বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৯৫ জন অধ্যক্ষের পদ ৪র্থ গ্রেড থেকে ৩য় গ্রেডে উন্নীত

৯৫ জন সরকারি কলেজের অধ্যক্ষের পদকে ৪র্থ গ্রেড থেকে তৃতীয় গ্রেডে উন্নীত করা হয়েছে। ইতোপূর্বে শিক্ষা ক্যাডারে ৩য় গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ ছিল না।

রবিবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এর অনুমোদন দেয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য বি.সি.এস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপকের বিদ্যমান পদটি ৪র্থ গ্রেডের এবং সিলেকশন গ্রেডের মাধ্যমে ৩য় গ্রেডে যাওয়ার সুযোগ ছিল না। সরকারি কলেজসমূহের মধ্যে অর্নাস এবং অনার্স-মার্স্টাস কলেজের বিভাগীয় প্রধানের পদটিও ৪র্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার, আবার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদটিও ৪র্থ গ্রেডের অধ্যাপক পদমর্যাদার। তাই প্রশাসনিক ভারসাম্য আনয়ন ও শৃঙ্খলার স্বার্থে বিভাগীয় শহরের ০৯টি কলেজ ও অন্যান্য জেলার ৮৬টি কলেজ মোট ৯৫ (পঁচানব্বই) টি কলেজের অধ্যক্ষ পদের বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৪র্থ গ্রেড থেকে ৩য় গ্রেডে উন্নীত করা হয়েছে।

ক্রমিক নং বিভাগীয় শহরের ৯টি কলেজ
পদের নাম কলেজের নাম
1. অধ্যক্ষ ঢাকা কলেজ, ঢাকা।
2. অধ্যক্ষ ইডেন মহিলা কলেজ, ঢাকা।
3. অধ্যক্ষ আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ।
4. অধ্যক্ষ চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।
5. অধ্যক্ষ এমসি কলেজ, সিলেট।
6. অধ্যক্ষ রাজশাহী কলেজ, রাজশাহী।
7. অধ্যক্ষ কারমাইকেল কলেজ, রংপুর।
8. অধ্যক্ষ সরকারি বিএল কলেজ, খুলনা।
9. অধ্যক্ষ সরকারি বিএম কলেজ, বরিশাল।

অন্যান্য জেলার ৮৬টি কলেজ
ক্রমিক নং পদের নাম কলেজের নাম
1. অধ্যক্ষ সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।
2. অধ্যক্ষ কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা।
3. অধ্যক্ষ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা
4. অধ্যক্ষ সরকারি বাঙলা কলেজ, মিরপুর, ঢাকা
5. অধ্যক্ষ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা
6. অধ্যক্ষ সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ
7. অধ্যক্ষ সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ
8. অধ্যক্ষ সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ
9. অধ্যক্ষ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর
10. অধ্যক্ষ টংগী সরকারি কলেজ, গাজীপুর
11. অধ্যক্ষ নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী
12. অধ্যক্ষ সরকারি শহীদ আসাদ কলেজ, শিবপুর, নরসিংদী
13. অধ্যক্ষ রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী


ক্রমিক নং পদের নাম কলেজের নাম
14. অধ্যক্ষ সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর
15. অধ্যক্ষ সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর
16. অধ্যক্ষ সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ
17. অধ্যক্ষ শরীয়তপুর সরকারি কলেজ শরীয়তপুর
18. অধ্যক্ষ সরকারি নাজিমউদ্দীন কলেজ, মাদারীপুর
19. অধ্যক্ষ গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ
20. অধ্যক্ষ কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, কিশোরগঞ্জ
21. অধ্যক্ষ মমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ
22. অধ্যক্ষ নেত্রকোণা সরকারি কলেজ, নেত্রকোনা
23. অধ্যক্ষ সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর
24. অধ্যক্ষ শেরপুর সরকারি কলেজ, শেরপুর
25. অধ্যক্ষ সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইল
26. অধ্যক্ষ সরকারি এম এম আলী কলেজ, টাঙ্গাইল
27. অধ্যক্ষ কুমুদিনী সরকারি মহিলা কলেজ, টাঙ্গাইল
28. অধ্যক্ষ বরিশাল সরকারি মহিলা কলেজ, বরিশাল
29. অধ্যক্ষ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল
30. অধ্যক্ষ সরকারি সোহরাওয়ারর্দি কলেজ,পিরোপপুর
31. অধ্যক্ষ ভোলা সরকারি কলেজ, ভোলা
32. অধ্যক্ষ পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী
33. অধ্যক্ষ রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী
34. অধ্যক্ষ রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী
35. অধ্যক্ষ নিউ গভঃ ডিগ্রি কলেজ, রাজশাহী
36. অধ্যক্ষ নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ
37. অধ্যক্ষ নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ
38. অধ্যক্ষ সাপাহার সরকারি কলেজ, সাপাহার, নওগাঁ
39. অধ্যক্ষ নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ, নাটোর
40. অধ্যক্ষ সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
41. অধ্যক্ষ সরকারি শাহ সুলতান কলেজ, সদর, বগুড়া
42. অধ্যক্ষ জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট
43. অধ্যক্ষ সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা
44. অধ্যক্ষ ঈশ্বরদী সরকারি কলেজ, পাবনা
45. অধ্যক্ষ শহীদ বুলবুল সরকারি কলেজ, পাবনা
46. অধ্যক্ষ সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ
47. অধ্যক্ষ ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ
48. অধ্যক্ষ সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
49. অধ্যক্ষ রংপুর সরকারি কলেজ, রংপুর
50. অধ্যক্ষ গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা
51. অধ্যক্ষ কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম
52. অধ্যক্ষ নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী

