রবিবার, জুলাই ৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গভীর রাতে কলারোয়ায় এক বাড়িতে পরপর দু’টি বোমা বিস্ফোরণ

সাতক্ষীরার কলারোয়ায় এক বাড়িতে পরপর দু’টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রামে বৃহষ্পতিবার (৬ জানুয়ারী) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ওই গ্রামের বাসিন্দা বিগত ইউপি নির্বাচনের পরাজিত মেম্বার প্রার্থী আবুল ফজল মোহাম্মদ সাইফুদ্দিনের বাড়িতে দুইটি ককটেল জাতীয় বোমা নিক্ষেপের ওই ঘটনায় বিকট শব্দে বিস্ফোরণ হয় বলে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন।

জানা গেছে, একতালা বিশিষ্ট বাড়ির সিঁড়ির সামনে ছড়িয়ে আছে জালের লোহার কাঠি, পাটের পোড়া সুতা ও লাল কসটেপে মোড়ানো ককটেল ধ্বংসাবেশের টুকরো। রাতে পরপর দু’টি বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে ভোর থেকেই ঘটনাস্থলে বহু নারী-পুরুষ ভিড় করে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী বাড়ির কর্তা আবুল ফজল মোহাম্মদ সাইফুদ্দিন জানান, ‘রাত ২টার দিকে হঠাৎ দুইটি বিকট আওয়াজে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে দেখি বিস্ফোরণ হওয়া ককটেল বোমার টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। রাতের অন্ধকারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তার অজানা। তবে বিগত ইউপি নির্বাচন কেন্দ্রিক এই ঘটনা ঘটাতে পারেন বলে তিনি ধারণা করছেন।
পরিবারের নিরাপত্তা চেয়ে ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু বিচার ও জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।
এ বিষয়ে থানায় অতিদ্রুত লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান।

সাইফুদ্দিনের স্ত্রী মেহনাজ সামরিন জানায়, ‘গত পরশু রাতে কুকুরের ব্যাপক ডাক-চিৎকার হলে বাইরে বের হতেই কারা চলে যায় বোঝা যায় নি। গতকাল রাতে বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ বিকট আওয়াজে দুই কান বন্ধ হয়েছিলো। বিস্ফোরণে তেমন ক্ষতি না হলেও আতঙ্কে রয়েছেন।’

প্রতিবেশী আবু রায়হান জানান, ‘রাতে হঠাৎ বিকট আওয়াজে ঘুম ভাঙ্গে। প্রতিবেশী সাইফুদ্দিনের বাড়িতে এসে দেখি ককটেলের জিনিসপত্র পড়ে রয়েছে। এটি যে বা যারােই করুক আইনের আওতায় আসা উচিত।’

আরেক প্রতিবেশী শের আলী গাজী জানান, ‘এমন নেক্কারজনক কাজ উদ্দেশ্যপ্রণোদিত।’

চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, ‘সেখানে গ্রামপুলিশ ও ইউপি সদস্যদের পাঠানো হয়েছে। মূল রহস্য জানা যায়নি। তবে ঘটনাস্থলে থানা পুলিশের টিম কাজ করছেন।’

কলারোয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা জানান, ‘বিষয়টি জানার পর পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। লিখিত অভিযোগ এখোনো পাওয়া যায়নি। ঘটনা তদন্তপূর্বব ব্যবস্থা নেয়া হবে৷’

একই রকম সংবাদ সমূহ

মেডিকেলে চান্স পাওয়া কলারোয়ার সেই মেধাবী শিক্ষার্থীর পাশে দুদকের ড. খাঁন সেলিম

নিজস্ব প্রতিনিধি: সদ্য মেডিকেলে চান্স পাওয়া কলারোয়ার দারিদ্র শিক্ষার্থী নাদিরা খাতুনকে আর্থিকবিস্তারিত পড়ুন

‘সাদাকে সাদা আর কালোকে কালো বলুন’: সাংবাদিকদের প্রতি ইজ্জত উল্লাহ

কলারোয়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আগামি নির্বাচনেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মারকাযুল ইলমী ওয়াদ-দাওয়াহ্ মাদ্রাসার অভিভাবক ও সুধী সমাবেশ

শেখ শাহাজাহান আলী শাহীন: কলারোয়ার মির্জাপুরের মারকাযুল ইলমী ওয়াদ- দাওয়াহ্ মাদ্রাসার অভিভাবকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে কৃষকের মৃ*ত্যু
  • কলারোয়ায় বিএনপির অঙ্গ সংগঠেনের তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সভা
  • কলারোয়া সরকারি কলেজে শিবিরের বৃক্ষরোপন কর্মসূচি
  • নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য কলারোয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
  • কলারোয়ায় চক্ষু সেবা শিবির বাস্তবায়নে মতবিনিময় সভা
  • কলারোয়ায় ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স এর অভিযান : ৩০ হাজার টাকা জরিমানা
  • কলারোয়ায় শিম চাষে স্বাবলম্বী যুগিখালীর সাত্তার সানা
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে ট্যাক্সফোর্সের অভিযান
  • কলারোয়ার ধানদিয়ায় ৮ দলীয় ফুলবল টুর্নামেন্টে সরসকাটি চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় কলেজ শিক্ষক-কর্মচারী সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নব্বই দশকের ছাত্রনেতাদের মিলনমেলার প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার ধানদিয়া হাইস্কুল ফুটবল মাঠে ফাইনাল খেলায় সরসকাটি জয়ী