বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতা চেয়ারম্যান উপনির্বাচনে নৌকার প্রার্থী মোরশেদ বিজয়ী

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স.ম মোরশেদ আলী (ভি.পি মোরশেদ) বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৬৮০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আব্দুর রউফ পেয়েছেন ৫৭৭৭ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের নিছার আলী পেয়েছেন ৭৬৪ভোট।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে মোরশেদ আলীকে নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

মনোরঞ্জন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, মোট ভোটার ছিলো ১৭৪৪৫। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৩৫৮৯জন। বিভিন্ন কারণে ভোট বাতিল হয়েছে ২৪৩টি। ফলে বৈধ ভোটের সংখ্যা ১৩৩৪৬টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৭৮ভাগ।

২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে বিরতীহীন ভাবে বিকাল ৫টা পর্যন্ত ওই ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোট গ্রহন চলে। আইন-শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন সম মোরশেদ। তিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুর রউফ কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি। অপর স্বতন্ত্র প্রার্থী নিছার আলী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। এ নির্বাচনে ওই তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে দিনভর ভোট কেন্দ্রে সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে ভোট দিয়েছেন ভোটাররা। নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে ভোটারদের ভিড় লক্ষ্যণীয় ছিলো, দুপুরের দিকে কিছুটা কম চোখে পড়লেও দুপুরের পর বেশ ভিড় লক্ষ্য করা যায়। ভোটারদের সতস্ফুর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এদিকে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মোতায়েন করা হয় পুলিশ, র‌্যাব, ডিবি, আনসার, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে ছিল একাধিক টিম। শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করণের সকল ব্যবস্থা গ্রহন করে প্রশাসন।

ভোটাররা জানিয়েছেন, তারা পছন্দের প্রার্থীকে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন। এখানে কোন প্রার্থীর লোক বা অন্য কেউ বাধা দেয়নি।

কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় এ ভোটগ্রহণ। সন্ধ্যার পর ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

কেরালকাতা ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ৪৪৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭৬১ জন ও মহিলা ৮ হাজার ৬৮৪ জন। কেন্দ্রের সংখ্যা ৯টি আর ভোট গ্রহণ কক্ষের সংখ্যা ৪২টি।

প্রসঙ্গত: উল্লেখ্য, গত ৩০ জুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন কেরালকাতা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ সরদার।

এদিকে, সন্ধ্যারাতে ফল ঘোষনার পর কলারোয়া উপজেলা সদরে তাৎক্ষনিক আনন্দ মিছিল বের করে আ.লীগ দলীয় নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বাসস্ট্যান্ডস্থ বিশ্বাস মার্কেটের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

কোন কেন্দ্রে কে কত ভোট পেলো:

১. কে কে ই পি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়, কিসমত ইলিশপুর:
# মোট ভোটার- ১৭১৭ জন।
# ভোট প্রদান করেছে- ১৩১৬ জন।
# নৌকা প্রতীক পেয়েছে- ৬৩৩
# মোটরসাইকেল প্রতীক পেয়েছে- ৬২৩
# আনারস প্রতীক পেয়েছেন- ৩৩
# বাতিল- ২৭

২. ইলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়:
# মোট ভোটার- ১৪৭০ জন।
# ভোট প্রদান করেছে- ১১৩৩ জন।
# নৌকা প্রতীক পেয়েছে- ৩৩৯
# মোটরসাইকেল প্রতীক পেয়েছে- ৩৪০
# আনারস প্রতীক পেয়েছেন- ৪৪৭
বাতিল- ০৭

৩. কেরালকাতা ইউনিয়ন পরিষদ, পুটুনি:
# মোট ভোটার- ১৯৯৩ জন।
# ভোট প্রদান করেছে- ১৫১৯ জন।
# নৌকা প্রতীক পেয়েছে- ৯৬৭
# মোটরসাইকেল প্রতীক পেয়েছে- ৪৫১
# আনারস প্রতীক পেয়েছেন- ৫৮
# বাতিল- ৪৩

৪. কেরালকাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়:
# মোট ভোটার- ২১০৪ জন।
# ভোট প্রদান করেছে- ১৬৩৫ জন।
# নৌকা প্রতীক পেয়েছে- ৮১২
# মোটরসাইকেল প্রতীক পেয়েছে- ৭০৫
# আনারস প্রতীক পেয়েছেন- ১০১
# বাতিল – ১৭

৫. কাজিরহাট কলেজ, কাজিরহাট:
# মোট ভোটার- ২০৪৯ জন।
# ভোট প্রদান করেছে- ১৬৪০ জন।
# নৌকা প্রতীক পেয়েছে- ৮১৬
# মোটরসাইকেল প্রতীক পেয়েছে- ৭৭৫
# আনারস প্রতীক পেয়েছেন- ৩৫
# বাতিল- ১৪

৬. নাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়:
# মোট ভোটার- ১৯৭২ জন।
# ভোট প্রদান করেছে- ১৫২৫ জন।
# নৌকা প্রতীক পেয়েছে- ৯৩১
# মোটরসাইকেল প্রতীক পেয়েছে- ৫৬৩
# আনারস প্রতীক পেয়েছেন- ১৮
# বাতিল- ১৩

৭. বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়:
# মোট ভোটার- ২১৯৬ জন।
# ভোট প্রদান করেছে- ১৬৬৮ জন।
# নৌকা প্রতীক পেয়েছে- ৮৪২
# মোটরসাইকেল প্রতীক পেয়েছে- ৭৮৯
# আনারস প্রতীক পেয়েছেন- ১৯
# বাতিল- ১৮

৮. সাতপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়:
# মোট ভোটার- ২১৮৭ জন।
# ভোট প্রদান করেছে- ১৬৭৬ জন।
# নৌকা প্রতীক পেয়েছে- ৬৮০
# মোটরসাইকেল প্রতীক পেয়েছে- ৯৪৮
# আনারস প্রতীক পেয়েছেন- ৩৪
# বাতিল- ১৪

৯. সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়:
# মোট ভোটার- ১৭৫৮ জন।
# ভোট প্রদান করেছে- ১৩৮৭ জন।
# নৌকা প্রতীক পেয়েছে- ৭৮৫
# মোটরসাইকেল প্রতীক পেয়েছে- ৫৮৩
# আনারস প্রতীক পেয়েছেন- ১৯
# বাতিল- ০

ফলে নৌকা প্রতীকের প্রার্থী স ম মোরশেদ আলী ৬৮০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সরদার আব্দুর রউফ পেয়েছেন ৫৭৭৭। আনারস প্রতীকের প্রার্থী নেছার আলী পেয়েছেন ৭৬৪ ভোট।

ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় দুশ্চিন্তায় পিতা!

মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় দুশ্চিন্তায় পিতা। অর্থনৈতিক অসচ্ছলতা ও দারিদ্রতার কারণে মেয়েরবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: কলারোয়ার জয়নগর ইউনিয়নের খোর্দ্দবাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ ও পরিবীক্ষণ কমিটির সভা

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়নবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার খোর্দ্দ-বাটরায় যুবদলের কর্মী সমাবেশ
  • কলারোয়ায় কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের মাসিক সভা
  • কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে যুবদলের কর্মী সমাবেশ
  • কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • শহীদ জিয়া দেশের মানুষের জন্য বাতিঘর : সাবেক এমপি হাবিব
  • কলারোয়া আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে ড. খান মোঃ মিজানুল ইসলাম সেলিমকে সংবর্ধনা
  • কলারোয়া টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টে সালিফ রামিনা ক্রীড়া ফাউন্ডেশন ফাইনালে
  • কলারোয়ার মির্জাপুরে যুবদলের কর্মী সভা
  • কলারোয়ায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফ আলীর ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক
  • কলারোয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ
  • কলারোয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির কমিটি গঠন: সভাপতি শেখ সেলিম, সম্পাদক রবিউল
  • কলারোয়া সীমান্তে নারী-শিশুসহ আটক ৬, রুপিসহ ভারতীয় মোবাইল ফোন উদ্ধার