রবিবার, নভেম্বর ৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অসুস্থ স্বামীকে উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ার লোহাকুড়ায় করোনা আক্রান্ত গ্রাম ডাক্তারের সম্পত্তি ও নগদ টাকা আত্মসাথের উদ্দেশ্যে ভাই, বোন, ভগ্নিপতি ও ভাইপো কর্তৃক জোর পূর্বক বাড়িতে আটকে রাখার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের ডাঃ আব্দুল মুজিদ এর স্ত্রী মোছাঃ সুমি বেগম এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ১০ বছর আগে লোহাকুড়া গ্রামের মৃত. মোকছেদ মোড়লের ছেলে গ্রাম ডাঃ আব্দুল মুজিদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তার ঔরশে আমার গর্ভে ২টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। বর্তমানে আমার স্বামী প্রায় ৩৫ বিঘা সম্পত্তি এবং প্রায় ৫০লক্ষাধিক টাকার মালিক। সম্প্রতি আমার স্বামী করোনায় আক্রান্ত হলে তার ফুসফুস প্রায় ৬০ শতাংশ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। তাকে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করে নিজের জীবনের মায়া না করে সেবা যতœ করে আমি তাকে সুস্থ্য করে তোলার চেষ্টা করি। এসময় তার ফুসফুস ১৫ শতাংশ রিকোভারি হয়। এদিকে আমার স্বামীর মুমূর্ষ অবস্থার খবর পেয়ে তার ভাই বাবুর আলীর ছেলে মুকুল, আজিতের ছেলে রুহুল আমীন, বোন জাহানারা ও ঝেনি এবং ভগ্নিপতি মোস্ত স্বামীর সম্পত্তি এবং নগদ টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা শুরু করে। একপর্যায়ে উল্লেখিতরা আমার কাছ থেকে স্বামীকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গিয়ে মিথ্যেচার করে স্বামীকে আমার বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলে। সুমি বেগম অভিযোগ করে বলেন, স্বামীকে ঢাকা থেকে উন্নত চিকিৎসা করিয়ে আনার জন্য উল্লেখিতরা তার (স্বামী) কাছ থেকে একটি চেকে ২৮লক্ষ টাকা লিখে স্বাক্ষর করে নেয়। কিন্তু স্বামীকে ঢাকায় না নিয়ে তারা সমুদয় টাকা আত্মসাত করে। এসময় তারা আমার সাথে বিড়াল-কুকুরের মত ব্যবহার করতে থাকে। ননদ জাহানারা ও তার স্বামী মোস্ত তাদের বাড়ির একটি রুমে আমাকে আটকে রাখে। পরে আমাকে তালাক করিয়ে নেওয়ার জন্য মারাত্মক অসুস্থ্য স্বামীকে নিয়ে কাজী অফিসে গেলে অসুস্থ্য হওয়ায় তিনি তালাক করাতে রাজি হননি। পরবর্তীতে লাঙ্গলঝাড়া এলাকার সবুর মাওলানাকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর করিয়ে নেয়। আনুমানিক গত ৬ জুলাই তালাকনামা আমার হাতে ধরিয়ে দিয়ে মেয়ে দুটিকে কেড়ে নিয়ে এক কাপড়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে স্থানীয় একজন জনপ্রতিনিধিকে দিয়ে আমাকে ডেকে জোরপূর্বক একটি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয় তারা। তিনি আরো বলেন, আমার স্বামী এখনো মারাত্মক অসুস্থ্য। তার এই অসুস্থ্যতার সুযোগ নিয়ে স্বামীর ভাইপো মুকুল ও রুহুল আমীন, বোন জাহানারা ও ঝেনি এবং ভগ্নিপতি মোস্ত কৌশলে তাকে হত্যা করে তার সমুদয় সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে যাচ্ছে। যে কারণে তাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না। এমনকি ফোনেও কারো সাথে যোগাযোগ বা কথা বলতে দিচ্ছে না। আমার স্বামীকে এখনই ওই ঘর থেকে মুক্ত করা না গেলে সে ধুকে ধুকে মারা যাবে। তিনি পরসম্পদ লোভী উল্লেখিতদের কবল থেকে স্বামীকে উদ্ধার এবং জোরপূর্বক তালাকে বাধ্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ‘গরিবের ডাক্তার’ খ্যাতবিস্তারিত পড়ুন

জলাবদ্ধতা কেড়ে নেয় হাজারো শিশুর রঙিন স্বপ্ন

নিজস্ব প্রতিনিধি: ‘জলবায়ুজনিত কারণে বাস্তুচ্যুত মানুষ ও ঝুঁকিপূর্ণ স¤প্রদায়কে ক্ষমতায়ন করা: টেকসইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘উন্নয়ন পরিষদের’ উদ্যোগে স্বেচ্ছাসেবী সম্মেলন

কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উন্নয়ন পরিষদের’ উদ্যোগে স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সড়ক দূর্ঘটনারোধে প্রচারণা
  • সাতক্ষীরায় মেয়াদ উত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রয়ের অপরাধে জরিমানা
  • সাতক্ষীরায় ছাত্রশিবিরের জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে কমিশন গঠন
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ
  • বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় সাতক্ষীরায় দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা
  • সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রশমনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মৎস্য পোনা অবমুক্তকরণ
  • ভর্তি হতে না পারা সেই শিক্ষার্থীর দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা শাহিন
  • সাতক্ষীরার তালায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গ্রাহক সভা