শুক্রবার, জুলাই ৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভাল কাজ করার শর্তে জেলের বদলে পরিবারে থাকবে ৭০ শিশু-কিশোর

৫০টি মামলার ৭০ জন শিশু-কিশোরকে সাজা না দিয়ে ভাল কাজ করার শর্তে পরিবারের থাকার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।

এ সময় শিশু-কিশোরদের জাতীয় পতাকা, ফুল আর ডায়েরি উপহার দেওয়া হয়। এর ফলে তারা পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।

আদালত সূত্র জানায়, ছোটখাটো অপরাধে অভিযুক্ত ওই ৭০ জন শিশু-কিশোর পৃথক ৫০ টি মামলায় দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ শিশু আদালতে হাজিরা হাজিরা দিয়ে আসছিল। এর ফলে তাদের লেখাপড়া, মানসিক স্বাস্থ্যসহ স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছিল।

সূত্র জানায়, মামলার হাজিরা থেকে অব্যাহতি দিতে নিয়মিত পড়াশুনা, ভালো কাজ করা, সবার সঙ্গে ভালো আচরণ করা, গুরুজনের আদেশ মেনে চলা, বাবা মায়ের সেবা করা, গাছ লাগানো ও পরিচর্যা করা, ধর্মগ্রন্থ পাঠ করা, অসৎ সঙ্গ ত্যাগ করা, মাদক থেকে দূরে থাকাসহ ৯ টি শর্তে তাদেরকে পরিবারের সঙ্গে থাকার অনুমতি দেন আদালতের বিচারক।

আদালত রায়ের পর্যবেক্ষণে বলা হয়, শিশু আদালতে নির্ধারিত আইন অনুযায়ী বিচার হয়। এ ক্ষেত্রে অভিযুক্তদের পরিবারের সাথে থাকার কিছু শর্ত রয়েছে। সে অনুযায়ী তাদেরকে পরিবারের সাথে থাকার সুযোগ দেওয়া হয়েছে। কেউ শর্ত মেনে না চললে তার বিরুদ্ধে আবার মামলা চালু হবে। প্রবেশন কর্মকর্তা বিষয়গুলো দেখভাল করবেন।

প্রবেশন কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান বলেন, আদালতের আদেশ শিশু-কিশোররা মেনে চলছে কি না তিনি তা নিশ্চিত করবেন।

শিশু আদালতের পিপি হাসান মাহবুব সাদী বলেন, আদালতের আদেশে শিশুরা পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, আদালতের বিচারক এর আগেও ৯৫টি মামলার ১৩০ জন শিশু-কিশোর ও দেড় শতাধিক দম্পতিকে মুক্তি দিয়ে পরিবারের সঙ্গে থাকার সুযোগ করে দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা

৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে ওই দিন সাধারণ ছুটি ঘোষণাবিস্তারিত পড়ুন

ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিথ্যা তথ্য প্রতিরোধ ও নৈতিক মান বজায়বিস্তারিত পড়ুন

২০১৮’র প্রহসনের নির্বাচনের আগে গোপন বৈঠক হয় যেখানে

রাষ্ট্রদ্রোহ ও জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির করা মামলায়বিস্তারিত পড়ুন

  • সংসদ নির্বাচনে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান
  • ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো মামলায় প্রথম সাজা শেখ হাসিনার
  • ২০১৮ সংসদ নির্বাচন : রাতের ভোটের দায় স্বীকার করে নুরুল হুদার জবানবন্দি
  • ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি
  • সেই একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, জানালেন সিইসি
  • জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ রাউন্ড গু*লি ছোড়া হয়
  • ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ‘আ.লীগ কখনই শোধরাবে না, সুযোগ পেলে আগের চেয়েও ভয়ঙ্কর হবে’
  • জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহবান প্রধান উপদেষ্টার
  • নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না: অর্থ উপদেষ্টা
  • কর্মস্থল থেকে উধাও : চট্টগ্রামের সাবেক ডিআইজিসহ তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • খালেদা জিয়া হচ্ছেন রাষ্ট্রপতি? পিনাকীর পোস্টে আলোড়ন