শনিবার, জুলাই ৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়মের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় তদন্তে আসেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহা: আবুল খায়ের। জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারী ৩৭.০২.৮৭০০.০০১.০০০.২৫.১৪৪ নং স্মারকে জেলা প্রশাসক সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তের দিন ধার্য্য করা হয়। উক্ত তদন্তে সখিপুর ইউপি চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, অভিযোগের বাদি, অভিযুক্ত শিক্ষক, স্থানীয় অভিভাবক, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, বিদ্যালয়ের সাবেক ছাত্র সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তদন্তে অভিযোগের বিষয়ে পক্ষে, বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

অভিযোগ সুত্রে জানা যায়, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান অবৈধ পন্থায় সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে অধীন হন। তিনি বিগত সরকারের আমলে বিভিন্ন ব্যক্তিকে ম্যানেজ করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে এ পদে আসেন। প্রধান শিক্ষক পদে যোগদান করে অভিভাবকদের সাথে অসৌজন্য আচরণ, অফিসে গেলে অকথ্য ভাষা ব্যবহার করেন। তার দুব্যবহারে অভিভাবক ও শিক্ষার্থী বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী ও অভিভাবক বিদ্যালয় থেকে টিসি নিয়ে অন্য স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধান শিক্ষক যোগদানের পর আত্নীয়করণের মাধ্যমে অর্ধকোটি টাকা নিয়োগ বাণিজ্যে লিপ্ত হন। বিদ্যালয়ের আয়-ব্যায় ও ক্রয় এবং টি আর কমিটির সদস্যদের বাদ দিয়ে তিনি নিজের ইচ্ছামত সব কিছু করেন। এমনকি তিনি শিক্ষক নিয়োগ কালে অনুদানের নামে আদায় করা টাকা বিদ্যালয়ের ফান্ডে জমা না দিয়ে নিজের মত ব্যবহার করেছেন।

এছাড়া নিয়োগের নামে অফিস সহকারী পদে জাকারুল ইসলামের কাছ থেকে ৩ লাখ ও আয়া পদে মরিয়ম নামে এক নারী কাছ থেকে আদায় করা ৭০ হাজার টাকা গ্রহন করেন। বিদ্যালয়ে কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তার পরিবার বা অভিভাবকদেরকে অবহিত না করে দিন প্রতি ৫ টাকা হারে গ্রহন করে টাকা আত্নসাৎ করে আসছেন। এছাড়া গত ৩১ জানুয়ারি রাতে বিদ্যালয় থেকে ৩ ভ্যান সরকারি বই বিক্রি করে দেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ম্যানেজিং কমিটির কেউই জানেন না। পরে স্থানীয়দের হাতে একটি ভ্যান জব্দ হলেও বাকি ভ্যানগুলো আটকানো সম্ভব হয় নি। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক একটি ভ্যানের বই ফেরত দিলেও বাকি বইয়ের হদিছ পাওয়া যায়নি। স্কুলের আশেপাশে বখাটেদের উৎপাত নিয়ে একধীকবার বলা হলেও তিনি কোন পদক্ষেপ নেননি। তার অব্যবস্থাপনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল চলাকালে পার্শ্ববর্তী দোকানে প্রকাশ্যে সিগারেট, গাঁজা সেবন করলেও এ বিষয়ে তিনি কখনো পদক্ষেপ নেননি। উঠতি বয়সী শিক্ষার্থীরা কিশোর গ্যাং এ জড়িয়ে পড়লেও বিদ্যালয় থেকে কোন ধরণের প্রতিরোধমূলক ব্যবস্থা নেন নি প্রধান শিক্ষক তহিরুজ্জামান।

এসময় জেলা শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে তদন্ত টিমের সামনে অভিযোগের বিষয়ে উপস্থাপন করলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া টাকা দিয়ে শিক্ষকরা ব্যক্তিগত ওয়াইফাই লাইনের বিল প্রদান সহ নানা কাজে ব্যবহারের যুক্তি তুলে ধরেন প্রধান শিক্ষক। কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অর্থের বিষয়ে কর্তৃপক্ষের নিকট থেকে কোন প্রকার সিদ্ধান্ত না নিয়ে প্রধান শিক্ষক নিজের একক সিদ্ধান্তে এ কাজ করে যাচ্ছেন বলে প্রমাণিত হয়। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া অতিরিক্ত বই নিয়ে তা পরবর্তীতে রাতের আধারে বিক্রি করার ঘটনার প্রমাণ মেলে।

এছাড়া তদন্তে প্রধান শিক্ষকের অব্যবস্থাপনা, অদক্ষতার বিভিন্ন প্রমাণ মেলে। সেই সাথে বিদ্যালয়ে বিভিন্ন সময় বরাদ্দে সঠিক ব্যবহার না করে প্রধান শিকক্ষ নিজের খেয়াল খুশিমত ব্যবহার করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহা: আবুল খায়ের জানান, জেলা প্রশাসক মহোদয় আমাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন আমি উভয় পক্ষের বক্তব্য লিখিত ভাবে জমা দিব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বাকি পদক্ষেপ নিবেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা কলেজ ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে পানি ও মাক্স বিতরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ডিগ্রী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষাবিস্তারিত পড়ুন

দেবহাটার পারুলিয়ায় যৌথ পরিকল্পনা সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় সরকারি, বেসরকারি কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের নিয়ে যৌথ পরিকল্পনাবিস্তারিত পড়ুন

দেবহাটার সখিপুরে যৌর্থ কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক পর্যবেক্ষণ সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় যৌর্থ কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
  • দেবহাটায় বিএনপির সদস্য নবায়ন ও মতবিনিময় সভা
  • দেবহাটায় জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় শিশুদের নিয়মিত অনুশীলন
  • আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে দেবহাটায় জামায়াতের র‍্যালী ও আলোচনা সভা
  • দেবহাটায় যৌর্থ কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক পর্যবেক্ষণ সভা
  • দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • দেবহাটায় সরকারি কর্মকর্তাদের সাথে পরামর্শমূলক সভা
  • দেবহাটায় ছাত্রশিবিরের মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন
  • দেবহাটায় সরকারি কেবিএ কলেজ ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল
  • দেবহাটায় কৃষকদলের বৃক্ষরোপন কর্মসূচি পালন
  • সখিপুরে খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান প্রকল্পের নিয়মিত ক্রীড়া অধিবেশন
  • দেবহাটায় সমাজসেবা দপ্তরের সুদমুক্ত ঋণ বিতরণ