শনিবার, মে ৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রূপগঞ্জে বসুন্ধরা গ্রুপের পক্ষে ৭ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ৭ হাজার দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র। শুক্রবার সারা দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নগরপাড়া, কামসাইর, ভোলাব, তারাব, দাউদপুর, মুড়াপাড়া, চনপাড়া, পূর্বগ্রাম, ইছাখালী, নাওড়াসহ বিভিন্ন এলাকায় এ বিতরণ করা হয় শীতবস্ত্র।

রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় শুক্রবার এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গরিব মানুষের মুখে হাসি ফুটেছে শীতবস্ত্র পেয়ে।

শীতবস্ত্র নিতে আসা ৬৫ বছরের বৃদ্ধ হরিসুনা বলেন, ‘আমার সংসারে অভাব-অনটন লাইগা আছে। কয়দিন পরে পরেই বসুন্ধরা গ্রুপের কাছ থেকে খাবার পাই। তা দিয়ে আমার দিন চলে যায়। এখন আবার আমাদের শীতবস্ত্র দিছে।

আল্লাহ তাগো মঙ্গল করুক। ’
শীতবস্ত্র পাওয়া মনির মিয়া বলেন, ‘বসুন্ধরা গ্রুপের মালিককে আল্লাহতালা আরও দেক। এই গ্রুপ যাতে আরও বড় হয়, সেই দোয়াই করি। ’

এ প্রসঙ্গে রংধনু গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. রফিকুল ইসলাম বলেন, ‘বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমকে স্বাগত জানাই।

করোনাকালেও দেশের বিভিন্ন এলাকায় বসুন্ধরা গ্রুপের উদ্যোগে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। বেশি উপকৃত হয়েছেন রূপগঞ্জ এলাকার মানুষ। অতীতে ছিল, বর্তমানে আছে, আশা করি ভবিষ্যতেও দেশের বৃহত্তর এই শিল্প গ্রুপটি গরিব ও অসহায় মানুষের পাশে থাকবে। আমরাও তাদের সঙ্গে আছি। ’

তিনি জানান, তার প্রতিষ্ঠান রংধনু গ্রুপও অসহায় মানুষের পাশে আছে।

তিনি দেশের বিত্তবান, শিল্পপতি ও ব্যবসায়ীদের সবাইকে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এবং দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার বলেন, ‘করোনার সময় বসুন্ধরা গ্রুপ সারা রূপগঞ্জে ব্যাপক ভূমিকা রেখেছে। নিরীহ ও সাধারণ মানুষকে খাদ্যসামগ্রী, কাপড় বিতরণ করে ও অর্থ দিয়ে সহযোগিতা করেছে। তাদের এ সহযোগিতা সব সময় অব্যাহত রয়েছে। দেশে কোনো দুর্যোগ হলে বসুন্ধরা গ্রুপ সহযোগিতা করে থাকে। ’

শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক করিম পাঠান, ব্যবসায়ী রাজু হাসান আলেক, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, আলী আজগর, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি জ্যোৎস্না মহিউদ্দিন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন, ইমান আলী, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ, কায়েতপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার, ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক সাহিদা আক্তার, তারাব পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিনা আকতার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

এসএসসি পরীক্ষার ফল ১২ মে

প্রতীক্ষার প্রহর গোনা শেষ হচ্ছে মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থীদের।বিস্তারিত পড়ুন

বিএনপি নেতারা বেগম জিয়ার আইনি পথে ব্যর্থ, রাজপথে আন্দোলনেও ব্যর্থ : ওবায়দুল কাদের

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য দলটির নেতাকর্মীরা একটা বিক্ষোভ মিছিল পর্যন্তবিস্তারিত পড়ুন

১০ টাকায় টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

সাধারণ রোগীদের মতোই লাইনে দাঁড়িয়ে ১০ টাকা দিয়ে টিকিট কেটে রাজধানীর জাতীয়বিস্তারিত পড়ুন

  • গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
  • শনিবারও বন্ধ থাকবে যেসব জেলার স্কুল-কলেজ
  • মিডিয়ার স্বাধীনতা নিয়ে বিবিসি’র বিশেষ প্রতিবেদনে যা বলা হলো
  • রিটেইল ব্যাংকিং সেবা সহজ করতে প্রাইম ব্যাংক-হিসাবী’র অংশীদারিত্ব
  • সংসদ অধিবেশন শুরু, প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীদের প্রতি ৯৪০ প্রশ্ন
  • মাধ্যমিক শনিবার, প্রাথমিক বিদ্যালয় রোববার খুলছে
  • সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই
  • এলপি গ্যাসের দাম কমলো
  • বাংলাদেশের পুলিশ এখন আমেরিকার স্টাইলে আন্দোলন দমন করতে পারে: প্রধানমন্ত্রী
  • রাতের আঁধারে লাশ দাফন করতেন মিল্টন, বানিয়েছেন ৯০০ মৃত্যুসনদ
  • ‘সমুদ্র সৈকতে বিনিয়োগ করতে চাইলে থাইল্যান্ডকে জায়গা দেওয়া হবে’
  • আলোচিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এবার জাল মৃত্যুসনদের মামলা