সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

“তোর বদনে”

হতাশার প্রাচীর ভেঙ্গে দিয়ে
কুয়াশার মতো ভেসে রবো,
হিমেল হাওয়ায় উড়ে উড়ে
রাত জাগা এক পাখি হবো।
গহীনে জমা কথা গুলোকে
অবহেলার ছলে উড়িয়ে দেবো,
দূর্বা ডগায় জমা মুক্তোর মালা
একে একে সব কুড়িয়ে নেবো।
ক্ষণিকের জন্য বিকিরণ ছড়িয়ে
শিশিরের মতো অদৃশ্য হবো,
শেষ বিকেলে উদাস হয়ে আবার
থমকে গিয়ে দাঁড়িয়ে রবো।
একাকী ভেবে চুপিচুপি আর
কত জ্বালা সব বয়ে বেড়াবো,
ভাটুই গাছের চোরকাঁটার মতো
পথের ধারে লুকিয়ে রবো।
তোর বসনে আলতো ভাবে
সুযোগ মতো ঠিক বিঁধে যাবো,
অধৈর্য্য হয়ে যখন ছাড়িয়ে নিবি
অবলার মতো চেয়ে রবো।
কিঞ্চিৎ হলেও অনুভবে আমি
তোর পরশে ধন্য হবো,
ঘুটঘুটে আঁধারে যখন থমকে যাবি
তারা হয়ে তোরে পথ দেখাবো।
নৈঃশব্দের তরঙ্গে হাওয়ায় ভাসা
দূরন্ত একখণ্ড মেঘ হবো,
ইচ্ছে করে একদিন নিঃসঙ্গ রাতে
গল্প বলতে তোর সাথী হবো।
তোর মনোরঞ্জনে গোধূলি বেলায়
আবিরে উড়া বিহঙ্গ হবো,
অতি যত্নের ঐ মন কাননে
প্রদীপ জ্বালিয়ে ঠায় দাঁড়িয়ে রবো।
উদাস সময়ে তোর হৃদ আকাশে
বৃষ্টির ধারা ঝরিয়ে দেবো,
তোর পানে তাকানো কাক গুলোকে
একে একে সব তাড়িয়ে দেবো।
চাঁদ মুখের ঐ হাসি দেখে
হৃদয়ে সুখের পরশ নেবো,
উথাল পাথাল ঢেউয়ের ঝাপটা
তোর কিনারে আছড়ে দেবো।
পাহাড় সম ঢেউয়ের চাপে তোর
মন গাঙেতে তুফান হবো,
চাদরের মতো আলতো ভাবে
তোর বদনে লেপ্টে রবো।

একই রকম সংবাদ সমূহ

‘বাংলা ভাষার জন্য আগে চাই ভালোবাসা’

বাংলা ভাষার জন্য আগে চাই ভালোবাসা প্রফেসর মো. আবু নসর আমাদের শিক্ষা,বিস্তারিত পড়ুন

এবিএম কাইয়ুম রাজের কবিতা- ‘তোমাকে পেতে চাই’

তোমাকে পেতে চাই এবিএম কাইয়ুম রাজ তোমাকে পেতে চাই ভোরের শিশিরে, সূর্যবিস্তারিত পড়ুন

সুরুচিকর মর্যাদা কি হাসিনার প্রাপ্য, প্রশ্ন মারুফ কামালের

বইমেলায় ‘হাসিনা ডাস্টবিনে’ ময়লা ফেলা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। এ বিষয়ে সমালোচনাকারীদের প্রশ্নবিস্তারিত পড়ুন

  • ‘অমর গাঁথা মহান বিজয় দিবস’
  • শিথিলতার সুযোগে সরকারকে উৎখাতের চেষ্টা হচ্ছে: ডয়চে ভেলেকে ফরহাদ মজহার
  • আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আমাদের ভাবনা
  • ৫ আগস্ট বঙ্গভবনে কে কী করেছিলেন, প্রত্যক্ষদর্শীর বর্ণনা
  • তারা দাঙ্গা বাধাতে চেয়েছিল, তবে সফল হয়নি: সলিমুল্লাহ খান
  • অন্তর্বর্তী সরকারের অধীন মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে : ভয়েস অব আমেরিকার জরিপ
  • ‘খুনি হাসিনার কথায় আবার প্রতারিত হবে এমন গর্দভও আছে?’ : মারুফ কামাল খান
  • অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার: ফরহাদ মজহার
  • মহররমের আশুরার দিনে যত ঘটনাবলী ও ফজিলত
  • সাতক্ষীরার মুক্তিযুদ্ধ ও শাহজাহান মাস্টার
  • জনগণের দল বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্লাটিনাম জুবিলি
  • কোরবানীর শিক্ষা: প্রকৃত সুখ ও আনন্দ ভোগে নয়, ত্যাগে