রবিবার, নভেম্বর ৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে চাঁদা দাবির অভিযোগে কথিত ৪ সাংবাদিক আটক, মোটরসাইকেল জব্দ

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেহুলা গ্রামের এক নিকাহ রেজিষ্টারের কাছে ১০ হাজার টাকা চাঁদাদাবির অভিযোগে ৪জন কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহষ্পতিবার রাতে তাদেরকে আশাশুনি উপজেলার বেউলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা হলো সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের মোন্তাজ মোল্লার ছেলে মোঃ আব্দুল মান্নান, একই গ্রামের আফসার উদ্দীন সরদারের ছেলে মোঃ হাফিজুর রহমান, একই উপজেলার কুকরালী গ্রামের মোকিম হোসেনের ছেলে মোঃ মোশারফ হোসেন আব্বাস ও আশাশুনি উপজেলার আদালতপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে মোঃ রবিউল ইসলাম বর্তমানে সাতক্ষীরায় বসবাস করেন।

আশাশুনি উপজেলার বেউলা গ্রামের ওসমান গণি সরদারের ছেলে মোঃ আসাদুজ্জামান সরদার এ প্রতিবেদককে জানান, বৃহষ্পতিবার বিকালে আব্দুল মান্নান, মোশারফ হোসেন আব্বাস, হাফিজুর রহমান ও রবিউল নামের চার ব্যক্তি দু’টি মোটর সাইকেলে তার বাড়িতে যায়। এ সময় তারা নিজেদেরকে এক একটি নাম নাজানা সংবাদপত্র ও অন লাইনের স্টাফ রিপোর্টার পরিচয়ে বাল্য বিবাহ দেওয়া অভিযোগে তার কাছে ১০ হাজার টাকা চাঁদা চান।

টাকা না দিলে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া ও পত্রিকায় নিউজ করার হুমকি দেন। একপর্যায়ে তাদেরকে বাড়িতে বসিয়ে রেখে তিনি জেলা রেজিষ্টারকে ফোন করেন। তিনি বিষয়টি থানাকে অবহিত করার কথা বলেন। তবে সাংবাদিকদের সঙ্গে বাক বিতন্ডাকালে স্থানীয়রা ছুঁটে এলে অবস্থা বেগতিক বুঝে ওই ৪জন কথিত সাংবাদিক মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনগন মোটর সাইকেলের চাবি তুলে নেয়। তখন তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়।

আশাশুনি থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির সুকৌশলে মোবাইল করে তাদের ফেলে আসা মোটরসাইকেল নিয়ে যেতে বলেন। তখন থেকেই এসআই গাজী নূর নবীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে হাজির হন। পুলিশের মোবাইল পেয়ে তারা রাতে বেউলা গ্রামের নিকাহ রেজিষ্টারের বাড়িতে যায়। এসময় পুলিশ এসে চাঁদা দাবির অভিযোগের সত্যতা পেয়ে ওই চার চাঁদাবাজকে গ্রেপ্তার করে। তার আগেই তাদের ব্যবহৃত ২টি মোটর সাইকেল জব্দ করা হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের নিকট জানতে চাইলে তিনি বলেন, কথিত সাংবাদিক পরিচয়দানকারী এই আসামিরা সাতক্ষীরা জেলাব্যাপী একটি চাঁদাবাজির নেটওয়ার্ক তৈরি করেছিল। এ ঘটনায় বেউলা গ্রামের নিকাহ রেজিষ্টার মোঃ আসাদুজ্জামান বাদি হয়ে গ্রেপ্তারকৃত ৪জনের নাম উল্লেখ করে শুক্রবার সকালে থানায় একটি ৫(৯)২০২০ নং মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের বিচারার্থে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ‘গরিবের ডাক্তার’ খ্যাতবিস্তারিত পড়ুন

জলাবদ্ধতা কেড়ে নেয় হাজারো শিশুর রঙিন স্বপ্ন

নিজস্ব প্রতিনিধি: ‘জলবায়ুজনিত কারণে বাস্তুচ্যুত মানুষ ও ঝুঁকিপূর্ণ স¤প্রদায়কে ক্ষমতায়ন করা: টেকসইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘উন্নয়ন পরিষদের’ উদ্যোগে স্বেচ্ছাসেবী সম্মেলন

কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উন্নয়ন পরিষদের’ উদ্যোগে স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সড়ক দূর্ঘটনারোধে প্রচারণা
  • সাতক্ষীরায় মেয়াদ উত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রয়ের অপরাধে জরিমানা
  • সাতক্ষীরায় ছাত্রশিবিরের জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে কমিশন গঠন
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ
  • বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় সাতক্ষীরায় দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা
  • সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রশমনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মৎস্য পোনা অবমুক্তকরণ
  • ভর্তি হতে না পারা সেই শিক্ষার্থীর দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা শাহিন
  • সাতক্ষীরার তালায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের গ্রাহক সভা