সোমবার, মে ২০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে হত্যাসহ ডাকাতি মামলার রহস্য উদঘাটন: আসামী গ্রেফতার

নড়াইলের লোহাগড়ায় হত্যাসহ একটি ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করেছে যশোরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন( পিবিআই)।

পিবিআইএর যশোর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন এর দিক নির্দেশনায় এসআই মোঃ আরিফুর রহমান ফারাজীর পিবিআই সোমবার রাত সাড়ে দশটার সময় লোহাগড়া উপজেলার উলা গ্রামের বাদশা শেখের ছেলে মোঃ জিল্লুর রহমান জিল্লু (২৪)কে জনৈক হৃদয় চৌকিদার এর বাড়ির সামনে হতে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জিল্লুর রহমান উক্ত ঘটনায় জড়িত মর্মে স্বীকার করে। এবং মঙ্গলবার অভিযুক্ত জিল্লুর রহমানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

মামলার বিবরনে জানা যায়, গত ২০১৬ সালের ০৫ ফেব্রুয়ারী রাত সাড়ে এগারটার দিকে লোহাগড়া উপজেলার কোলা গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে মোঃ আমিরুল ইসলাম টনিক (৩৬) বর্তমান ঠিকানা মহাঘুনি বাড়িতে ঘুমিয়ে ছিল। তার ঘুমিয়ে থাকাকালীন সময়ে অজ্ঞাতনামা চোরেরা কৌশলে বাড়ির দক্ষিণ পাশের গ্রিল ভেঙ্গে তার ঘরে প্রবেশ করে।

তার ঘরে থাকা আলমারী খোলার চেষ্টাকালে ভিকটিমের ঘুম ভেঙ্গে গেলে অজ্ঞাতনামা চোরেরা তাদের হাতে থাকা ছ্যান দা দিয়ে মাথার উপরে কোপ মেরে পালিয়ে যায় এবং ভিকটিমও জখম অবস্থায় চোর চোর বলতে বলতে তাদের পিছু ধাওয়া করে। কিছুক্ষণ পর সে মাটিতে পড়ে যায়।

উক্ত ঘটনা ভিকটিমের স্ত্রী অরিন বেগম তার পরিবারের সকলকে জানালে তারা ভিকটিমের চিকিৎসার জন্য লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার জখম গুরুতর দেখে তাদের পরামর্শক্রমে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতাল খুলনায় ২ দিন চিকিৎসার পর ভিকটিমের কোন উন্নতি না হলে তারা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ঢাকায় নিয়ে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় ১৭ ফেব্রুয়ারী রাত ১১ টা ৫ মিনিটের সময় তার মৃত্যু হয়।

নিহতের ভাই মোঃ আবু সাইদ শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে লোহাগড়া থানায় অভিযোগ করলে লোহাগড়া থানার মামলা নং-২২, তাং-১৮/০২/২০১৬ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮২/৫১১/৩০২ পেনাল কোড রুজু হয়।

নড়াইল জেলা পুলিশ প্রায় সাড়ে ৩ বছর তদন্তকার্য পরিচালনা করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অপরাধী গ্রেফতার করতে না পারায় মামলাটি পিবিআইকে হস্তান্তর করেন।

পিবিআই, যশোর জেলা ২০১৯ সালে উক্ত মামলাটির তদন্তভার গ্রহণ করে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশি অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে অভিযুক্ত মোঃ সজিব খাঁন, মোঃ মনিরুল মোল্লা ও তুষার শেখকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে অভিযুক্ত সজিব খাঁন ও মনিরুল মোল্লা বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

পিবিআই, যশোর এর চৌকস দল গত ইং ১১-১০-২০২০ তারিখ হতে টানা ২৪ ঘন্টা অভিযান পরিচালনা করে ইং ১২-১০-২০২০ তারিখ সকাল ১০.৩০ ঘটিকার সময় তদন্তে প্রকাশিত অভিযুক্ত মোঃ জিল্লুর রহমান জিল্লু (২৪), পিং-বাদশা শেখ, সাং-উলা, থানা-লোহাগড়া, জেলা-নড়াইলকে নিজ সাকিনস্থ জনৈক হৃদয় চৌকিদার এর বাড়ির সামনে হতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জিল্লুর রহমান উক্ত ঘটনায় জড়িত মর্মে স্বীকার করে। ইং ১৩-১০-২০২০ তারিখ অভিযুক্ত জিল্লুর রহমানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে সে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

একই রকম সংবাদ সমূহ

এমপি আনোয়ারুল আজিমের সর্বশেষ অবস্থান ভারতের মুজাফফরাবাদ: ডিবিপ্রধান

ভারতে চিকিৎসা নিতে যাওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে আরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে চিংড়িতে অপদ্রব্য পুশের সংবাদ সংগ্রহ করতে যেয়ে ৩ সংবাদকর্মী অবরুদ্ধ ও লাঞ্ছিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের ছবি, ভিডিও ধারণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আইআরআই’র আয়োজনে ‘তর্কে বিতর্কে উপজেলা নির্বাচন’ নির্বাচনী বিতর্ক’

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলায় আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর আয়োজনে ‘তর্কেবিস্তারিত পড়ুন

  • কলকাতায় ডাক্তার দেখাতে বেরিয়ে আর ফেরেননি বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম
  • তালায় চিংড়ি মাছ প্রতীকের নির্বাচনী জনসভা
  • আশাশুনি পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা মেডিকেল এর সামনে বাইপাস সড়কে মোটরযানের উপর মোবাইল কোর্ট
  • আশাশুনির দুর্গাপুর ও কুল্যায় ঘোড়া প্রতীকের শেষ জনসভা
  • কলারোয়ায় বড়-ছোট’র লড়াইয়ে ‘লাল্টু’ নিশ্চিত উপজেলা চেয়ারম্যান!
  • আমের বিপুল সমাহারে জমজমাট কলারোয়ার বেলতলা পাইকারি আমবাজার
  • আশাশুনি উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর বিরামহীন প্রচারণায় উৎতপ্ত ভোটের মাঠ
  • ঘুষ ছাড়া মেলে না অ্যালোপ্যাথিক ওষুধ বিক্রির ড্রাগ লাইসেন্স; নেপথ্যে অফিস সহকারী আলমগীর ও সুমন
  • সাতক্ষীরার কাটিয়ায় বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা উদ্বোধণ
  • নাগিরক নেতা আবুল কালাম আজাদের সুস্থতা কামনায় সিপিএ’র বিবৃতি
  • নড়াইলের আর এক আতঙ্কিত জনপদের নাম লোহাগড়া