বুধবার, জুন ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী ও আলোচনা সভা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে শহরের ইটাগাছা তিতুমীর কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা বিএনপির আয়োজনে এবং জিয়া স্মৃতি পাঠাগারের ব্যবস্থাপনায় এ বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পৌর বিএনপির আহবায়ক মো. শের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম।

মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী।

আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা মহিলা দলের আহ্বায়ক ফরিদা আক্তার বিউটি, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য রমিজ উদ্দিন, সাবেক ছাত্রদলনেতা সাদিক।

উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এবাদুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন সিদ্দিকী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সিনিয়র সহ-সভাপতি মিলন সিকদার, জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন, সদস্য সচিব রবিউল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা তাঁতীদলের আহবায়ক হাসান শাহরিয়ার রিপন, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, জেলা জাসাসের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ন আহবায়ক মাহমুদুল ইসলাম, এম এ রাজ্জাক, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম, যুগ্ম আহবায়ক আল আমিন, পৌর বিএনপির সদস্য ইসমাইল বাবু, পৌর যুবদলনেতা সাইফুল্লাহ আল কাফি।

এসময় পৌর ও সদর উপজেলা বিএনপি, জেলা বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। তিনি দেশকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার আদর্শ বুকে ধারণ করে আগামীর আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক এড. নুরুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা

জুলফিকার আলী,কলারোয়া: কলারোয়া উপজেলায় কমিউনিটি পর্যায়ে, শিশু পাচার, বাল্যবিবাহ, নিরাপদ অভিবাসনসহ অনলাইনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো ইজিবাইক, আহত ৫

জুলফিকার আলী, কলারোয়া কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৫ জন আহত হয়েছে। আহতদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় শিশু সহ ৫ জন আহত

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়া উপজেলায় কমিউনিটি পর্যায়ে, শিশু পাচার, বাল্যবিবাহ, নিরাপদ অভিবাসনসহ অনলাইন প্লাটফরমবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা
  • কলারোয়ায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা
  • ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সাতক্ষীরার ৩ ছাত্রনেতা
  • কলারোয়ায় আবারো দেখা মিললো রাসেলস ভাইপার সাপ!
  • কলারোয়ায় দুম্বার গোস্ত দিয়ে ১৪ গ্রামের বয়স্কদের খাওয়ালেন ইউপি চেয়ারম্যান
  • কলারোয়ায় কিশোরীর ঝু*ল*ন্ত লা*শ উদ্ধার
  • বৃষ্টিস্নাত বিকেলে কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার শাকদাহ্ কেএমআইএস কলেজে ফুটবল টুর্নামেন্টে মাহী দল চ্যাম্পিয়ন
  • বঙ্গবন্ধুর নামে পশু কুরবানি দিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ ফিরোজ আহম্মেদ স্বপন (এমপি)
  • কলারোয়ার ধানদিয়া বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠিত
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় ঈদ পূর্ণ মিলনী ও এ+ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
  • কলারোয়ার ধানদিয়া বেগম খালেদাজিয়া মহাবিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠান