খুলনা এনইউবিটি’তে শেখ আবু নাসের মেধাবৃত্তি ও বেগম রাজিয়া নাসের স্বর্ণপদক উদ্বোধন
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে (এনইউবিটিকে) উদ্বোধন করা হয়েছে তিন কোটি টাকার শিক্ষাবৃত্তি।
“শেখ আবু নাসের মেধাবৃত্তি ও বেগম রাজিয়া নাসের স্বর্ণপদক” নামে চলতি শিক্ষাবর্ষেই শুরু হওয়া এ শিক্ষাবৃত্তির উদ্বোধন করেন খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন, এমপি।
বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষাবৃত্তির উদ্বোধন এবং বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন, এমপি।
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা-এর প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে সেখ সালাহউদ্দিন, এমপি, বলেন, “আমার আব্বা ও মায়ের নামে চালু হওয়া এই স্কলারশিপটির খবর আমার জন্য বেশ আনন্দের। আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।” স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, “নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি ১৬ বিঘার উপর স্থায়ী ক্যাম্পাসের সূচনা করলো। এর ফলে শিক্ষাকার্যক্রম আরো গতি পাবে।”
প্রধান অতিথি সেখ সালাহউদ্দিন এমপি আরো বলেন, “স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে এসেছেন। মুক্তিযুদ্ধে ভারত যে সহযোগিতা করেছিলো এবং ট্রেনিং দিয়েছিলো তার জন্যই মুক্তিযুদ্ধ ত্বরান্বিত হয়েছিলো। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে। আমাদের স্বাধীনতা ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জিত, জাতির পিতা শেখ মুজিবের নেতৃত্বে অর্জিত। কিন্তু বারবার এ ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। নতুন প্রজন্মের এই ইতিহাস আরো বেশি পড়া দরকার।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি মো. মনিরুজ্জামান তালুকদার স্কলারশিপটি চালুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ দিয়ে বলেন, “এ উদ্যোগের মাধ্যমে অনেক গরীব ও মেধাবী শিক্ষার্থীরাও উচ্চশিক্ষা অর্জন করতে পারবেন। গোল্ড মেডেলের মাধ্যমেও মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি আরো আগ্রহ বাড়বে।”
তিনি আরো বলেন, “ক্ষুধা-দরিদ্রমুক্ত দেশ গড়ার যে অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেছেন, আজকের শিক্ষার্থীরাই সেই বাংলাদেশকে আগামীতে নেতৃত্ব দিবে।”
সভাপতির বক্তব্যে এনইউবিটিকে-এর প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, “আমরা স্বাধীনতার ৫০ বছরে পদার্পণ করছি। আবার জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীও চলছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমাদের অত্যন্ত শ্রদ্ধার দু’জন মানুষ শেখ আবু নাসের এর নামে যে স্কলারশিপটি চালু করা হচ্ছে তাতে গরীব ও মেধাবীরা আরো বেশি পড়াশুনার সুযোগ পাবে এবং বেগম রাজিয়া নাসের-এর নামে গোল্ড মেডেলটির মাধ্যমে যেসব নারী শিক্ষার্থী পড়াশুনায় ভালো ফলাফল করবে তাদের জন্য রাখা হয়েছে।”
স্থায়ী ক্যাম্পাস নিয়ে তিনি বলেন, “ আশা করছি আগামী দুইবছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের কাজ শেষ করে আমরা সেখানেই আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করতে পারবো।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা-এর রেজিস্ট্রার ড. মো. শাহ্ আলম, খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, খুলনা বিভাগের বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা ২০১৬ সাল থেকে খুলনা শহরের শিববাড়ি মোড়ে অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী স্থায়ী ক্যাম্পাসের জন্য অনুমতি ও অন্যান্য কার্যক্রম শেষে খুলনা শহরের উপকেন্দ্রে ৬ একর জায়গা জুড়ে স্থায়ী ক্যাম্পাস তৈরির কাজ অতিসত্তর পুরোদমে শুরু হতে যাচ্ছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)