মঙ্গলবার, মে ৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কক্সবাজার মুখোরিত পর্যটকে, আবাসিক হোটেলে অতিরিক্ত ভাড়া আদায়

প্রায় পাঁচ দিনের ছুটিতে লাখো পর্যটকে মুখরিত হয়ে উঠেছে কক্সবাজারের সমুদ্র সৈকত। হোটেল কর্তৃপক্ষ এক রাতের জন্য একটি কক্ষের ভাড়া হিসাবে সাড়ে ৮ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়।

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটক সমাগমকে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায় এবং মূল্য তালিকা সংরক্ষণ বা না রাখার অভিযোগে এক আবাসিক হোটেল কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, শুক্রবার মধ্যরাতে সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন আবাসিক হোটেল ‘অভিসার’ কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় এই অর্থদণ্ড দেওয়া হয়।

মাসুম বলেন, “দুর্গা পূজা ও ঈদে মিলাদুন্নবীসহ টানা পাঁচ দিনের ছুটিতে কক্সবাজারে কয়েক লাখ পর্যটকের সমাগম ঘটেছে। আর এই বিপুল সংখ্যক পর্যটক সমাগমকে পুঁজি করে কয়েকটি হোটেল-মোটেলের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় এবং মূল্য তালিকা সংরক্ষিত স্থানে প্রদর্শন না করার অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে শুক্রবার মধ্যরাতে প্রশাসনের একটি দল হোটেল অভিসারে অভিযান চালালে অভিযোগের সত্যতা পায়।”

চট্টগ্রাম থেকে কক্সবাজার বেড়াতে আসা তৌহিদুল ইসলাম নামের এক পর্যটক বলেন, “তিন বন্ধু মিলে এক রাত যাপনের জন্য সাগর পাড়ের হোটেল অভিসারের কক্ষ ভাড়া নিতে যান। এ সময় হোটেল কর্তৃপক্ষ তাদের কাছে এক রাতের জন্য একটি কক্ষের ভাড়া হিসাবে সাড়ে ৮ হাজার টাকা দাবি করেন।

“এছাড়া তারা এক রাতের জন্য হোটেলের একটি কক্ষ ভাড়া নিতে চাইলে কর্তৃপক্ষ জানায়, ন্যূনতম দুই রাতের জন্য নিতে হবে; অন্যথায় কক্ষ ভাড়া দেওয়া সম্ভব হবে না।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আরও বলেন, “ভবিষ্যতে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা এবং সেবার মানের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে রাখার জন্য হোটেল অভিসার কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পর্যটক হয়রানি রোধে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

সম্পদ বৃদ্ধিতে এমপিদের চেয়ে এগিয়ে চেয়ারম্যানপ্রার্থীরা: টিআইবি

চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ধনাঢ্য প্রার্থীর ছড়াছড়ি। জাতীয় সংসদের মতো এবিস্তারিত পড়ুন

কমেছে নারী বেকার, বাড়লো পুরুষ বেকার

দেশে এখন বেকারের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার। যেখানে বর্তমানে দেশে ১৫বিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণবিস্তারিত পড়ুন

  • সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যে সিদ্ধান্ত
  • উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি হবেই: কাদের
  • ঝড়ে লন্ডভন্ড চট্টগ্রাম
  • দ্রুত গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • অবশেষে সাতক্ষীরায় স্বস্তির বৃষ্টি
  • ইউএনও যখন ভ্যানচালক
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় যুব সমাজের সম্পৃক্ততা নিয়ে আলোচনা
  • আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে খাজরা ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসীদের আনাগোনা
  • সাতক্ষীরায় বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে প্রান গেল ছোটভাইয়ের
  • স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ও গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রলীগের পদযাত্রা
  • সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন
  • সাতক্ষীরায় বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই সাবেক র‌্যাব সদস্য খুন