শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরীমনির আইনজীবী কে এই আমান রেজা?

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি জামিন পাননি। দুই দফা রিমান্ড শেষে শুক্রবার তাকে পাঠানো হয়েছে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে। আলোচিত এই নায়িকাকে আইনি সহায়তা দিতে এগিয়ে এসেছেন ঢালিউডের অভিনয়শিল্পী আমান রেজা। তিনি পেশায় একজন আইনজীবী। পরীমনির প্রধান আইনজীবী মুজিবর রহমানের দলের আট সদস্যের মধ্যে তিনি একজন।

পরীমনিকে দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে শুক্রবার আদালতে হাজির করা হয়। এদিন পরীর পক্ষের আইনজীবী মুজিবর রহমান তার জামিনের আবেদন করেন। তবে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল জামিন আবেদন নামঞ্জুর করে পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ ব্যাপারে অভিনয়শিল্পী ও আইনজীবী আমান রেজা বলেন, ‘পরীমনি একজন অভিনয়শিল্পী ও নারী। তার জামিন পাওয়ার আইনগত অধিকার রয়েছে। আমরা চাই তার জামিনটা যেন শিগগিরই হয়। যদি তিনি অপরাধী প্রমাণিত হন তাহলে শাস্তি পাবেন। তবে তার জামিন পাওয়ার অধিকার আছে।’

তিনি আরও বলেন, ‘শুধু পরীমনি নয়, আমার দায়িত্ব হচ্ছে একজন আইনজীবী হিসেবে সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আইনগত সহায়তা করা। আমি শুধু পরীমনি না, চলচ্চিত্র জগতের অনেক পরিচালক ও অভিনয়শিল্পীদের মামলা পরিচালনা করেছি।’

শুটিংয়ের ফাঁকে ফাঁকে আইন পেশাটা পরিচালনা করেন জানিয়ে আমান রেজা বলেন, ‘পরীমনির শুনানির প্রথম দিন ঢাকার বাইরে থাকায় শুনানিতে অংশগ্রহণ করতে পারিনি। তবে শুক্রবার জামিন শুনানিতে অংশগ্রহণ করতে পেরে বেশ ভালো লেগেছে। একজন সহকর্মী, সহযোদ্ধা ও আইনজীবী হিসেবে তার পাশে দাঁড়াতে পেরে বেশ ভালো লাগছে।’

কে এই আমান রেজা

আমান রেজা হলেন একজন চলচ্চিত্র অভিনেতা ও আইনজীবী। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে এলএলএম পড়ছেন। তার বাবা আবু নাসের একজন ব্যবসায়ী। মা জাহানারা বেগম অবসরপ্রাপ্ত একজন জেলা জজ।

২০০৮ ফটোগ্রাফার এল কে লিটনের মাধ্যমে প্রযোজক গোলাম মোরশেদের সঙ্গে পরিচয় হয় আমান রেজার। তারপর পরিচালক হাফিজ উদ্দিনের ‘সেই তুফান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। প্রথম অভিনীত চলচ্চিত্র সেই তুফান হলেও মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি রেজা লতিফের ‘ভালোবাসার শেষ নেই’। ২০১৩ সাল পর্যন্ত প্রায় ২৯টি চলচ্চিত্রে অভিনয় করলেও মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ১২টি।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- চালবাজ, স্টোরি অব সামারা, প্রেমী ও প্রেমী, প্রেমিক নাম্বার ওয়ান, বাজারের কুলি, বস্তির ছেলে কোটিপতি, কাজের মানুষ নায়ক ইত্যাদি।

একই রকম সংবাদ সমূহ

মিথিলাকে নিয়ে গুঞ্জনের মাঝেই প্রাক্তনকে বুকে নিয়ে সৃজিতের পোস্ট

রাফিয়াত রশিদ মিথিলার আগে একাধিক নারী এসেছে টলিউড নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের জীবনে।বিস্তারিত পড়ুন

নিজের জানাজার দাওয়াত দিলেন ইলিয়াস কাঞ্চন

নিজের জানাজার দাওয়াত দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সোমবার এফডিসিতে রূপালীবিস্তারিত পড়ুন

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান শনিবার দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। জনপ্রিয়বিস্তারিত পড়ুন

  • মারা গেলেন অভিনেতা প্রবীর মিত্র
  • ‘বিশ্বাস-বন্ধুত্ব’ নিয়ে মিথিলাকে খোঁচা দিলেন তাহসানের নতুন বউ?
  • সংসার পাতলেন তাহসান, ভাঙলো বুঝি মিথিলার!
  • তাহসানের স্ত্রীর বিরুদ্ধে প্রাক্তনের গুরুতর অভিযোগ
  • ৯ দেশের ১৩ ভাষার সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা
  • তাহসানের বিয়ের খবর, যা করছেন মিথিলা
  • অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান!
  • ১৪ দিনের রিমান্ডে ‘পুষ্পা’ খ্যাত অভিনেতা আল্লু অর্জুন
  • বাংলাদেশে কেউ হিন্দুদের ওপর নির্যাতন করছে না: পশ্চিমবঙ্গের সঙ্গীতশিল্পী কবীর সুমন
  • ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান
  • ‘ক্রাইম পেট্রোল’ অভিনেতার রহস্যজনক মৃ*ত্যু
  • শমী কায়সার গ্রেফতার