শনিবার, নভেম্বর ২, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাগর-রুনি হত্যা মামলার ‘তদন্তে ৫০ বছর লাগা’ নিয়ে বক্তব্য ‘ভিন্নভাবে’ উপস্থাপন করা হয়েছে

তদন্তে ৫০ বছর লাগার কথার ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার ‘তদন্তে ৫০ বছর লাগা’ নিয়ে তার বক্তব্য ‘ভিন্নভাবে’ উপস্থাপন করা হয়েছে।

আইনমন্ত্রীর ভাষ্য, গত বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে তিনি আসলে ‘সাগর-রুনি হত্যা মামলার প্রকৃত অপরাধী ধরা না পড়া পর্যন্ত তদন্ত চলবে’ বোঝাতে চেয়েছিলেন। আর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীকে ধরতে প্রয়োজনে ৫০ বছর লাগার কথাটি তিনি ‘আপেক্ষিক অর্থে’ বলেছিলেন।

শুক্রবার সকালে নিজের নির্বাচনি এলাকা আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের বক্তব্যের ব্যাখ্যা এসব ব্যাখ্যা দেন তিনি।

এ সময় আখাউড়া উপাজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক হাস্যরস করে সাংবাদিকদের বলেন, ‘আমার দুঃখ হয় এই কারণে যে, আপনাদের জন্য ভালো কথা বললেও সেটাকে আপনারা অন্যভাবে নেন। আমি বলেছি, যারা সত্যিকারের এই অপরাধটা করেছে, তাদেরকে ধরতে সব রকম চেষ্টা করেও যদি সময় লাগে এবং আমি আপেক্ষিকভাবে বলেছি যে, ৫০ বছরও যদি লাগে… কিন্তু যারা এই অপরাধ করেছে, এই খুনটা করেছে, তাদেরকে ধরার জন্য যত সময়ই লাগুক, তাদেরকে আমরা ধরব। এই কথা দিয়ে আপনারা মনে করেছেন যে ৫০ বছর লাগবে।’

এ রকম বিলম্বে অন্য কোনো মামলার তদন্তের নজির আছে কি না- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, পৃথিবীতে এরকম অনেক মামলা আছে। তিনি জানান, ৪২ বছর পরে যুক্তরাজ্য একটি খুনের মামলার আসামিদের ধরতে পেরেছে। যুক্তরাষ্ট্র কিছু দিন আগে ২৪ বছর পরে একটি খুনের মামলার রহস্য উদঘাটন করেছে।

এর আগে ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে আইনমন্ত্রী আনিসুল হক সকাল সোয়া দশটায় আখাউড়া রেলস্টেশনে পৌঁছান। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তিনি ২ দিনের সফরে নিজ নির্বাচনি এলাকায় গেছেন।

মন্ত্রী শুক্রবার বিকালে কসবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেন। পরদিন আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে একটি সেতু উদ্বোধন এবং দলীয় জনসভায় যোগ দেবেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ডিএইচএমএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে- বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসাবিস্তারিত পড়ুন

শীতের আগমনী বার্তায় কমতে শুরু করেছে সবজির দাম

দীর্ঘদিন নিত্যপণ্যের বাজারে চলছিল উত্তেজনা। এক পণ্যের দাম বাড়ার সাথে সাথে বাড়ছেবিস্তারিত পড়ুন

বাংলাদেশ ব্যাংকের জরুরি সতর্কতা জারি

ব্যাংকগুলোতে সাইবার আক্রমণের প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে জরুরি সতর্কতা জারি করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • হাসিনা সরকারের মন্ত্রিত্ব ছাড়তে চেয়েছিলেন জি এম কাদের
  • শেখ পরিবারের কারও রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই : তাজকন্যা শারমিন
  • চালের সরবরাহ স্থিতিশীল রাখতে শুল্ক প্রত্যাহার
  • আগামী কয়েক মাসে একাধিক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা ঢাকা সফর করবেন
  • আরো ৫ সংস্কার কমিশন গঠন করে গেজেট হচ্ছে
  • বিসিএস পরীক্ষায় ৪ বার অংশগ্রহণ করা যাবে
  • স্পিকারের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন আসিফ নজরুল
  • ট্রফি নিয়ে ছাদখোলা বাসে ভালোবাসায় সিক্ত সাফজয়ীরা
  • নির্বাচন ব্যবস্থা সংস্কারে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট মতামত নেবো : বদিউল আলম
  • ৬ মেডিকেল কলেজের নাম বদল, বাদ বঙ্গবন্ধু-হাসিনার নাম
  • তুরস্কে কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ
  • ফোকাস নির্বাচনের দিকে রাখুন: সরকারকে মির্জা ফখরুল