বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে গেছে’

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক আজ এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। দুই দেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতা চলমান।

চট্টগ্রামের হাটহাজারীর আলীপুর রহমানিয়া স্কুল ও কলেজের বিজ্ঞান ব্লক ভবনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামের হাটহাজারীর আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের সায়েন্স ব্লক ভবনের উদ্বোধন উপলক্ষে ভারতীয় হাই কমিশন একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ।

অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে যখনই বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের কথা আসে, তখনই আমাদের কৃতজ্ঞতা জানাতে হয় আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের ঐতিহাসিক ভূমিকার জন্য, ভারত সরকারের সহায়তা, ভারতের জনগণের অকুণ্ঠ সমর্থন এবং সহায়তার জন্য। ভারতের অনেক সেনা সদস্য আমাদের স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিয়েছিল, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

তিনি আরও যোগ করেন, ভারত সরকার বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অব্যাহতভাবে ভূমিকা রেখে চলেছে। বর্তমানে আমাদের দুই দেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতা চলমান আছে।

স্কুল প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, এই স্কুলের ভবন নির্মাণের মধ্য দিয়ে সেই স্কুলের শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, পুরো জনপদও উপকৃত হবে।

বিশেষ করে বিজ্ঞান ভবন নির্মাণের পাশাপাশি কম্পিউটারসহ অন্যান্য শিক্ষাসামগ্রীর জন্যও ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সুতরাং এটি স্কুলের উন্নয়ন এবং স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন করার ক্ষেত্রেও অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক আজ এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। উভয় দেশ বিস্তৃত ক্ষেত্র জুড়ে একে অন্যের প্রতি সহযোগিতা প্রসারিত করেছে।

সরকারি পর্যায়ে মিথস্ক্রিয়া ছাড়াও, ভারত ‘হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর মাধ্যমে সামাজিক ও মানবিক উন্নয়নের দিকগুলো অন্তর্ভুক্ত করে বিভিন্ন সক্ষমতা বৃদ্ধি প্রকল্প গ্রহণ করছে, প্রত্যক্ষভাবে যার সুফল পাচ্ছে বাংলাদেশের স্থানীয় জনগণ। আমরা চট্টগ্রামের হাটহাজারী আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের সায়েন্স ব্লক ভবন নির্মাণে সহযোগিতা করতে পেরে অত্যন্ত আনন্দিত।

সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আশা করি ভবিষ্যতে ভারতের পক্ষ থেকে এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। চট্টগ্রামের হাটহাজারীর রহমানিয়া স্কুল ও কলেজের বিজ্ঞান ব্লক ভবনের পাঁচ তলা বিশিষ্ট ভবনের নিচতলা নির্মাণের জন্য ২০১৭ সালে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রকল্পটি ভারত সরকারের উচ্চ-প্রভাবশালী সামাজিক উন্নয়ন প্রকল্প (এইচআইসিডিপি)-এর আওতায় অর্থায়ন করা হয়। যার মোট ব্যয় বাংলাদেশি মুদ্রায় ৫১ লাখ ৪২ হাজার ৮৪৫ টাকা।

এইআইসিডিপি-র আওতায়, ভারত সরকার বিভিন্ন সক্ষমতা বৃদ্ধিকারী প্রকল্পে সহায়তা প্রদান করে থাকে। যা স্থানীয় জনগোষ্ঠীর জন্য সরাসরি উপকারি এবং ইতিবাচক প্রভাব বিস্তার করতে সক্ষম। অনুদান তহবিলের অধীনে শিক্ষা, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, যাদুঘর পুনরুদ্ধার, সাংস্কৃতিক ও ঐতিহ্য কাঠামো, দুর্যোগ ব্যবস্থাপনা, নগর উন্নয়ন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এই উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়েছে। অতীতে ভারত সরকার চট্টগ্রাম অঞ্চলে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনের সংস্কার ও উন্নয়ন কার্যক্রম, বাঁশখালী উপজেলায় গভীর নলকূপ স্থাপন; চাঁদপুরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজ ও সিংড়া রাম কানাই উচ্চ বিদ্যালয়, আনোয়ারার একাডেমিক ভবন নির্মাণ, ইত্যাদি কাজে সহায়তা প্রদান করেছে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের কেউ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরাবিস্তারিত পড়ুন

ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

কাতারের সার্বভৌম ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলাকেবিস্তারিত পড়ুন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.৮৯ বিলিয়ন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য বেড়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর)বিস্তারিত পড়ুন

  • ট্রাইব্যুনালের বিচারকাজে আমরা সন্তুষ্ট : নাহিদ
  • ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান
  • পদ্মা সেতুতে গাড়ি থামানো ছাড়াই স্বয়ংক্রিয় টোল আদায়
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আরো গভীর করতে চান প্রধান উপদেষ্টা
  • ৭ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার
  • প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি
  • নতুন বেতন কাঠামোতে যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে
  • সহিংসতার অভিযোগে ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে ভারত
  • কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা
  • ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ‘মহোৎসবের নির্বাচন’: প্রধান উপদেষ্টা
  • ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
  • নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান