রবিবার, অক্টোবর ১২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষিকাকে লাঞ্ছিত : অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে মব সৃষ্টি করে ম্যানেজিং কমিটির সভাপতির স্বহস্তে লেখা পদত্যাগ পত্র হামলা করে ছিড়ে ফেলাকে কেন্দ্র করে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নিগ্রহের শিকার হওয়ার ঘটনার অভিযোগের প্রাথমিক তদন্ত করা হয়েছে এবং এঘটনায় অভিযোগের সাক্ষীসহ উপস্থিত বিদ্যালয়ের শিক্ষকদের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সাক্ষী ও শিক্ষকদের সাক্ষগ্রহণে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা সুলতানা ও শিক্ষক কবির আহমেদ এর বিরুদ্ধে মব সৃষ্টি করা এবং হামলা করে বিদ্যালয়ের সভাপতির পদত্যাগ পত্র ছিড়ে ফেলার ঘটনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) অভিযোগের প্রাথমিক তদন্ত করেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন। মব সৃষ্টি করে হামলা ও নিগ্রহের শিকার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাজমুল লায়লাা অভিযোগে উল্লেখ করেছেন যে, গত ইংরেজি ১১/০৯/২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকালে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে ম্যানেজিং কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশা অনুযায়ী কোন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তি সভাপতি থাকতে পারবেনা বিধায় ঐ সভায় ম্যানেজিং কমিটির সভাপতি পদ থেকে পদত্যাগ করতে স্বহস্তে লেখা একটি পদত্যাগ পত্র উপস্থিত সকল শিক্ষকের সামনে পড়ে শোনান। পরে পদত্যাগ পত্রটি আমার হাতে দিয়ে চলে যান। আমি তাকে পদত্যাগ না করতে বলি এবং আমি প্রধান শিক্ষকের রুম থেকে তার পিছু নেয় এবং তাকে ডাকতে থাকি। কিন্তু তিনি পিছনে ফিরে তাকাননি। এমতাবস্থায় বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা সুলতানা উস্কানীদাতা শিক্ষক কবির আহমেদ এর নির্দেশে পূর্বপরিকল্পিতভাবে আমাকে পিছন দিক থেকে আক্রমণ করে চেপে ধরে এবং আমার দুই হাত মুচড়ে দিয়ে পদত্যাগ পত্রটি ছিনিয়ে নিতে চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে বিদ্যালয়ের পুরুষ শিক্ষক কবির আহমেদ সজোরে আমার হাত থেকে লিখিত পদত্যাগ পত্রটি কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে।

এ সময় আমি শিক্ষিকা নাজমা সুলতানা ও কবির আহমেদ গণের আক্রমণ হতে পরিত্রান পেতে চেষ্টা করি। কিন্তু তাদের আক্রমণে আমার চশমা ভেঙ্গে যায়। কোন মতে তাদের হাত থেকে ছাড়া পেয়ে সভাপতির উদ্দেশ্যে যেতে থাকি। কিন্তু তার কাছে পৌঁছাতে পারিনি। পরে সভাপতির মোবাইলে প্রতিকার চেয়ে ফোন করি। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। আমি এ সময় নিরাপত্তাহীনতার কারণে অসুস্থতা অনুভব করি। বিদ্যালয়ের জল্লাদ শিক্ষিকা নাজমা সুলতানা ও হিং¯্র প্রকৃতির শিক্ষক কবির আহমেদ বিদ্যালয়ে সবার সামনে আমাকে লাঞ্ছিত করেছে। এ সময় বিদ্যালয়ের আর এক শিক্ষক এম এম নওরোজ সভাপতির পদত্যাগ বিষয়ে আমাকে দায়ী করে খারাপ ভাষায় কটুক্তি করে। যা খুবই নিন্দনীয়। বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা সুলতানা ও শিক্ষক এম এম নওরোজ সভাপতি পদত্যাগকে কেন্দ্র করে তার পক্ষ নিয়ে আমার সাথে যে সহিংস ও অমানবিক আচরণ করেছেন। এবিষয়ে ঐ মব সৃষ্টিকারী বিদ্যালয়ের ষড়যন্ত্রকারী দোষী শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত বিচার করে দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন সিনিয়র শিক্ষিকা নাজমুল লায়লা।

এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন বলেন, আমি অভিযোগের সাক্ষী ও শিক্ষকদের সাক্ষ্যগ্রহণ শেষে ঐ তিন জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছি। তবে অভিযুক্ত ২জন শিক্ষক একজন ঢাকাতে অবস্থান করছেন আর একজন অসুস্থ্য। এজন্য তাদের বক্তব্য নেওয়ার পর তদন্ত প্রতিবেদন জমা দেবো জেলা অফিসে।

এব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি তাজকিন আহমেদ চিশতির মোবাইলে ফোন দিলে তার ব্যবহারিত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ অভিযোগ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী বলেন, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতির স্বহস্তে লেখা পদত্যাগ পত্র হামলা করে ছিড়ে ফেলাকে কেন্দ্র করে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নিগ্রহের শিকার হওয়ার ঘটনার অভিযোগের প্রাথমিক তদন্ত হয়েছে এবং এঘটনায় অভিযোগের সাক্ষীসহ উপস্থিত বিদ্যালয়ের শিক্ষকদের সাক্ষ্যগ্রহণ করেছেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লিখিত পদত্যাগ পত্র প্রধান শিক্ষকের হাতে না দিয়ে সহকারি সিনিয়র শিক্ষিকার হাতে দিলেন এবং শিক্ষিকা নাজমা সুলতানা এবং শিক্ষক কবির আহমেদ পূর্বপরিকল্পিতভাবে হামলা করে পদত্যাগ পত্র ছিড়ে ফেলা বিশাল একটি গভীর ষড়যন্ত্র। ঐ অভিযুক্ত শিক্ষকদের ষড়যন্ত্রের কারণে বিদ্যালয়ের ফলাফল ও সুনাম নষ্ট হচ্ছে। তারা বিদ্যালয়ের কোন নিয়ম-নীতি মানছেনা এবং অশান্তি সৃষ্টি করছে। যা অজানা এক ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক—কর্মচারীদের ৫০ শতাংশ বাড়ি ভাড়া, ১০০ শতাংশ উৎসব ভাতা,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে জেলা সক্রিয় কর্মীদের) প্রশিক্ষণ

মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের সহায়তা প্রদান এবং পাচার প্রতিরোধবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ে অনুষ্ঠিত ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসাবিস্তারিত পড়ুন

  • মেহেরপুরের ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপু সাতক্ষীরায় আটক
  • তালায় সুপারি বাগানে মিললো বৈদ্য নাথের মরদেহ
  • সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও ক্ষতি হ্রাসে করণীয় বিষয়ক সভা
  • সাতক্ষীরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন জোরদারকরণে কর্মশালা
  • কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ফুটবল টুর্নামেন্টের সেমিতে শ্যামনগর
  • সাতক্ষীরায় চিংড়ি সম্পদের বিকাশে প্রতিবন্ধকতা দূরীকরণ ও সম্ভাবনার দ্বার উন্মোচনে মতবিনিময়
  • সাতক্ষীরায় কনজ্যুমার ইলেকট্রনিক ও রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন কোর্স উদ্বোধন
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • শোভনালীতে উন্নয়ন সংস্থার আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন
  • ডি.বি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা
  • সরকারি মাধ্যমিক শিক্ষকদের ৫ দফা দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন