রবিবার, আগস্ট ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে গাভী কিনতে ঋণের চেক বিতরণ করলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রামীণ মানুষের কর্মসংস্থান সৃষ্ঠির লক্ষ্যে সমবায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন। জননেত্রী শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে গ্রামাঞ্চলের অসহায় মানুষের আর্থিক উন্নয়ন করার মধ্যে দিয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমবায় ভিত্তিক নানা কর্মসূচি হাতে নিয়ে বাস্তবায়ন করে চলেছেন।’

বৃহস্পতিবার (৩ মার্চ-২০২২) বেলা সাড়ে ১১ টার দিকে যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সমবায় অধিদপ্তরের আওতায় দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গাভী কিনতে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, ‘সারা দেশের মধ্যে এ প্রকল্প মণিরামপুর উপজেলায় এবং মেহেরপুর উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে। গাভী কেনার পর দুধ প্রক্রিয়াজাত করতে উপজেলার ভান্ডারিয়া মোড় এলাকায় প্রাথমকি পর্যায়ে মিল্কভিটার ফ্যাক্টরি স্থাপনে অর্থ বরাদ্দ হয়েছে। প্রকল্প সফল হলে পরবর্তিতে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। তিনি এ সময় হুশিয়ারি করে বলেন- ঋণের টাকা অন্য কাজে ব্যয় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান (এনডিসি) বলেন, ‘এ প্রকল্প সফল হলে এই এলাকার কৃতী সন্তান প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য স্যারের মুখ উজ্জ্বল হবে। একই সাথে জননেত্রী শেখ হাসিনা সরকার সাফল্যের আরও একধাপ এগিয়ে যাবে।’

সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস বলেন, ‘এ প্রকল্প বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এবং মিল্কমিভটার ম্যানেজারের মাধ্যমে সুবিধাভোগীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যেভাবেই হোক প্রকল্প সফল করতে এ এলাকার সুবিধাভোগীদের বিশেষভাবে উদ্যোগী হতে হবে।’

এর আগে শুভেচ্ছা বক্তব্যে প্রকল্প পরিচালক মিজানুর রহমান বলেন, ‘প্রকল্পে ৪৯ কোটি ৮০ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দ হয়েছে। এ উপজেলার ২ হাজার ৫০০ জনকে এর প্রকল্পের আওতায় আনা হয়েছে। কয়েকটি ধাপে সুবিধাভোগীদের বিশেষ প্রশিক্ষণের পর ঋনের চেক বিতরণ করা হবে। প্রাথমিক পর্যায় ৫০০ জন সুবিধাবোগীদের চেক দেওয়া হবে। তাদের কার্যক্রম শেষ হলে পরবর্তি ধাপে আবারও ঋণ সুবিধা দেওয়া হবে। আজ বৃহস্পতিবার ১৫০ জনের মাঝে ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা ঋণের চেক বিতরন করা হয়। প্রতিজন ১ লাখ ৫ হাজার টাকা ঋণ সুবিধা পেয়েছেন। এরমধ্যে ৮০ হাজার টাকায় গাভী কিনতে পারবে, আর বাকী টাকায় গাভী পালনে খাদ্য কিনতে হবে।’

উপজেলা সমবায় কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, সহকারি পুলিশ সুপার আশেক সুজা মামুন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবুজার সিদ্দিকী, মিল্কভিটার ম্যানেজার ডা. আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মে খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আলমগীর হোসেন প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজার বাসায় পাক উপ-প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানস্থ বাসভবন ফিরোজায় গিয়ে তার খোঁজখবর নিলেনবিস্তারিত পড়ুন

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হয়ে গেছে-পাকিস্তানের এমন দাবি নাকচ করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • বাসায় গিয়ে জামায়াত আমিরের খোঁজ নিলেন পাক পররাষ্ট্রমন্ত্রী
  • ১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারাই এখন ধাক্কা দেয় : রুমিন
  • বেনাপোল বন্দরে প্রথম চালানে ৩১৫ টন চাল আমদানি
  • কেন্দ্র-বাক্স দখল, অনিয়ম হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল : সিইসি
  • নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেয়া দরকার সেভাবে নিচ্ছি : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ‘প্রধান উপদেষ্টার পরিচিতির কারণে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে’ : প্রেস সচিব
  • সিন্ডিকেট রুখতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: স্বাস্থ্য উপদেষ্টা
  • বিচার চলাকালে আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : সিইসি
  • ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা মে-জুনে, হবে পূর্ণ সিলেবাস-নম্বরে
  • সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন
  • ১৩ বছরে প্রথমবার ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, ‘ঐতিহাসিক’ বলছে ইসলামাবাদ
  • এক মাস মৃ*ত্যুর সঙ্গে লড়ে হার মানলো মাইলস্টোন শিক্ষার্থী তাসনিয়া