার তুলে দিতে চাইছে যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলের সিদ্ধান্তে স্পষ্ট তারা সরকারি নিরাপত্তার উপর পুরোপুরি ভরসা করতে পারছেন না।’

দ্য ওয়ালের প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার বলেন, ‘বেগম খালেদা জিয়ার জন্য পৃথক বেতার তরঙ্গ বরাদ্দ চাওয়ার বিষয়ে আমার জানা নেই। গণমাধ্যমে যা লেখা হয়েছে সেই কমেন্টস আমি দেইনি।’

বিষয়টি নিয়ে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাবিষয়ক (সিএসএফ) প্রধান কর্নেল (অব.) মুহাম্মদ ইসহাক মিয়ার সঙ্গে কথা বলার পরামর্শ দেন আব্দুস সাত্তার।

সিএসএফ প্রধান মুহাম্মদ ইসহাক মিয়া বলেন, ‘বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য আমরা আগেও ওয়ারলেস, ওয়াকিটকি ব্যবহার করেছি। ২০১৮ সালে ম্যাডাম জেলে যাওয়ার পর আর ব্যবহার হয়নি। ব্যবহার না হওয়ায় ওয়াকিটকি নষ্ট হয়ে যায়। এখন আমরা ক্রয় করতে গেছি তখন তারা (আমদানি ও বিক্রয়কারী প্রতিষ্ঠান) বলেছে, নতুন করে অনুমোদন আনতে হবে।’

তিনি বলেন, ‘আমরা সরল মনে আবেদন করলাম। প্রথমে বিএনপির অফিস থেকে বিএনপির প্যাডে আবেদন করা হয়। তখন বিটিআরসি বললো- বিএনপি প্যাডে লিখলে হবে না। আমরা কোনো দলকে অনুমোদন দেই না। আপনারা যখন তার (খালেদা জিয়া) নিরাপত্তা দেখাশোনা করেন, আপনারা চিঠি লেখেন। তাহলে আমরা অনুমোদন দেবো।’

একই রকম সংবাদ সমূহ

জনগণ ও গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশনা খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (০৭ জানুয়ারি) লন্ডনবিস্তারিত পড়ুন

চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

সব প্রস্তুতি শেষে খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন মঙ্গলবার, কাতারের আমিরের পাঠানো ‘বিশেষবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।বিস্তারিত পড়ুন

  • খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ
  • মারা গেলেন অভিনেতা প্রবীর মিত্র
  • সৌদির আরামকো তিনবার এসেছিল, প্রধানমন্ত্রীর কার্যালয় তাদের বাধা দেয়: রাষ্ট্রদূত
  • ‘আয়নাঘর’ পরিদর্শনে গণমাধ্যমকর্মীদের সুযোগ দেবে সরকার
  • শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার
  • তারেক রহমানের দেশে ফিরতে অল্প কিছুদিন লাগবে: সালাহউদ্দিন
  • সরকার বাজার নিয়ন্ত্রণে কিছুই করতে পারেনি: দুদু
  • কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যখাত সংস্কারে হাত দেয়া হবে
  • ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন না ৫০ বিচারক, অনুমতির প্রজ্ঞাপন বাতিল
  • মারা গেছেন বিএনপি নেতা সাবেক এমপি এস এ খালেক
  • ৮০ কোটি টাকার অবৈধ সম্পদ: স্ত্রীসহ তাপসের নামে মামলা
  • জুতা নিক্ষেপ করে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঢাবির সাধারণ শিক্ষার্থীদের