ক্রমিক নং পদের নাম কলেজের নাম
53. অধ্যক্ষ লালমনিরহাট সরকারি কলেজ, লালমনিরহাট
54. অধ্যক্ষ দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
55. অধ্যক্ষ ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও
56. অধ্যক্ষ খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা
57. অধ্যক্ষ সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুলনা
58. অধ্যক্ষ সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, খুলনা
59. অধ্যক্ষ যশোর সরকারি সিটি কলেজ, যশোর
60. অধ্যক্ষ সরকারি এম এম কলেজ, যশোর
61. অধ্যক্ষ নড়াইল সরকারি ভিক্টেোরিয়া কলেজ, নড়াইল
62. অধ্যক্ষ সরকারি কে.সি. কলেজ, ঝিনাইদহ
63. অধ্যক্ষ সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দি কলেজ, মাগুরা
64. অধ্যক্ষ কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া
65. অধ্যক্ষ চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা
66. অধ্যক্ষ সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা
67. অধ্যক্ষ সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা
68. অধ্যক্ষ সরকারি পি.সি. কলেজ, বাগেরহাট
69. অধ্যক্ষ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম
70. অধ্যক্ষ সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
71. অধ্যক্ষ পটিয়া সরকারি কলেজ, পটিয়া, চট্টগ্রাম
72. অধ্যক্ষ কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার
73. অধ্যক্ষ রাঙ্গামাটি সরকারি কলেজ, রাঙ্গামাটি
74. অধ্যক্ষ খাগড়াছড়ি সরকারি কলেজ, খাগড়াছড়ি
75. অধ্যক্ষ বান্দরবান সরকারি কলেজ, বান্দরবান
76. অধ্যক্ষ নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী
77. অধ্যক্ষ চৌমুহনী সরকারি এসএ কলেজ, চৌমুহনী, নোয়াখালী
78. অধ্যক্ষ ফেনী সরকারি কলেজ, ফেনী
79. অধ্যক্ষ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা
80. অধ্যক্ষ কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা
81. অধ্যক্ষ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া
82. অধ্যক্ষ চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর
83. অধ্যক্ষ লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর
84. অধ্যক্ষ বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ
85. অধ্যক্ষ মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার
86. অধ্যক্ষ সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ

তথ্যবিবরনী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাট হয়ে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ

অবশেষে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলের পয়েন্ট নির্ধারণ হয়েছে। কক্সবাজার পৌরসভার নুনিয়ারছরা বিআইডব্লিউটিএ ঘাটবিস্তারিত পড়ুন

যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি

নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেয়ারবিস্তারিত পড়ুন

শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন: অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান

শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন

  • সংখ্যালঘুদের দাবির প্রতি আমরা শ্রদ্ধাশীল, সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ : উপদেষ্টা নাহিদ
  • প্রধান সড়কে অটোরিকশা চলবে না: ডিএমপি কমিশনার
  • আইনজীবী হত্যায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন
  • ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি করছে ইসকন: হাসনাত
  • দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের গাড়িবহর
  • শে*খ হা*সিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে
  • তিন মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে: মির্জা ফখরুল
  • ৪৬তম বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশ, উত্তীর্ণ ২১৩৯৭
  • ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মার্কিন দূতাবাস থেকে বাসায় খালেদা জিয়া
  • উপজেলা নির্বাচনে বাদ যেতে পারে নারী ভাইস চেয়ারম্যান পদ
  • আইনজীবী হত্যার প্রতিবেদনে পুলিশের বক্তব্য নেয়নি রয়টার্স: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বড়পুকুরিয়া মামলায় খালেদা জিয়াসহ তিনজন খালাস