রবিবার, এপ্রিল ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাইখ মুহাম্মাদ যাকারিয়া আল-কান্দাহলভী রহমাতুল্লাহ আলাইহি : ইলমুল হাদীসে তাঁর অবদান

শাইখ মুহাম্মাদ যাকারিয়া আল-কান্দাহলভী রহমাতুল্লাহ আলাইহি : ইলমুল হাদীসে তাঁর অবদান

প্রফেসর ড. সৈয়দ মাকসূদুর রহমান
চেয়ারম্যান
আল হাদীস এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
বাংলাদেশ।

ভূমিকা: (introduction)

উনবিংশ শতাব্দীর প্রথম দিকে পাক ভারত উপমহাদেশে যে সকল মুহাদদ্দিস বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন শাইখ মুমুহাম্মাদ যাকারিয়া আল -কান্দুলভী রাহমাতুল্লাহ তাদের মধ্যে অন্যতম। তিনি শাইখ রশিদ আহম্মদ গাংগুহী ও খলীল আহম্মদ সাহারানপুরী দ্বারা প্রভাবিত হয়েছেন।তিনি দীর্ঘ ৮২বছর বয়স পর্যন্ত ইলমুল হাদীসের অনেক গুরুত্বপূর্ণ
খেদমত করার সুযোগ পেয়েছেন।
মুহাম্মাদ যাকারিয়া ইবনে মুহাম্মাদ ইয়াযদি সিদ্দিকী কান্দুলভী সাহারানপুরী ইবনে মুসাম্মাদ ইয়াহিয়া আ:-সিদ্দিকী আল-কান্দুলভী শাইখুল হাদীস” এবং তাবলিগী জামাতের সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচিত, তাঁর চাচা মাওলানা মুহাম্মদ ইলিয়াস প্রতিষ্ঠিত মিশনারি ও সংস্কার আন্দোলন তাকে প্রভাবিত করেছে। মূল কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর আর কোন নবী আসবে না। আলিমদের সে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন,
يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞানপ্রাপ্ত, আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দিবেন। আল্লাহ খবর রাখেন যা কিছু তোমরা কর।
(সুরা আল মুজাদালাহ-১১)
আল্লাহ তাআলা ইরশাদ করেন,

وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ لَوْ يُطِيعُكُمْ فِي كَثِيرٍ مِّنَ الْأَمْرِ لَعَنِتُّمْ وَلَكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُوْلَئِكَ هُمُ الرَّاشِدُونَ
তোমরা জেনে রাখ তোমাদের মধ্যে আল্লাহর রসূল রয়েছেন। তিনি যদি অনেক বিষয়ে তোমাদের আবদার মেনে নেন, তবে তোমরাই কষ্ট পাবে। কিন্তু আল্লাহ তোমাদের অন্তরে ঈমানের মহব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তা হৃদয়গ্রাহী করে দিয়েছেন। পক্ষান্তরে কুফর, পাপাচার ও নাফরমানীর প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। তারাই সৎপথ অবলম্বনকারী।
[ সুরা হুজুরাত ৪৯:৭)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,

فالحديث المشار إليه رواه الحاكم في المستدرك على الصحيحين بلفظ: إن الله قسم بينكم أخلاقكم كما قسم بينكم أرزاقكم، وإن الله يعطي الدنيا من يحب ومن لا يحب، ولا يعطي الإيمان إلا من يحب
এই হাদীস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসা শুধুমাত্র তাকে ঈমান দান করেন। আলোচ্য প্রবেন্ধ শাইখুল হাদীস মুহাম্মদ যাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি জীবনী এবং বিভিন্ন বিষয়ে গ্রন্থ রচনা ও গবেষণার কাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে।

নাম ও পরিচিতি
(Name and contact)নাম:মুহাম্মদ

ইমামুল হাদীস ফিল হিন্দ, আলিম ,ফকীহও মুফাসসির শাইখুল হাদীস ইসলামী বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় হাদীসের পন্ডিত মুখাগ্নি হিসেবে প্রসিদ্ধ।
মুহাম্মাদ যাকারিয়া আল-কান্দাহলভী বংশধারা হলো- মুহাম্মদ যাকারিয়া বিন শাইখ মুহাম্মদ ইয়াহইয়া বিন শাইখ ইসমাইল আল-কান্দাহলাভি আল-মাদানী, রাহমাতুল্লাহ আলাইহিমযাকারিয়া,উপাধি:শাইখুল হাদীস,জায়গার সাথে সম্পর্কিত হয়ে আল-কান্দাহলভী

জন্ম গ্রহণ (His birth)

তিনি ২ ফেব্রুয়ারী ১৮৯৮ সালে মুতাবেক ১৩১৫ হিজরী রমজান মাসে১১তারিখ রাতের বেলায় ভারতের কান্দাহল নামক স্থানে জন্মগ্রহণ করেন। কান্ডাহলা যা দাহলির নিকটে মোজাফফরনগর অন্যতম এমন একটি পরিবারে যা ইলমও দ্বীনের দিক থেকে প্রাচীন ও প্রসিদ্ধ ছিল।

তাঁর শিক্ষা জীবন((His Educational Leif)

শাযইখ যাকারিয়া ১৮৯৮ সালে কান্ধলায় জন্মগ্রহণ করেন।, তাঁর পিতা মাওলানা মুহাম্মদ করেছিলেন অ একজন খ্যাতিমান আলিম ছিলেন। তিনি দশ বছর গঙ্গোহে শহরে অবস্থান করেন। সেখানে তিনি তাঁর বাবার মাদ্রাসায় ভর্তি হন। ১৯১০ সালে তিনি সাহারপুরে চলে আসেন। দারুল উলূম দেওবন্দের মানহাজে পরিচালিত মাজাহিরুল উলূম সাহারানপুরে পড়াশোনা করেন।

তিনি তাঁর পিতার কাছ থেকে এবং খলিল আহমদ সাহারানপুরীর কাছ থেকে হাদীসের জ্ঞান অর্জন করেন। ১৯১৫ সালে ১৭ বছর বয়সে দাওরা হাদীস সম্পন্ন করেন তারপর তিনি স্কুলে শিক্ষক হিসাবে যোগদান করেন।
জাকারিয়া ছিলেন চিশতী নাসিরিয়া -ইমদাদী তররীকার বিশিষ্ট সূফী। তিনি মাওলানা সাহারানপুরীর খলিফাহ (আধ্যাত্মিক উত্তরসূরি) ছিলেন। যিনি ১৯১৫ সালে সূফী তরীকার আমল করেন এবং ১৯২৫ সালে চারটি তারিকায় (চিশতিয়াহ, নকশবন্দিয়াহ, সোহরাওয়ারদিয়া এবং কাদরিয়াহ) অন্যকে দীক্ষা দেওয়ার অনুমতি প্রাপ্ত হন।

তাঁর উল্লেখযোগ্য শিক্ষক ও ছাত্রবৃন্দ (His famous Teachers students)

দীর্ঘ অধ্যাপনা জীবনে তাঁর অসংখ্য শিক্ষক ও ছাত্রদের মধ্যে অন্যতম হলেন-
*শায়খ খলীল আহমদ সাহারানপুরী
*শাইখ সৈয়দ আলী হাসান আন নদবী
শাইখ রশীদ আহমদ গাংগুহী এ ছাড়া অসংখ্য শিক্ষকের নিকট ইলম অর্জন করেন। অন্যদিকে তাঁর প্রসিদ্ধ ছাত্রবৃন্দ
*মুহাম্মদ ইউনূস জৌনপুরী

*ইউসুফ মোতালা

* মুফতী তাকী উসমানী শায়খের নিকট হাদীসের সনদ পেয়েছেন

কর্ম জীবন (His working life)

তিনি ১৯১৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ৫৩ বছর মাজাহিরুল উলূম সাহারানপুরে অধ্যাপনা করেন। হাদীসের ক্ষেত্রে তাঁর বিস্তৃত জ্ঞানের জন্য তাঁর শায়খ মাওলানা খলীল আহমদ সাহারনপুরী তাঁর দেওয়া উপাধি “শায়খুল হাদীস” উপাধিতে সুপরিচিত হন।
তারপর তিনি আধ্যাত্মিক প্রশিক্ষণের দিকে মনোনিবেশ করেন।তিনি জীবনের শেষদিকে মদিনায় আসেন। তিনি সৌদি নাগরিকত্ব অর্জন করেন।
তিনি মুসলিম রাষ্ট্র ভ্রমণ করেন। অবশেষে তিনি মদীনায় এসে মৃত্যুবরণ করেন এবং বাকীত তাঁকে দাফন করা হয়।

পারিবারিক জীবন (His Femily life)

মুহাম্মদ মাকারিয়া কান্দুলভী দু’বার বিয়ে করেছিলেন। তিনি প্রথমে কান্ধলায় শাইখ রউফ উল হাসানের কন্যাকে বিবাহ করেন।
তাঁর আটটি সন্তান জন্মগ্রহণ করেছিলেন: তিন ছেলে ও পাঁচ কন্যা। তিনি ১৩৫৩ হিজরিতে ১৯৩৯ এর ফেব্রুয়ারীর ৫ তারিখে মারা যান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

কলারোয়ায় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাকবিস্তারিত পড়ুন

কলারোয়ার সোনাবাড়িয়া এসএসসি কেন্দ্রে দুই শিক্ষক ও এক পরীক্ষার্থী বহিষ্কার

সাতক্ষীরার কলারোয়ায় ৩৭২ নম্বর কেন্দ্র সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে দুইজন শিক্ষক ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী বহিষ্কার, কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি

সাতক্ষীরার শ্যামনগরে চলমান দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১১ পরীক্ষার্থীকে বহিষ্কার করাবিস্তারিত পড়ুন

  • ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা
  • বাংলা সনের প্রবর্তন ও প্রচলন
  • শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিন সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরীক্ষা
  • শার্শায় মাদ্রাসায় ছাত্রীদের শোবার ঘরে সিসি ক্যামেরা, শিক্ষকের কক্ষে মনিটর!
  • ৬০ দিনের মধ্যেই এসএসসি পরীক্ষার ফল : শিক্ষা উপদেষ্টা
  • এইচএসসির ফরম পূরণের সময় বাড়লো
  • নববর্ষের শোভাযাত্রায় বাঙালি ছাড়াও ২৭ জাতিগোষ্ঠী অংশগ্রহণ করবে
  • কলারোয়ায় দাখিল পরীক্ষার কক্ষ পরিদর্শকদের প্রস্তুতি মূলক সভা
  • আশাশুনিতে ‘পাঞ্জেরী গাইড’ পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ
  • কলারোয়ায় এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নকরণে কর্মশালা
  • কী অদ্ভুত সুন্দর রাজনৈতিক সংস্কৃতি ছিল আমাদের!
  • এপ্রিলেই স্কুল ফিডিংয়ের আওতায় আসছে প্রাথমিকের শিক্ষার্থীরা