সোমবার, জুলাই ১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও তার ভাই ইউপি সদস্য কারাগারে

সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল ফেরদৌস আলফা ও তার সহোদর পারুলিয়া ইউপি সদস্য আব্দুল আলীম কারাগারে গেছেন। স্বর্ণ চোরাচালানের মামলায় জামিন নামঞ্জুর করে খুলনা মহানগর দায়রা জজ আদালত রবিবার (২৩ জুন) তাদের দুইভাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তারা এখন খুলনা কারাগারে রয়েছেন।

খুলনার লবণচরা থানায় দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা এসআই প্রদীপ বৈদ্যসহ একাধিক পুলিশ কর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ এপ্রিল দুপুরে মাসুম বিল্লাহ নামের একজনকে ১২ পিস স্বর্ণের বারসহ আটক করে পুলিশ। ধৃত আসামির স্বীকারোক্তিতে জানা যায়, এই স্বর্ণের মূল মালিক আল ফেরদৌস আলফা ও তার সহোদর আব্দুল আলীম। এরা সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে। এছাড়া, আলফার শ্যালক আসাদুজ্জামান ওরফে মিলনও এই স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত। মিলন একই গ্রামের দাউদ আলী গাজীর ছেলে।
ওই কর্মকর্তা আরো বলেন, ধৃত মাসুমসহ চারজনের নামে থানায় স্বর্ণ চোরাচালানের মামলা হয়। মামলা নম্বর ১২। তারিখ -২০-০৪-২০২৪। এরপর দুই নম্বর আসামি আলফা ও তিন নম্বর আসামি আব্দুল আলীম মহামান্য হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন নেন। মহামান্য হাইকোর্ট তাদেরকে আট সপ্তাহের মধ্যে খুলনা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ অনুযায়ী আলফা ও আলিম রবিবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, পুলিশ সিডিএমএস পর্যালোচনা করে দেখেছেন, খুলনায় স্বর্ণ চোরাচালানের মামলা ছাড়াও আল ফেরদৌস আলফার নামে সাতক্ষীরা সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। মামলা নম্বর ৫৮। তারিখ-৩০ ডিসেম্বর ২০১৯ ও মাদকদ্রব্যের মামলা নম্বর ৮৬। তারিখ-২৬ নভেম্বর ২০২২। আর আলফার ভাই আব্দুল আলীমের নামে সাতক্ষীরা সদর থানায় বিডিআর সদস্য হত্যা মামলাসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলা চলমান রয়েছে। মামলা নম্বর ৫৮। তারিখ-৩০ ডিসেম্বর ২০১৯ ও মামলা নম্বর ৪৫। তারিখ-২০ নভেম্বর ২০০৯।

সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আল ফেরদৌস আলফা হেলিকপ্টার প্রতীক নিয়ে দেবহাটা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। আর তার ভাই আব্দুল আলীম একই উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ড সদস্য। আলফা ও আলিমের বিরুদ্ধে দীর্ঘদিনের চোরাচালানের অভিযোগ রয়েছে। একাধিকবার তারা জেলও খেটেছেন বলে স্থানীয় সূত্র জানায়।

একই রকম সংবাদ সমূহ

সংসদে নতুন অর্থবছরের বাজেট পাস

নতুন অর্থবছর শুরু হচ্ছে সোমবার (১ জুলাই)। নতুন অর্থ বছর অর্থাৎ আগামীবিস্তারিত পড়ুন

বাজেটোত্তর নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী

অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্রের উচ্চপদস্থবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম স্বপদে বহাল

অবশেষে সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কল্যান সমিতির পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা
  • আশাশুনিতে এইচএসসি ও আলিম পরীক্ষার্থী ৩০৫৯ জন
  • নড়াইলে প্রতারণার মামলায় প্রতারক কারাগারে
  • সাতক্ষীরা জেলা পরিষদের ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষনা
  • কেশবপুরে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে দোকানঘর ভাংচুরের অভিযোগ
  • নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
  • বলাডাঙ্গা ছয়ঘরিয়া দাখিল মাদরাসায় নিয়োগ বাণিজ্যের পায়তারা!
  • দেবহাটায় আনসার ভিডিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
  • সাতক্ষীরার কালিগঞ্জে সংবাদ সম্মেলন
  • আশাশুনির সাংবাদিক বাহবুল সাতক্ষীরা মেডিকেলে আইসিইউতে
  • আশাশুনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বড়দল ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরার আশাশুনিতে মানববন্ধন