বুধবার, আগস্ট ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অদৃশ্য শক্তির ষড়যন্ত্র নস্যাতে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

সব ধরনের বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করেছে-কিছু নেতাকর্মীর এমন ধারণায় দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগামী নির্বাচন অনেক কঠিন হবে। অনেক ষড়যন্ত্র হচ্ছে, অদৃশ্য শক্তির ষড়যন্ত্র নস্যাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার সমাপনী বক্তব্যে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, কেউ যদি ভেবে থাকি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যাদের ভাবতাম তারা মাঠে এখন দুর্বল বা মাঠে নেই, সেটা ঠিক হবে না। সেই ভাবনাটি মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। কারণ ৩৫ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমি বুঝি, রাজনৈতিক প্রতিপক্ষ যদি থাকত বা থাকতে পারত সে ক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো; তার চেয়েও আরও বেশি কঠিন হবে আগামী দিনের নির্বাচন। অনেক অদৃশ্য শক্তি কাজ করছে। ষড়যন্ত্র কাজ করছে। বহু ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয়, আমাদের ধৈর্য ধরতে হবে। আচার-আচরণে পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, বিগত ১৬ বছর অনেক অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন আপনারা। সবাই মিলে সহ্য করেছি। ছোট ছোট ভুলের জন্য যাতে আমাদের এই বিসর্জন নষ্ট হয়ে না যায়, কষ্ট যাতে নষ্ট না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে। জনগণের সঙ্গে আছি। জনগণের সঙ্গেই থাকব। জনগণই আমাদের শেষ ভরসা।

তারেক রহমান আরও বলেন, আমরা মনে করি ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। সেই জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করতে চাই। আমরা তাদের কাছে যেতে চাই। তাদের বলতে চাই আমাদের দেশ পরিচালনার সুযোগ দিন। আমাদের সহকর্মীদের মনে সরকারে এসেছি বলে এক অদ্ভুত অনুভ‚তি এসেছে। আমরা এখনো বিরোধী দলে আছি। তিনি বলেন, তাদের বিভিন্ন আচরণের জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। দলের ইমেজ ক্ষুণ্ন হচ্ছে। চট্টগ্রামে কিছু কিছু ঘটনা ঘটেছে। আপনারা একেকজন বিএনপির প্রতিনিধি। আপনি যেখানে থাকেন আপনাকে বিএনপি বা অঙ্গসংগঠনের নেতা হিসাবে চেনে। আপনি যখন আপনার নিকটাত্মীয়-স্বজনের কাছে যান পরিচয় দেওয়ার পর যাতে আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা না হয়। আপনার কাজের দ্বারা যাতে দল ক্ষতিগ্রস্ত না হয়। আজ বিতর্কিত কথা বা আচরণ করলে ভোটের সময় আপনি তার কাছে যেতে পাারবেন না। কোন মুখে তার কাছে ভোট চাইবেন। দেশের মা-বোন বিএনপিকে ভোট দেন। ধানের শীষে ভোট দেন। আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে। ব্যালট চুরির নির্বাচনে। তাই জনগণকে সঙ্গে রাখুন।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই। যদি সেটি পেতে চান মানুষের আস্থা অর্জন করতে হবে। দিন শেষে আমাদের মানুষের আস্থা ধরে রাখতে হবে। না হলে ভোট পাবেন না। আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার। ভোটে জিতলে আপনাকে কাজ করতে হবে ৩১ দফা বাস্তবায়নে।

কর্মশালায় তারেক রহমান প্রশ্নোত্তর পর্বে বলেন, দুর্নীতির মাধ্যমে ১৫ বছরে আমাদের দেশের ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে অবৈধভাবে পাচার হয়ে গেছে। ১৫ দিনের মধ্যেই তা আবিষ্কার হয়েছে। এর মানে ভেতরে আরও অনেক কিছু আছে। যদি ভেতরে আরও গভীরভাবে দেখা হয়, তাহলে দেখা যাবে, দেশের কয়েক বছরের বাজেটের টাকার সমান চলে গেছে। পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে হবে।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি নেতা ইসমাইল জবিউল্যা, ডা. মওদুদ আলমগীর পাভেল, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু, মো. হারুনুর রশীদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, রেহানা আক্তার রানু, তালুকদার খোকন, ড. মাহাদী আমিন, ব্যারিস্টার আবু সাইম, মাহমুদা হাবিবা, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, ইসরাফিল খসরু, আতিকুর রহমান রুম্মান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এবিএম মোশাররফ।

একই রকম সংবাদ সমূহ

সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা

যতই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে বলে জানিয়েছেন প্রধানবিস্তারিত পড়ুন

ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকতেই কমতে শুরু করেছে দাম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরটি দীর্ঘ চার মাস ২০ দিন বন্ধ থাকার পর মাত্রবিস্তারিত পড়ুন

‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল: বিএফআইইউ প্রধানকে বাধ্যতামূলক ছুটি

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকেবিস্তারিত পড়ুন

  • থাকছে না নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে নিয়োগ দেবে এনটিআরসিএ
  • সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে: প্রধান উপদেষ্টা
  • শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম নারী সচিব রেহানা পারভীন
  • বিভিন্ন বাহিনীতে ২৭৬৩৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ৩ শর্তে পিতৃত্বকালীন ছুটি দেয়া যেতে পারে: স্বাস্থ্য উপদেষ্টা
  • ডিবি হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • চলতি সপ্তাহেই নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ: ইসি সচিব
  • সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষ প্রতিষেধক ভ্যাকসিন রাখার নির্দেশ
  • যিনি সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান দিতে হবে : জিয়াউর রহমান প্রসঙ্গে মাহফুজ
  • যে নীতিতে সরানো হলো রাষ্ট্রপতির ছবি
  • জুলাই সনদ: ফিরছে তত্ত্বাবধায়ক সরকার, আইনসভা ২ কক্ষের, প্রধানমন্ত্রী দলীয় প্রধান নয়
  • ‘না ভোট’ রাখার প্রস্তাব দেয়নি বিএনপি: নজরুল ইসলাম খান