সোমবার, আগস্ট ২৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা-৫ আসনে সালাউদ্দিন, নওগাঁ-৬ এ রেজাউল বিএনপির প্রার্থী

ঢাকা-৫ আসনের উপ নির্বাচনে সালাহউদ্দিন আহমেদ ও নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলামকে মনোনয়ন দিয়েছে বিএনপি।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের ভার্চুয়াল সাক্ষাৎকারের একদিন পর রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, “আমাদের দল ঢাকা-৫ আসনে সালাহউদ্দিন আহমেদ ও নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলামকে মনোনয়ন দিয়েছে।”

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী এই দুই উপ নির্বাচনে ভোট হবে ১৭ অক্টোবর।

আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫, ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন শূন্য হয়েছে।

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ বর্তমানে বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক। তিনি ১৯৯১ সাল থেকে তিন দফায় ধানের শীষের সাংসদ ছিলেন।

আর শেখ মো. রেজাউল ইসলাম নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। যিনি আগে আত্রাই থানার সভাপতিও ছিলেন।

এদিকে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হয়নি। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ এবং সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়।

তফসিল নির্বাচন কমিশন ঘোষণার পর এই দুই আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানান মহাসচিব।

জাতীয় সংসদে শূন্য এই চার আসনের উপ নির্বাচনে অংশ নিতে ২৮ মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার বিকাল ৫টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ভার্চুয়ালি সাক্ষাৎকার নেওয়া হয়।

ঢাকা-৫ আসনে ছয়জন, নওগাঁ-৬ আসনে নয়জন, ঢাকা-১৮ আসনে নয়জন এবং সিরাজগঞ্জ-১ আসনে চারজন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়।

ঢাকা-৫ আসনে প্রার্থী হতে এদিন সাক্ষাৎকার দিয়েছেন সালাহউদ্দিন আহমেদ, সেলিম ভূঁইয়া, নবী উল্লাহ নবী, মো. জুম্মন মিয়া, আকবর হোসেন নান্টু, আনোয়ার হোসেন সরদার।

নওগাঁ-৬ আসনে মনোনয়নপ্রত্যাশী আনোয়ার হোসেন বুলু, শেখ আব্দুস শুকুর, এস এম আল ফারুক জেমস, মাহমুদুল আরেফিন স্বপন, ইছহাক আলী, আতিকুর রহমান রতন মোল্লা, শেখ মো. রেজাউল ইসলাম, মো. সফিকুল ইসলাম, আবু জাহিদ মো. রফিকুল আলম সাক্ষাৎকার দিয়েছেন।

এছাড়া ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন, ইশতিয়াক আজিজ উলফাত, ইসমাইল হোসেন, বাহাউদ্দিন সাদি, মোস্তাফিজুর রহমান সেগুন, মোস্তফা জামান, মো. আখতার হোসেন, আব্বাস উদ্দিন এবং সিরাজগঞ্জ-১ আসনে টিএম তহজিবুল ইসলাম, নাজমুল হাসান তালুকদার রানা, রবিউল হাসান ও সেলিম রেজাও এদিন সাক্ষাৎকার দেন।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বিরুদ্ধে ১৯ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় রোববার (২৪বিস্তারিত পড়ুন

ভজঘটভাবে দেশ চলছে: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘ভজঘটভাবে দেশ চলছে। কেউ নিশ্চিতভাবে বলতেবিস্তারিত পড়ুন

খালেদা জিয়া ও ইসহাক দারের মধ্যে কী আলোচনা হলো

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায়বিস্তারিত পড়ুন

  • কেন্দ্র-বাক্স দখল, অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল : সিইসি
  • উপদেষ্টারা অসহায়, সবকিছু নির্ধারণ করে আমলারাই : মির্জা ফখরুল
  • বিচার চলাকালে আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : সিইসি
  • বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
  • পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে যা বলল এনসিপি নেতারা
  • খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা
  • গু*ম-খু*নের শিকার পরিবারের কান্না বন্ধে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল
  • উপদেষ্টা মাহফুজের পিতা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি নির্বাচিত
  • যেনতেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না : আবদুল্লাহ মো. তাহের
  • তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ হাতে নিয়েছি: এ্যানি
  • ডাকসু নির্বাচনে নারীদের ভোটদানে নিরুৎসাহিত করার অপচেষ্টা চলছে : অভিযোগ আব্দুল কাদেরের