বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যখন সরকারে ছিলাম তখন ভয়ংকর ছিলাম না, কিন্তু এখন আমি ভয়ংকর

ক্ষমতাচ্যুত হওয়ার পর আবারও রাজপথে ফিরে এসেছেন পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (১৩ এপ্রিল) খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শাহবাজ শরিফের মতো চোর-ডাকাতের কাছে পরমাণু অস্ত্র নিরাপদ নয়।

তবে তার এই বক্তব্য নাকচ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী।

শুক্রবার (১৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)-এর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার ইমরানের এই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন।

এর আগে বুধবার পেশোয়ারে রোডশোতে ইমরান খান বলেন, ‘শাহবাজ শরিফের মতো চোর-ডাকাতের দল কীভাবে পরমাণু অস্ত্র সামলাবে? তাদের হাতে এগুলো নিরাপদ কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এদিন ইমরান খান আরও বলেন, ‘আমেরিকা, আমাদের তোমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই। তুমি কে আমাদের ক্ষমা করার? তুমি এই দাস, এই শরিফ, এই জারদারির সঙ্গে থেকেই অভ্যস্ত।’

ইমরানের ওই বক্তব্যের জবাবে মেজর জেনারেল বাবর ইফতিখার বলেন, ‘পাকিস্তানের পারমাণবিক সম্পদ কোনো একক ব্যক্তির নিয়ন্ত্রণে থাকে না। আমাদের পারমাণবিক অস্ত্র নিয়ে কোনো হুমকি নেই এবং রাজনৈতিক বক্তব্যে এমন বিষয় টেনে আনা উচিত নয়।’

এদিকে, পেশোয়ারে বিস্ফোরক ভাষণের শুরুতেই জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ইমরান খান।
বলেন, পাকিস্তানে যেকোনো প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হলে মিষ্টি বিতরণ করা হত। অথচ তার ক্ষেত্রে সবাই যে ভালোবাসা ও শ্রদ্ধা দেখিয়েছে, তা দেশটির ইতিহাসে বিরল।

এরপর বিরোধীদের উদ্দেশে বার্তা দিয়ে ইমরান বলেন, ‘আমি যখন সরকারে ছিলাম, তখন ভয়ংকর ছিলাম না। কিন্তু এখন আমি ভয়ংকর।’

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারকে যুক্তরাষ্ট্রের আমদানি করা সরকার আখ্যা দিয়ে ক্রিকেট মাঠের একসময়ের দাপুটে এই খেলোয়াড় বলেন, নতুন সরকারকে পাকিস্তানের জনগণ প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের মানুষ যুক্তরাষ্ট্রের দাসত্ব মেনে নেবে নাকি প্রকৃত স্বাধীনতা চায়, তা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলেও উল্লেখ করেন ইমরান খান।

ইমরান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, তার ছেলে জামিনে রয়েছেন। পাকিস্তান মুসলিম লীগের প্রধান নওয়াজ শরিফও দুর্নীতির দায়ে অভিযুক্ত। তার পুরো পরিবার দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে তাদের প্রতিহত করার ডাক দেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

পরিবর্তন চাইছে এশিয়ার ক্ষুব্ধ জেন-জি

প্রথমে বাংলাদেশ। তারপর ইন্দোনেশিয়া। এখন নেপাল। দক্ষিণ এশীয় অঞ্চলের সর্বশেষ সরকারবিরোধী বিক্ষোভেবিস্তারিত পড়ুন

বিক্ষোভের সময় লুট হওয়া অস্ত্র সমর্পণের আহ্বান নেপালের সেনাবাহিনীর

নেপালে জেন-জি বিক্ষোভের সময় লুট হওয়া বা হারিয়ে যাওয়া অস্ত্র, গোলাবারুদ বাবিস্তারিত পড়ুন

নেপালে জেন জি বিক্ষোভ: সাবেক প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীকে পেটালো ক্ষুব্ধ জনতা

নেপালে জেন জি বিক্ষোভকারীদের হামলায় আহত রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও নেপালিবিস্তারিত পড়ুন

  • এবার নেপালের প্রেসিডেন্টের পদত্যাগ
  • আগামী নির্বাচনে ভোট দেবেন প্রবাসীরা, সর্বাত্মক প্রচেষ্টা আছে: ইসি সচিব
  • বাংলাদেশ-ইন্দোনেশিয়া পেরিয়ে লঙ্কার আগুন নেপালে
  • নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
  • বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
  • নেপালে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন
  • বিক্ষোভে উত্তাল নেপাল, ফেসবুক-ইউটিউব-এক্স বন্ধ
  • ‘জেন-জি’ বিক্ষোভে র*ক্তাক্ত নেপাল, নিহ*ত ১৪
  • চন্দ্রগ্রহণ নিয়ে দেশে যত ভুল ধারণা
  • যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হলেন পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদ
  • মোদি যাচ্ছেন না যুক্তরাষ্ট্রে
  • সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা