বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষে পরষ্পর দোষারোপ বিএনপি-আ.লীগের

রাজধানীর নিউমার্কেটে সহিংসতায় নেতাকর্মীকে জড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি। দলটির নেতাদের দাবি, আন্দোলন দমন করতেই এমন পদক্ষেপ নিয়েছে সরকার।

আর আওয়ামী লীগ নেতারা বলেন, হেনস্তা করার জন্য নয়; সম্পৃক্ততা রয়েছে দলটির স্থানীয় নেতাদের। দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে এ সরকারের অধীনেই বিএনপি নির্বাচনে অংশ নেবে বলেও জানান আওয়ামী লীগ নেতারা।

নিউমার্কেটে শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষের ঘটনায় নেতাকর্মীদের নামে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি। মঙ্গলবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে বিএনপি নেতারা অভিযোগে করেন, চলমান আন্দোলনকে দমন করতেই এ পথ বেছে নিয়েছে সরকার।

মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকা সরকারকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ’যারা গায়ের জোরে, বিনা ভোটে, রাতের আঁধারে ডাকাতি করে; তারা মূলত জোর করে ক্ষমতায় রয়েছে। সেই স্বৈরাচারী সরকারের হাত থেকে এ দেশের মানুষকে রক্ষা করতে হবে।’

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ’এ সরকার পুরোপুরিভাবে আমলাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর, কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মূলত এটা সামরিক-বেসামরিক আমলাতন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। যার ফলে তারা যখন এসব কথাবার্তা বলে তখন আমাদের কাছে হাস্যকর মনে হয়, জনগণের কাছে হাস্যকার মনে হয়।’

এদিকে রাজধানীতে আলাদা আলাদা জায়গায় আওয়ামী লীগ নেতারা বলেন, হয়রানির জন্য নয়; নিউমার্কেটের সহিংসতায় উসকানি ছিল স্থানীয় বিএনপি নেতাদের।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকট কামরুল ইসলাম বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল বিএনপির নেতারা যারা আছেন, গণতান্ত্রিক আন্দোলন যারা করছেন, কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নয়; সেসব নেতাকর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কোনো সময়ই হেনস্তা করছে না।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় যারাই জড়িত থাক, সে যে দলেরই হোক তার বিচার হবে। তবে স্থানীয় বিএনপি নেতারা এ ঘটনায় ঘি ঢেলেছে।

বিএনপির আন্দোলন দমাতে সরকার পরিকল্পিতভাবে নিউমার্কেটের ঘটনা ঘটিয়েছে এমন অভিযোগ ভিত্তিহীন, কেননা সরকার বিএনপির আন্দোলনে ভয় পায় না বলেও জানান তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, সরকার চায় বিএনপি জনগণের ইস্যু নিয়ে গণতান্ত্রিক আন্দোলন করুক, সরকারের গঠনমূলক সমালোচনা করুক কিন্তু তাদের আন্দোলন যেন শুধু তারেক জিয়া-খালেদা জিয়াকেন্দ্রিক না হয়।

বিএনপির আন্দোলন কোন্ ঈদের পর হবে তা দেখার জন্য অপেক্ষা করছে সরকার। সরকারের বিরুদ্ধে আন্দোলন করার সক্ষমতা বিএনপির আছে কি না, তা দেশবাসী দেখতে চায় বলেও জানান তিনি।

বিএনপির আন্দোলন করার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ নেতারা বলেন, এখন যত কথাই বলুক; শেখ হাসিনা সরকারের অধীনেই নির্বাচনে আসবে দলটি।

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনাকে ফেরত না দেয়া হলে সেটা ভারতের প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন : আইন উপদেষ্টা

গণহত্যার দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে সেটিবিস্তারিত পড়ুন

সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) চার দিনব্যাপী সম্মেলনে অংশগ্রহণ করতে সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছেছেনবিস্তারিত পড়ুন

মেধাবী, সৎ, ভালো ও আদর্শবানদের দলের সামনে নিয়ে আসতে হবে: তারেক রহমান

সদস্য পদ নবায়নে মেধাবী ও ভালো মানুষের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপিরবিস্তারিত পড়ুন

  • ছয় সংস্কার কমিশনের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো
  • গর্ভবতী-সন্তানসহ নারীরাও গুমের শিকার হয়েছিলেন : গুম সংক্রান্ত তদন্ত কমিশন
  • বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান
  • অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের
  • জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ: সিইসি
  • পাল্টে যাচ্ছে পুলিশ, র‌্যাব, আনসারের পোশাক
  • সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহারের অনুমতি পেলো বিজিবি
  • হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা ঢাকার শাহজালাল বিমানবন্দরের
  • ট্রাম্পকে শুভকামনা জানালেন প্রধান উপদেষ্টা
  • বঞ্চিত উপসচিবরা পদোন্নতি পাচ্ছেন
  • ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার
  • মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সেই ১৯৩ জনের ফল স্থগিত