ফকিরহাটে লীড ফার্মারদের মেন্টরিং প্রোগ্রাম ও উৎসাহ ভাতা প্রদান অনুষ্ঠান


ইফদ এর অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চঅঈঊ প্রকল্পের আওতায় নবলোক পরিষদ কর্তৃক “উন্নত পদ্ধতিতে কার্প-গলদা মিশ্র চাষ ও বাজারজাতকরনের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক ভ্যালু চেইন বিষয়ক উপ-প্রকল্পের আওতায় লীড ফার্মারদের মেন্টরিং প্রোগ্রাম ও উৎসাহ ভাতা প্রদান অনুষ্ঠান ১৭ নভেম্বর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফএর সিনিয়র মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী, চঅঈঊ এবং জগঞচ প্রকল্প ড. আকন্দ মোঃ রফিকুল ইসলাম। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব স্বপন দাশ, উপজেলা, নির্বাহী অফিসার, ফকিরহাট। ফকিরহাট, বাগেরহাট সদর এবং চিতলমারী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটিতে মেন্টর হিসেব দায়িত্ব পালন করেন বিএফএফইএ এর পরিচালক এস হুমায়ুন কবীর।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত পিকেএসএফ এখন দারিদ্র্য বিমোচনের বিভিন্ন অনুসঙ্গ নিয়ে কাজ করছে যার মধ্যে ব্যবসা গুচ্ছ ভিত্তিক ভ্যালু চেইন কর্মকাণ্ড অন্যতম। উপ-প্রকল্পের আওতায় ‘উত্তম মৎস্য চাষ অনুশীলনের’ মাধ্যমে নিরাপদ মাছ ও চিংড়ি উৎপাদনে লীড ফার্মারগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মাছের উৎপাদন বৃদ্ধি করতে চাষীদের খামারের মাটি ও পানি পরীক্ষা করে প্রয়োজনীয় কারিগরী ও পরামর্শ সেবা প্রদান, মাছের ট্রেসেবিলিটি নিশ্চিতকরণের লক্ষ্যে খামার রেকর্ড বুক ব্যবহারে চাষীদের অভ্যস্তকরণ, নার্সারী ব্যবস্থাপনার মাধ্যমে গলদা পিএল-এর মৃত্যুহার হ্রাস করতে, খামারের জৈব নিরাপত্তা নিশ্চিত করতে লীড ফার্মার ও সহকারী লীড ফার্মারদের অবদান প্রণিধানযোগ্য। এছাড়া উদ্যোক্তাদের নিরবিচ্ছিন্ন সেবা ও গুণগতমানের মৎস্য চাষ উপকরণ প্রাপ্তির লক্ষ্যে লীড ফার্মারদের সহযোগিতায় প্রকল্প এলাকায় ১৩ টি মৎস্য সেবা ও পরামর্শ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসকল মৎস্য সেবা কেন্দ্র হতে চাষীরা বিনামূল্যে কারিগরী ও পরামর্শ সেবা গ্রহণ করছেন। লীড ফার্মার ও চাষীদের উন্নত পদ্ধতিতে মাছ চাষে দক্ষতা উন্নয়নে সহযোগিতা করার জন্য তিনি মৎস্য অধিদপ্তরসহ মৎস্য সরবরাহ শৃঙ্খলের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরও জানান ভবিষ্যতে প্রকল্পের আওতায় মৎস্য চাষ ও প্রক্রিয়াজাতকরণে গুণগতমানের সনদ যেমন ঐঅঈঈচ, এখঙইঅখ এঅচ নিশ্চিত করে নিরাপদ মৎস্য খাদ্য হিসেবে মৎস্য ও মৎস্য পণ্য বিপণন ও ব্রান্ডিং কর্মকাণ্ড গ্রহণ করা হবে। এক্ষেত্রে তিনি লীড ফার্মারদের অংশগ্রহণ বৃদ্ধি করে মৎস্য খাতের উন্নয়নে উল্লেখ্যযোগ্য অবদান রাখতে আহবান জানান। এসময় ২৫ জন লীড ফার্মার এবং ৫০ জন সহকারি লীড ফার্মারকে নিরাপদ মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন খাতে সম্মাননা ও উৎসাহ ভাতা প্রদান করা হয়।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
