সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালিত
ডি.বি ইউনাইটেড হাইস্কুল: মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে দিবস-২০২৪ উপলক্ষে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে যথাযথ মর্যাদায় প্রভাত ফেরি, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়রি) সকালে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে প্রভাত ফেরির মধ্য দিয়ে শহিদ মিনারের শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিদ্যালয়ের মুহাম্মাদ হোসেন মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ।
মহান ২১ শে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আবুল হাসান, আকলিমা খাতুন, মহসীন উদ্দীন, মো. মুকুল হোসেন, রেহেনা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ফয়জুল হক বাবু, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, রামতনু মল্লিক, আল-মামুন, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হুমায়ুন কবির ও সিরাজুম মনিরা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু ও শহিদ পরিবার এবং জাতীয় চারনেতা ও মহান মুক্তিযুদ্ধে এবং ভাষার জন্য শহিদদের রুহের মাগফিরাত কামনা ও দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. মহসীন উদ্দীন। আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক রমেশ সরদার।
সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা: সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় যথাযথ মর্যাদায় প্রভাত ফেরি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে মাদ্রাসার অধ্যক্ষ’র অফিস রুমে আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।
মহান ২১শে ফেব্রæয়ারির তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী আলহাজ¦ শেখ তহিদুর রহমান ডাবলু, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান, সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী, প্রভাষক নুর আহম্মাদ, প্রভাষক মো. আনারুল ইসলাম, প্রভাষক মো. মনিরুল ইসলাম, প্রভাষক নাছির উদ্দীন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মো. তৈয়্যবুর রহমান, মো. আবুল বাসার, মো. মোমিন আলী, মো. মিজানুর রহমান, মো. শহিদুল্লাহ, মেহেরুন নাহার, সাজেদা খাতুন, এন.ইউ.এম সাইফুল আলম, মো. আব্দুল করিম, মো. আব্দুল হামিদ, মো. আমিনুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, কামরুজ্জামান, মো. সাইফুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. জাকারিয়া হোসাইন, মো. শামছুর রহমান, মোছা. সেলিনা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে ১৯৫২ সালের ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা ও দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী। এসময় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার প্রভাষক নাছির উদ্দীন।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি….আব্দুল গাফফার চৌধুরীর অমর এই গান গাইতে গাইতে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রভাতফেরিতে অংশগ্রহণের মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের একুশের কর্মসূচি শুরু হয়। ২১ ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্যে প্রভাতফেরি, বিদ্যালয়ের নিজস্ব শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রবন্ধ লেখাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভাসহ শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সকালে শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ প্রভাতফেরি সহকারে পুষ্পমাল্য অর্পণ করে। এসময়ে প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু, সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মতিউর রহমান, সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, শেখ মুস্তাফিজুর রহমান, শেখ মোবাশশেরুর রহমান, খান মকছুদুর রহমান, সহকারী শিক্ষক দিব্যেন্দু সরকারসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই বাদ্যযন্ত্র বাজিয়ে প্রভাতফেরির গানে কণ্ঠ দেন। এরপর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন হয়। এতে ছিল প্রবন্ধ লেখা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি। পরবর্তীতে শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। একুশের উপর ডকুমেন্টারি প্রদর্শনী হয়। একুশের শহিদদের আত্মার মাগফিরাত কামনায় ও দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোকপাত করেন প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু, সহকারী প্রধান শিক্ষকদ্বয়, সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, গাজী মোমিন উদ্দীন, জিএম আলতাফ হোসেন, শ্যামল কুমার দাশ, সহকারী শিক্ষক কমলেশ বিশ্বাস, শিক্ষার্থীদের মধ্যে সুদীপ্ত দেবনাথ, হুসাইন কবির, তাহমিদ রহমান, অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে শিক্ষার্থী সাবিত, গীতা পাঠ করে শ্রেয়ান মজুমদার। দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আবুল কালাম আযাদ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী আবু নাহিদ সাদী। একুশের কর্মসূচি পালনে ২০ ফেব্রæয়ারি জেলা সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত প্রবন্ধ লেখা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে: সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে উদ্যোগে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে একুশের প্রভাত ফেরিতে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ও কলেজের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে কলেজে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ভাষা শহীদের স্মরণে কলেজের হলরুমে সকাল ১০ টায় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। কলেজের অধ্যক্ষ মুহাম্মদ ফেরদৌস আরেফীন এর সভাপতিত্বে ও বাংলা বিভাগের ইন্সট্রাক্টর মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চীপ ইনস্ট্রাক্টর রঞ্জন কুমার সরকার, চীপ ইন্সট্রাক্টর ধর্মদাশ সরকার, চীপ ইন্সট্রাক্টর মো. মাহবুবুর রহমান, চীপ ইন্সট্রাক্টর (আরএসসি) মো. আব্দুল আলিম। এসময় উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর মো. আবুল কালাম আজাদ, ইন্সট্রাক্টর আসাদুজ্জামান, ইন্সট্রাক্টর রুদ্র চৌধুরি, ইন্সট্রাকটর মোস্তাকিন এজাজ প্রমুখ। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বাস আসর কলেজের মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কারিমা মাধ্যমিক বিদ্যালয় : সাতক্ষীরা কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী, প্রভাত ফেরী জ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রভাত ফেরী শেষে বিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আব্দুল আজিজ, যথা এসএম এনামুল হক, আব্দুল মালেক, রনজিত কুমার ঘোষ, আব্দুল হক। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাধবী রানী মন্ডল, মো. আবু সাঈদ,কৃষ্ণা চক্রবর্তী, মো. মফিজুল ইসলাম, তাহমিনা বিলকিসহ বিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়: তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রভাত ফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রভাতফেরির মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে শহিদ মিনারে শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম’র সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন, সহকারি শিক্ষক হরেন্দ্র নাথ সরকার, মঙ্গল কুমার, মোর্ত্তোজা আলম, অনিমেষ বাছাড়, রঘুনাথ সরকার, নাহিদা সুলতানা, কৃষ্ণা কিশোরী, আছিয়া খাতুন, মোস্তফা মাহফুজ, সোনিয়া আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে ১৯৫২ সালের ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা ও দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: ‘হে ভাষা সৈনিক তোমাদেরই তাজা রক্তের বিনিময়ে পেয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা’ সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ শের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, প্রভাত ফেরীতে বিদ্যালয় প্রাঙ্গনে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। বেলা ১২ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ, সিনিয়র শিক্ষক আনিসুর রহমান, মাও. মো. আবুল খায়ের, মো. আসাদুজ্জামান, মো. রবিউল ইসলাম, পলাশ কুমার সিংহ, বাবলু স্বর্ণকার, আব্বাস আলী, হাবিবুল্লাহ প্রমুখ। মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, কুরআন তেলাওয়াত, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, হামদ/ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবুল খায়ের। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেদায়েতুল্লাহ পলাশ। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)