সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কয়রায় যুবলীগের কর্মী সভায় মানুষের ঢল

খুলনায় কয়রায় ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের কর্মী সভা যুব সমাবেশে পরিণত হয়েছে। কর্মী সভায় অংশ নিতে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কয়রা কপোতাক্ষ কলেজ মাঠ প্রাঙ্গনে নেতা-কর্মীরা আসতে শুরু করে। যুবলীগের পাশাপাশি ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন মিছিল নিয়ে আসেন। স্থানীয় এমপি ও জেলা যুবলীগের নেতা কর্মীর উপস্থিতে কয়রা উপজেলা বিভিন্ন স্থান থেকে ৩ সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত কর্মী সভা যুব সমবেশে পরিণত হয়।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে কয়রা সদরের কপোতাক্ষ কলেজ চত্বরে কয়রা উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড় এর সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।

এসময় তিনি সাবেক ছাত্রলীগের নেতা কর্মী নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি সন্তোশ প্রকাশ করে বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে দেশবিরোধী ‘ষড়যন্ত্র মোকাবিলায় যুবলীগ নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

তিনি বলেন, “গণতন্ত্রের অগ্রযাত্রা ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধীরা একের পর এক ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হলে অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ যুবলীগকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। এসময় সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরে যুবলীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশা প্রদান করেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মা রায়হান ফরিদ, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জি: মাহফুজুর রহমান সোহাগ,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা রবার্ট বাবুল ঘোষ নিক্সন, হারুন আর রশিদ, বিধান রায়, কবির আহম্মেদ মনা, রাফেল হোসেন বাবু, তরিকুল ইসলাম সুমন, তালিউর রহমান সানি, তাপস জোয়াদ্দার, সাগর শেখ, যুবলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, আব্দুস সামাদ গাজি, আব্দুল্লাহ আল মাহমুদ, সরদার নূরুল ইসলাম কোম্পানী, আছের আলী মোড়ল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগ নেতা, মাসুম বিল্লাহ, এ্যাড. আরাফাত হোসেন, রবিউল ইসলাম রবিন, উলিউর রহমান খোকা, রিয়াজুল ইসলাম, উজ্বল, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তারুল ইসলাম হুমায়ূন কবির নিউটনসহ উপজেলা বিভিন্ন পর্যায়ের ৩ সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শান্তি ও সম্প্রীতি রক্ষায় খুলনার রুপসায় পিস ফেসিলিটেটর গ্রুপ গঠিত

স্থানীয় পর্যায়ে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন ও শান্তি- সম্প্রীতি স্থাপনেরবিস্তারিত পড়ুন

খুলনার কয়রায় কালনা মাদ্রাসায় জামায়াতের সবক ও দােয়া অনুষ্ঠিত

খুলনার কয়রা উপজেলার কালনা আমিনিয়া মাদরাসায় কামিল (স্নাতকোত্তর) হাদিস বিভাগের ১ম সবকবিস্তারিত পড়ুন

চুকনগর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি সাহিদুল, সম্পাদক বিল্লাল

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ১৪ বছর পর চুকনগর বাজার বণিকবিস্তারিত পড়ুন

  • এমপি হয়ে অঢেল সম্পদের মালিক খুলনা-৬ আসনের বাবু
  • উপকূলের জন্য একটি দিন
  • কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত
  • খুলনা জেলা দক্ষিণ ছাত্রশিবিরের কর্মী সমাবেশ
  • খুলনা মহানগরী জামায়াত আমীরের শপথ গ্রহণ
  • পাটকেলঘাটার জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্যাপ্টেন মো. এছাহক আলীর মেজর পদে পদোন্নতি
  • পাইকগাছায় নদীর বাঁধ নির্মাণ কাজ উদ্বোধন
  • পাইকগাছায় জামায়াত নেতা আবুল কালাম আজাদের মতবিনিময় সভা
  • খুলনার কয়রায় জামায়াত ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত
  • পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১০০ দরিদ্র পরিবারের সহনশীল টয়লেট বিতরণ
  • ডুমুরিয়ায় জলাবদ্ধতা মানুষের মাঝে জামায়াত ইসলামীর নগদ অর্থ বিতরণ
  • বাটিয়াঘাটা পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা