শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুক্তরাষ্ট্রের ২৩৫ বছরের ইতিহাসে প্রেসিডেন্টদের তালিকা ও সময়কাল

প্রতি চার বছর পর পর যুক্তরাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। নভেম্বর মাসের প্রথম সোমবারের পর যে মঙ্গলবার পড়ে, সেদিনই ভোটগ্রহণ হয়। সেই হিসেবে রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ।

মার্কিনিদের পাশাপাশি এই নির্বাচন ঘিরে ভীষণ উদ্বেগ-উৎকণ্ঠায় গোটা বিশ্ববাসী। কে হচ্ছেন ৪৭তম প্রেসিডেন্ট!

নির্বাচনি বিভিন্ন জরিপ বলছে, এবারের নির্বচানে ডেমোক্রেট দলীয় প্রার্থী কমালা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি।

যুক্তরাষ্ট্রের ২৩৫ বছরের ইতিহাসে ৫৯টি নির্বাচনে ৪৬ জন প্রেসিডেন্ট নির্বাচিত হন। যার শুরুটা হয়েছিল প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের মাধ্যমে এবং শেষ প্রেসিডেন্ট জো বাইডেন। এদের মধ্যে ১৯ জন প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত হন।

ডেমোক্রেটিক প্রেসিডেন্ট: ডেমোক্রেটিক পার্টি ১৮২৮ সালে প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ১৬ জন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র শাসন করেন। দেশটির ৭ম প্রেসিডেন্ট এন্ড্রু জ্যাকসন ছিলেন প্রথম এবং বর্তমান ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন।

রিপাবলিকান প্রেসিডেন্ট: রিপাবলিকান পার্টির প্রতিষ্ঠাকাল ১৮৫৪ সাল। দলটির মোট ২০ জন প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে ছিল হোয়াইট হাউস। আব্রাহাম লিংকন প্রথমবারের মতো রিপাবলিকান পার্টি থেকে ১৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ১৮৬১ সালে। দলটির শেষ এবং ২০তম প্রেসিডেন্ট হচ্ছেন ডনাল্ড ট্রাম্প। সাবেক এই প্রেসিডেন্ট এবারের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী। প্রেসিডেন্টরা ছিলেন প্রথম দিকে ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টি ও স্বতন্ত্র।

জর্জ ওয়াশিংটন ১৭৮৯-১৭৯৭

জন অ্যাডাম ১৭৯৭-১৮০১

থমাস জেফারসন ১৮০১-১৮০৯

জেমস ম্যাডিসন ১৮০৯-১৮১৭

জেমস মনরো ১৮১৭-১৮২৫

জন কুইন্সী অ্যাডাম ১৮২৫-১৮২৯

এন্ডু জ্যাকসন ১৮২৯-১৮৩৭

মার্টন বারেন ১৮৩৭-১৮৪১

ইউলিয়াম হ্যারিসন ১৮৪১

জন টাইলাম ১৮৪১-১৮৪৫

জেমস পুলক ১৮৪৫-১৮৪৯

জ্যাকরি টেইলর ১৮৪৯-১৮৫০

শিরার্ড ফিলমোর ১৮৫০-১৮৫৩

ফ্রাঙ্কলিন পিয়ার্স ১৮৫৩-১৮৫৭

জেমস বুকানন ১৮৫৭-১৮৬১

আব্রাহাম লিংকন ১৮৬১-১৮৬৫

এন্ডু জনসন ১৮৬৫-১৮৬৯

ইউসিমেস গ্রান্ট ১৮৬৯-১৮৭৭

রাদার ফোর্ড হেইস ১৮৭৭-১৮৮১

জেমস গ্যারফিল্ড ১৮৮১-১৮৮৫

চেস্টার আর্থার ১৮৮৯-১৮৮৯

বেঞ্জামিন হ্যারিসন ১৮৮৯-১৮৯৩

ক্লীভল্যান্ড ১৮৯৩-১৮৯৭

ইউলিয়াম ম্যাককিনলে ১৮৯৭-১৯০১

থিয়োডর রুজভেল্ট ১৯০১-১৯০৯

ইউলিয়াম টাফট ১৯০৯-১৯১৩

উড্রু উইলসন ১৯১৩-১৯২১

ওয়ারেল হার্ডিং ১৯২১-১৯২৩

ক্যালভিন কলিজ ১৯২৩-১৯২৯

হারভার্ট হুভার ১৯২৯-১৯৩৩

ফ্রাঙ্কলিন রুজভেল্ট ১৯৩৩-১৯৪৫

হ্যারি ট্রম্যান ১৯৪৫-১৯৫৩

ডুইয়িট আইসেন হাওয়ার ১৯৫৩-১৯৬১

জন এফ কেনেডি ১৯৬১-১৯৬৩

লিন্ডন জনসন ১৯৬৩-১৯৬৯

রিচার্ড নিক্সন ১৯৬৯-১৯৭৪

জেরাল্ড ফোর্ড ১৯৭৪-১৯৭৭

জিমি কার্টার ১৯৭৭-১৯৮১

রোনাল্ড রিগ্যান ১৯৮১-১৯৮৯

জর্জ বুশ ১৯৮৯-১৯৯৩

বিল ক্লিনটন ১৯৯৩-২০০০

জর্জ ডব্লিউ বুশ ২০০১-২০০৪

প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯-২০১৭

ডোনাল্ড জে. ট্রাম্প ২০১৭-২০২০

জো বাইডেন ২০২১- ২০২৪

এক নজরে আমেরিকান প্রেসিডেন্টের ব্যতিক্রমধর্মী তথ্য: ৮ জন প্রেসিডেন্টের জন্ম বৃটিশ শাসনামলে। তারা হলেন- জর্জ ওয়াশিংটন, জন অ্যাডমস, জেফারসন, ম্যাডিসন, মনরো, কিউ অ্যাডামস, জ্যাকসন ও হ্যারিসন।

৯ জন প্রেসিডেন্ট কখনো কলেজেই যাননি। তারা হলেন- ওয়াশিংটন, জ্যাকসন, ভ্যান বুরেন, টেলর, ফিলমোর, লিংকন, জনসন, ক্লিভল্যান্ড ও ট্রুম্যান।

হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়েছে ৬ জন। তারা হলেন-অ্যাডামস, কিউ অ্যাডামস, টি রুজভেল্ট, এফ রুজভেল্ট, কেনেডি ও জর্জ ডব্লিউ বুশ।

আমেরিকার ৪৩ জন প্রেসিডেন্ট পর্তুগিজ, ইংরেজ, আইরিশ, স্কটিশ, ওয়েলস, সুইস অথবা জার্মান-এ ৭টি জাতের উত্তরসূরি।

সবচেয়ে বৃদ্ধ প্রেসিডেন্ট জো বাইডেন ৭৭ বছর বয়সে এবং সর্বকনিষ্ঠ কেনেডি ৪৩ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

সবচেয়ে লম্বাকৃতির প্রেসিডেন্ট ছিলেন লিংকন। তার উচ্চতা ছিল ৬ ফুট ৪ ইঞ্চি। আর সবচেয়ে খাটো ছিলেন ম্যাডিসন।

অনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের ২ বছর আমেরিকা শাসন। ১৯৭৩ সালে ভাইস প্রেসিডেন্ট স্পাইরো ক্রানিত পদত্যাগ করলে প্রেসিডেন্ট নিক্সন জেরাল্ড ফোর্ডকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করেন। পরবর্তীতে নিক্সন পদত্যাগ করলে ফোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

প্রেসিডেন্ট থাকাকালীন যারা আততায়ীর হাতে নিহত হন, তারা হলেন- লিংকন, গারফিল্ড, ম্যাককিনলে ও কেনেডি।

আততায়ীর হাত থেকে যারা বেঁচে যান, তারা হলেন-জ্যাকসন, টি রুজভেল্ট, এফ রুজভেল্ট, ট্রুম্যান, ফোর্ড ও রিগ্যান।

প্রেসিডেন্ট থাকাকালীন যে ৮ জন মারা যান, তারা হলেন- হ্যারিসন, টেলর, গারফিল্ড, ম্যাককিনলে, হার্ডিং, এফ রুজভেল্ট ও কেনেডি। ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসে মারা যান প্রেসিডেন্ট অ্যাডামস, জেফারসন এবং মনরো।

একই রকম সংবাদ সমূহ

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত: টিউলিপকে ইলন মাস্ক

দুর্নীতির অভিযোগে তদন্তাধীন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পৃক্ততার অভিযোগবিস্তারিত পড়ুন

টিউলিপকে নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট, উঠে এলো ড. ইউনূসের নাম

ব্যাপক চাপের মুখে মঙ্গলবার (১৪ জানুয়ারি) পদত্যাগ করতে বাধ্য হন যুক্তরাজ্যের সিটিবিস্তারিত পড়ুন

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হামাস

ফিলিস্তিনের গাজায় একটি যুদ্ধবিরতি আর জিম্মিদের মুক্তির বিষয়ে কাতারের দোহায় যে আলোচনাবিস্তারিত পড়ুন

  • টিউলিপের পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ নজরুল
  • টিউলিপের দুর্নীতি ও পদত্যাগ নিয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • অবশেষে দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
  • লস অ্যাঞ্জেলেসের দাবানল ছড়ালো নতুন এলাকায়
  • এবার টিউলিপকে সরে যেতে বললো যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী জোট
  • বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল পাকিস্তান
  • তদন্তের ফলের ভিত্তিতে টিউলিপের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন স্টারমার
  • ‘অনেক করেছেন’ হাসিনা, আমৃত্যু তাকে ভারতে রাখার পক্ষে মণি শঙ্কর আইয়ার
  • বাংলাদেশের সরকার পতনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা বিশ্বাস করে না ভারত
  • অবশেষে মায়ের বুকে ছেলে, এক মধুর মুহূর্ত
  • জিয়া পরিবারের অবিস্মরণীয় একটি দিন
  • মা-ছেলের আবেগঘন মুহূর্ত: লন্ডনে খালেদা জিয়া, বিমানবন্দরে মাকে স্বাগত তারেক রহমানের