শনিবার, অক্টোবর ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় অধ্যক্ষ লাঞ্ছিত: শিক্ষক-কর্মচারী পরিষদের সংবাদ সম্মেলন

পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলের ওপর অতর্কিত হামলা ও লাঞ্ছিত করার ঘটনায় মঠবাড়িয়া থানায় মামলা হয়েছে।

মামলার একমাত্র আসামী অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও আসামীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ আগস্ট) সকাল ১১টায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মঠবাড়িয়া উপজেলার সর্বস্তরের শিক্ষকবৃন্দের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম উল হক।

সংবা সম্মেলনে উল্লেখ করা হয়, বেপরোয়া অফিস সহকারী ফরিদা ইয়াসমিনের কর্মকান্ডে সারা দেশের গোটা শিক্ষক সমাজ বিস্মিত হয়েছে। এই ঘটনা পুরো শিক্ষক সমাজের ওপর হামলার শামিল। তার এ ন্যাক্কারজনক কর্মকান্ডের শাস্তিস্বরূপ চাকরিচ্যুত করতে হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী ফৌজদারি অপরাধে অভিযুক্ত ফরিদা ইয়াসমিনকে দ্রুত গ্রেপ্তার না করলে সংক্ষুব্ধ শিক্ষক ও ছাত্র সমাজ লাগাতার কর্মসূচি নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবে।

এদিকে ১৮ আগস্ট মঠবাড়িয়া সরকারী কলেজের কর্মকর্তা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গত ১৬ আগস্ট সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বল অফিস সহকারীর হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করা হয় এবং উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্হা গ্রহনের জন্য দায়িত্বশীল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়।

শনিবার খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত অফিস সহকারী ফরিদা ইয়াসমিনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে রেজুলেশনপূর্বক প্রাথমিক এ শাস্তিমূলক ব্যবস্হা নিয়েছে।

ঘটনার পর থেকে ভারপ্রাপ্ত ওই অধ্যক্ষ মানসিকভাবে ভেঙে পড়েছে। লোক লজ্জার ভয়ে মানুষের সামনে মুখ দেখাতে পারছেন না তিনি। এখনও আসামী গ্রেপ্তার না হওয়ায় অনেকটা হতাশ ওই অধ্যক্ষ ও তার পরিবার।

আসামী দ্রুত গ্রেপ্তারের ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা নূরুল ইসলাম বাদলকে ফোন দিয়ে তার বক্তব্য পাওয়া যায় নি।

জানা গেছে, অফিস সহকারী ফরিদা ইয়াসমিনকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে মঠবাড়িয়া উপজেলার শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এরমধ্যে গ্রেপ্তার না হলে মঙ্গলবার থেকে লাগাতার কর্মসূচি নিয়ে বৃহত্তর আন্দোলনে নামারও ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বল অফিস সহকারী ফরিদা ইয়াসমিনকে জাতীয় শোক দিবসে কলেজে না আসার কারন জানতে চান এবং এসাইনমেন্ট জমা দেওয়া শিক্ষার্থীদের নাম রেজিস্ট্রার খাতায় অন্তর্ভুক্ত করতে বলেন। এতে ওই অফিস সহকারী ক্ষিপ্ত হয়ে হঠাৎ পায়ের জুতা খুলেই পিটানো শুরু করেন। ওই অফিস কক্ষে এ সময় কলেজের ২ জন স্টাফ ও ১০/১২ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। উপস্থিত শিক্ষার্থীরা অধ্যক্ষকে উদ্ধার করে। বার্তা বাজারে সর্ব প্রথম সংবাদ প্রকাশিত হয়। এরপর দেশের অধিকাংশ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে ঘটনাটি ভাইরাল হয়।

একই রকম সংবাদ সমূহ

জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদেরা

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসবিস্তারিত পড়ুন

সংসদ ভবন ঘিরে সতর্ক অবস্থান নিরাপত্তা বাহিনীর

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদেরবিস্তারিত পড়ুন

জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি

শেষ পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করেনি।বিস্তারিত পড়ুন

  • জাতীয় সংগীতের মাধ্যমে শুরু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান
  • যশোরের শার্শায় ভ্যানচালক আব্দুল্লাহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার-৩
  • নেত্রকোনার মদনে বন্ধুর প্রতিশ্রুতি রক্ষায় নিজে বাসর ঘরে’ বন্ধুকে দিয়ে বাসর
  • চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট
  • স্ত্রীসহ সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞ
  • দিনাজপুর বোর্ডের ৪৩ কলেজের কেউ পাশ করেনি
  • পিআর-টিআর বাদ দেন, নির্বাচনে আসেন: মির্জা ফখরুল
  • হ্যান্ডবল খেলায় কলারোয়ার মেয়েরা ৩ বার সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন
  • ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদের, যানচলাচল বন্ধ
  • ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
  • আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
  • ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: আইন উপদেষ্টা