মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনুমতি ছাড়াই প্রেস কাউন্সিল কমিটিতে অন্তর্ভুক্তির অভিযোগ নূরুল কবিরের

বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। সোমবার এ সংক্রাক্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটিতে ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদক নূরুল কবিরকে সদস্য হিসেবে রাখা হয়। তবে কমিটি ঘোষণার পর এক ফেসবুক পোস্টে এই বর্ষীয়ান সাংবাদিক অভিযোগ করেছেন, অনুমতি না নিয়েই তার নাম এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমাকে অবাক করে দিয়ে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় পূর্বানুমতি ছাড়াই আজ আমার নাম (তাও ভুল বানানে) প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে গেজেটভুক্ত করেছে। এর আগে একাধিকবার সরকার পক্ষ থেকে আমাকে এই কাউন্সিলে থাকার জন্য অনুরোধ জানানো হয়েছিল — যা আমি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু এবার কেউ সরকারের পক্ষ থেকে হোক বা অন্য কোথাও থেকে, আমার সম্মতি নেওয়ার প্রয়োজনই মনে করেননি। এটা সত্যিই অদ্ভুত।’

‘অতএব, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, যদি কেউ থেকে থাকেন, অনুরোধ করছি দয়া করে আমার নামটি এই তালিকা থেকে প্রত্যাহার করে নিয়ে আমাকে বাধিত করবেন।’

অন্তর্বর্তী সরকারের আমলে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গেল সেপ্টেম্বরে নির্মাতা আশফাক নিপুনের সঙ্গে আলোচনা ছাড়াই তাকে সেন্সর বোর্ডের সদস্য করা হয়। পরে তিনি সদস্যপদ গ্রহণে অস্বীকৃতি জানান।

প্রসঙ্গত, সোমবার ঘোষিত প্রেস কাউন্সিলের দুই বছর মেয়াদি কমিটিতে নূরুল কবির ছাড়াও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদকে রাখা হয়েছে।

১২ সদস্যের এ কমিটিতে আরও আছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক পূর্বকোণের সম্পাদক রমিজ উদ্দিন চৌধুরী ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) উপদেষ্টা আখতার হোসেন খান।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব মো. ফখরুল ইসলাম ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীনও আছেন কমিটিতে।

এর আগে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিমকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান করে অন্তর্বর্তী সরকার; তাকে তিন বছরের জন্য ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা বলা হয়।

এর মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া মো. নিজামুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ গত ৯ সেপ্টেম্বর বাতিল করা হয়। তার আড়াই মাস পর দায়িত্ব দেওয়া হয় আবদুল হাকিমকে।

একই রকম সংবাদ সমূহ

ডাকসুর ভোট নিয়ে অভিযোগ, যা বললেন ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ নিয়ে প্রতিটি অভিযোগের বিষয়ে নির্বাচনবিস্তারিত পড়ুন

বয়স ১৬ হলেই পাওয়া যাবে এনআইডি

১৬ বছর বয়স হলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে নাগরিকদের নিবন্ধন তথ্য নেবেবিস্তারিত পড়ুন

সিনেট ভবনে উত্তপ্ত বাক্য বিনিময়, ঢাবি ভিসিকে ‘জামায়াতি প্রশাসন’ বলল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের দিনভর ভোটগ্রহণ শেষ। এখন চলছে গণনারবিস্তারিত পড়ুন

  • আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল
  • জরুরি সংবাদ সম্মেলনে যা বললেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল
  • ব্যাংক একীভূত হলেও গ্রাহকের ভোগান্তি হবে না: অর্থ উপদেষ্টা
  • আরাকান আর্মি বেঁচে আছে মাদক বিক্রির ওপর: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • আগামী নির্বাচনে ভোট দেবেন প্রবাসীরা, সর্বাত্মক প্রচেষ্টা আছে: ইসি সচিব
  • হত্যাকাণ্ড ও অপহরণের ঘটনা কি বাড়ছে? যে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব
  • ‘গণতন্ত্র পুনরুদ্ধারে প্রত্যেকটি নেতাকর্মী অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে’ : তারেক রহমান
  • দুর্গাপূজায় নিরাপত্তা হুমকি নেই, সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জন : : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • নির্বাচন নিয়ে সেনাবাহিনী প্রস্তুত, ইসির নির্দেশনার অপেক্ষা
  • শেখ হাসিনা সরণিসহ ৬ স্থাপনার নাম পরিবর্তন
  • খালেদা জিয়ার নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজি, সিআইডির মামলা
  • ডাকসু নির্বাচন : ভিপি প্রার্থী শামীমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইলিয়াসের